P পৃষ্ঠা ৪৩
- English Word piquet Bengali definition [পিকেট্] (noun) - ৩২ তাসসহ দুজনের মধ্যে তাস খেলা।
- English Word pir Bengali definition [পীর্] (অপিচ peer [পীর্]) (noun) মুসলিম সাধক ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তি; পির।
- English Word piranha Bengali definition [পিরা:নআ] (noun) গ্রীষ্মমণ্ডলীয় আমেরিকার মিষ্টি জলের মাছ যার কামড়ে ছোট ছোট প্রাণী প্রাণ হারাতে পারে।
- English Word pirate Bengali definition [পাইরাট্] (noun) (১) জলদস্যু; জলদস্যুর জাহাজ। (২) যে ব্যক্তি অন্যের গ্রন্থস্বত্ব বেআইনিভাবে লঙ্ঘন করে; যে বেআইনিভাবে প্রচারযন্ত্র পরিচালনা করে; যে অন্যের ব্যবসায়িক অধিকার হরণ করে। □ (verb transitive) কেবল নিজের লাভের জন্য অন্যের পুস্তক, রেকর্ড ইত্যাদি বিনা অনুমতিতে প্রকাশ করা। piratical (adjective) জলদস্যুর আচরণের মতো; বেআইনিভাবে প্রকাশিত (গ্রন্থ)। piratically (adverb) piracy (noun) (plural piratecies) [uncountable noun] জলদস্যুতা; পুস্তকের বেআইনি প্রকাশনা; [countable noun] এ ধরনের অন্য কিছু।
- English Word pirouette Bengali definition [পিরোউএট্] (noun) [Countable noun] ব্যালে নর্তকীর পায়ের গোড়ালি বা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে দ্রুত ঘূর্ণন।
- English Word pisaller Bengali definition [পীজ্অ্যালাই America(n) পীজ্অ্যালাই] (noun) (ফরাসি) শেষ আশ্রয়; অধিকতর ভালো কোনো উপায় না-থাকায় গৃহীত পদক্ষেপ।
- English Word piscatorial Bengali definition [পিস্কাটারিআল্] (adjective) মাছধরাসংক্রান্ত; মাছধরার নেশাগ্রস্ত।
- English Word Pisces Bengali definition [পাইসীজ্] (noun) মীন রাশি; রাশিচক্রের দ্বাদশ চিহ্ন।
- English Word piss Bengali definition [পিস্] (verb transitive), (verb intransitive) (অশিষ্ট) মূত্র প্রবাহিত করা; প্রস্রাবের সঙ্গে রক্তের মিশ্রণ থাকা; মূত্র দ্বারা ভেজা। piss off! (নিন্দার্থে) বেরিয়ে যাও: Why don’t you just piss off and leave me alone? piss somebody off কাউকে বিরক্ত বা রাগান্বিত করা; I’m pissed off with the way the company has treated me. piss (somebody) about/around (British/Britain) কারো সঙ্গে বাজে ব্যবহার করে সময় নষ্ট করা: The job centre pissed me around for hours before they finally gave me the right form. pissed (adjective) (নিন্দার্থে) বদ্ধ মাতাল অবস্থা।
- English Word pistachio Bengali definition [পিসটা:সিওউ America(n) পিস্ট্যাচিওউ] (noun) (plural pistachios) সবুজ বাদামবিশেষ; পেস্তা; উক্ত বাদামের গাছ; বাদামের অন্তঃস্থিত অংশের বর্ণ।
- English Word pistil Bengali definition [পিস্ট্ল্] (noun) কোনো ফুলের বীজ উৎপাদনক্ষম অংশ।
- English Word pistol Bengali definition [পিস্ট্ল্] (noun) [Countable noun] পিস্তল; এক হাতে চালানো যায় এমন আগ্নেয়াস্ত্র। hold a pistol to somebody’s head হুমকি দিয়ে কাউকে কিছু বলতে বা করতে বাধ্য করার চেষ্টা।
- English Word piston Bengali definition [পিস্টান্] (noun) ইনজিন বা পাম্পে ব্যবহৃত একটি ফাঁপানলের মধ্যে আর একটি ফাঁপানলের ওঠানামা/অগ্রপশ্চাতের গতির সঙ্গে উক্ত ইনজিন বা পাম্প চালু হয় যে দণ্ডের সাহায্যে তা-ই পিস্টন বা চাপদণ্ড। pistonengined (adjective) (বিমানের ক্ষেত্রে) পিস্টনসহ ইনজিন। pistonring (noun) পিস্টনে ব্যবহৃত আংটা। pistonrod (noun) যে দণ্ডের সঙ্গে পিস্টন যুক্ত থাকে।
- English Word pit 1 Bengali definition [পিট্] (noun) (১) মাটির গর্ত; মৃত্তিকাগহ্বর, বিশেষত যেখান থেকে মৃত্তিকার অন্তঃস্থিত বস্তু বের করে আনা হয়; a chalk-pit; a coal-pit. pithead (noun) কয়লার খনির প্রবেশদ্বার। pitman (noun) খনিশ্রমিক; কয়লার খনির মজুর। pitpony (noun) কয়লার খনির ভূগর্ভে রক্ষিত ছোট ঘোড়া। pitprop (noun) কয়লার খনির ছাদকে ঠিকভাবে ঠেস দিয়ে রাখার জন্য ব্যবহৃত বিবিধ বিষয়। pit-saw (noun) করাত; গর্ভে ব্যবহৃত করাত। (২) বন্য জন্তুকে ফাঁদে ফেলতে ঢাকা দেওয়া গর্ত। pit-fall (noun) (লাক্ষণিক) অপ্রত্যাশিত বাধা বা বিপদ; অজানা, অজ্ঞাত ও লুক্কায়িত কোনো বিপত্তি, বাধা, জটিলতা ইত্যাদি: This text presents many pits for the translator. (৩) কোনো প্রাণী বা গাছের দেহের গর্ত। the pit of the/one’s stomach পাঁজরের কাছে উদরের গর্ত (তুলনীয় arm-pit): He had a sudden sinking feeling in the pit of his stomach. (৪) গুটিবসন্ত হওয়ার পর শরীরের দাগ। (৫) (British/Britain) কোনো প্রেক্ষাগৃহের নিচের তলায় পিছনের দিকের আসন অথবা ঐ আসনের দর্শকবৃন্দ। (৬) (America(n)) কোনো ভবনের মেঝের কোনো অংশ (বিশেষ দ্রব্যের জন্য নির্দিষ্ট স্থান): the wheatpit. (৭) the pit (আলংকারিক অর্থ) (বাইবেল) নরক। (৮) কোনো গ্যারাজ বা কারখানার মেঝের গর্ত, যার সাহায্যে কোনো যানবাহনের নিচের অংশ পরীক্ষা বা মেরামত করা যায়; রেসকোর্সে প্রতিযোগিতার সময় যে স্থানে জ্বালানি নেওয়া বা টায়ার পালটানোর জন্য পাড়ি থামানো যায়। (৯) =cockpit.
- English Word pit 2 Bengali definition [পিট্] (verb transitive) (১) মাটিতে গর্তের মতো দাগ বসানো: a face pitted with small pox. (২) pit against বিরুদ্ধতা বা ঝামেলায় ফেলে দেওয়া: pit somebody against the secret police.
- English Word pit 3 Bengali definition [পিট্] (noun) (America(n)) প্রায় পাথরের মতো শক্ত ফলের বিচি। □ (verb transitive) এ ধরনের বিচি ছাড়িয়ে ফেলা।
- English Word pit-a-pat Bengali definition [পিট্আপ্যাট্] (adverb) দ্রুতস্পন্দনসহ; মৃদু অথচ দ্রুত পদবিক্ষেপে: Her heart went pit-a-pat with the sound of music. He heard the soft pit-a-pat of rain on the roof.
- English Word pitch 1 Bengali definition [পিচ্] (noun) (১) সেই স্থান যেখানে পথের ধারের ছোট ব্যবসায়ী তার পসরা সাজিয়ে বসে অথবা কৌতুকাভিনেতা সাধারণত তার প্রদর্শনীর আয়োজন করে। queer somebody’s pitch পরিকল্পনা ভেস্তে দেওয়া। (২) (ক্রিকেটে) মাঠের যে অংশ দুই ব্যাটসম্যান দৌড় নেওয়ার জন্য অথবা বোলার বল করার জন্য ব্যবহার করে; (বেসবলে) যে রীতিতে বলটি ছোড়া হয়; (ফুটবলে) যে মাঠে খেলা হয়। (৩) কোনো কিছু নিক্ষেপ; যে দূরত্বে কোনো কিছু নিক্ষিপ্ত হয়। (৪) (সংগীত বা বক্তৃতার ক্ষেত্রে) উচ্চগ্রাম বা লঘুগ্রাম; শব্দের বৈশিষ্ট্য। (৫) স্তর: at the highest pitch of his capability. (৬) ছাদের ঢালের পরিমাণ। (৭) জাহাজের অগ্রভাগের ওঠানামা।
- English Word pitch 2 Bengali definition [পিচ্] (noun) [Uncountable noun] আলকাতরা ও পেট্রলিয়মজাত কালো রঙের পদার্থ, যা রাস্তা তৈরি, মেরামত বা ছাদ তৈরিতে ব্যবহৃত হয়; পিচ। as black/dark as pitch ভীষণ কৃষ্ণবর্ণ। pitch-black/-dark (adjective) সম্পূর্ণত কৃষ্ণবর্ণ। pitchblende (noun) [Uncountable noun] কালো উজ্জ্বল খনিজপিণ্ড। pitchpine (noun) পাইন গাছ বা কাঠের বিশেষ লাক্ষাযুক্ত অংশ। pitchy (adjective) পিচের ন্যায়।
- English Word pitch 3 Bengali definition [পিচ্] (verb transitive), (verb intransitive) (১) কোনো কিছু গড়ে তোলা; তৈরি করা: pitch one’s tent or camp. (২) বল বা কোনো কিছু অধৈর্য বা অপছন্দের সঙ্গে ছুড়ে ফেলে দেওয়া: Let’s pitch the drunkard out. People pitch their rubbish over the wall. pitch fork (noun) খড় তোলার লম্বা হাতলওয়ালা কাঁটা লাগানো দণ্ড। □ (verb transitive) এ ধরনের দণ্ডের সাহায্যে কিছু তোলা বা সরানো; (লাক্ষণিক) কোনো ব্যক্তিকে জোরপূর্বক বিশেষ অবস্থায় নিক্ষেপ করা। (৩) (সংগীত) কোনো নির্দিষ্ট স্বরগ্রামে সুর বাঁধা: the music pitched too high to be followed. (৪) সামনে বা পিছনের দিকে পড়ে যাওয়া; ছিটকে পড়ে যাওয়া: The carriage jerked and she pitched on her head. (৫) জাহাজের অগ্রভাগের ওঠানামা করা। (৬) pitch in সর্বশক্তি দিয়ে কাজে প্রবৃত্ত হওয়া। pitch into (ক) সহিংস আক্রমণ করা: They pitched into the pick-pocket. (খ) কোনো বিষয়ে ব্যস্ত হয়ে ওঠা: We pitched into relief operations. pitch upon আকস্মিক নির্বাচন করা; কাউকে বেছে নেওয়া: pitch upon the best candidate. (৭) pitched battle (noun) পরিকল্পিত ও সুখসজ্জিত সৈন্যবাহিনী সমন্বয়ে যুদ্ধ, আকস্মিক লড়াই নয়। (৮) (ক্রিকেট) বল উইকেটের আশপাশে নানাভাবে নিক্ষেপ করা: an over pitched ball; trying to pitch the ball a little high. pitch wickets সঠিকভাবে বেলসহ তিনটি স্ট্যাম্প সঠিক জায়গায় বসানো/স্থাপন করা। (৯) (অশিষ্ট) গল্প বলা। (১০) pitch-and-toss যে খেলায় একটি নির্দিষ্ট স্থানে মুদ্রা রাখা হয়। pitch and pay নগদ টাকা দেওয়া।