P পৃষ্ঠা ৩৯
- English Word pied Bengali definition [পাইএড্] (adjective) বিভিন্ন বর্ণযুক্ত; চিত্রবিচিত্র।
- English Word pied-à-terre Bengali definition [পিআড্ আ:টেআ(র্)] (noun) (ফরাসি) অতিরিক্ত ঘর বা বাড়ি, যা ব্যক্তি প্রয়োজনে ব্যবহারের জন্য রেখে দেন।
- English Word pier Bengali definition [পিআ(র্)] (noun) (১) কাঠ, ইস্পাত, সিমেন্ট ইত্যাদির তৈরি এমন লম্বা কাঠামো যা নদী/সমুদ্রে অবতরণে ব্যবহৃত হয়- ভ্রমণের আনন্দ বা বিলাসী সময় কাটাতে অনেক তাঁবু বা ভোজনশালার সঙ্গেও এরূপ কাঠামো যুক্ত থাকে। (২) সেতুর ভারবাহী স্তম্ভ। (৩) জানালা ও অন্য উন্মুক্ত স্থানের সংযোগকারী দেওয়াল। pier-glass (noun) বৃহৎ লম্বা আয়না যাতে সম্পূর্ণ দেহ প্রতিবিম্বিত হয়।
- English Word pierce Bengali definition [পিআ(র্)স] (verb transitive), (verb intransitive) (১) (কোনো সূচ্যগ্র বস্তুর সাহায্যে) বিদ্ধ করা; ভেদ করা; এভাবে ছিদ্র করা: The sword pierced his flesh; piercing the ear for wearing rings. (২) সবলে প্রবেশ করা/ভেদ করা: The torch pierced through the darkness around. Her cries pierced into the silence. (৩) জোর করে পথ করে নেওয়া; তীক্ষ্নভাবে ভেদ করা: people pierced through the police barricade. piercing (adjective) piercingly (adverb)
- English Word pierrot Bengali definition [পিআরৌ] (noun) (ফরাসি) ফরাসি নির্বাক অভিনয়ের চরিত্র। (২) (বিশেষত সমুদ্রনিবাসে) ঢিলেঢালা পোশাক ও মুখে সাদা রং মাখা কৌতুকাভিনেতা; এরূপ দলের সদস্য।
- English Word pietà Bengali definition [পীএটা:] (noun) মৃত যিশু কোলে কুমারী মেরির মূর্তি। pietas পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা।
- English Word piety Bengali definition [পাইএটি] (noun) [Uncountable noun] ধার্মিকতা; ভক্তি; ধর্মানুরাগ; Piety is a rear virtue these days. filial piety মাতাপিতার প্রতি সন্তানের প্রার্থিত ভক্তিপূর্ণ আচরণ। pietism (noun) ধার্মিকতা; এ ধরনের আচরণের মাত্রাতিরিক্ত প্রকাশ। pietist (noun)
- English Word piffle Bengali definition [পিফ্ল্] (noun) [Uncountable noun] (কথ্য) বাজেকথা; অর্থহীন বকবকানি। □ (verb intransitive) বকবক করা। piffling (adjective) তুচ্ছ; অর্থহীন।
- English Word pig 1 Bengali definition [পিগ্] (noun) (১) [Countable noun] শূকর; শূকরী; শূকরছানা; [Uncountable noun] শূকরের মাংস (বিশেষত ঝলসানো) দ্রষ্টব্যbacon, দ্রষ্টব্যham, দ্রষ্টব্যpork.). bring one’s pigs to the wrong market কোনো প্রচেষ্টায় সফল না-হওয়া (কোনো বস্তু বিক্রির ক্ষেত্রে)। buy a pig in a poke না-দেখে না-বুঝে কোনো বস্তু অধিক দামে কেনা। pigs might fly (অবিশ্বাসের ইঙ্গিত দিয়ে) বিস্ময়কর ব্যাপারও ঘটতে পারে। make a pig of oneself অত্যধিক আহার ও পান করা। pig boat (noun) (America(n)) (অশিষ্ট) সাবমেরিন। pig-headed (adjective) একগুঁয়ে। pig-headedly (adverb) pig-headedness (noun) pig-skin (noun) [uncountable noun] শূকরের চামড়া থেকে তৈরি লেদার জিন (অশিষ্ট)। pig-sticking (noun) [Uncountable noun] বর্শার সাহায্যে বুনোশূকর শিকার। pig-sty (noun) (ক) শূকর থাকার ছোট বাড়ি; (খ) নোংরা জঘন্য আবাস। pigtail (noun) কাঁধ ও ঘাড় বেয়ে ঝুলে পড়া চুলের বেণি; দড়ির মতো পাকানো তামাক; শূকরের লেজ। pigwash, pigswill (noun(s)) রান্নাঘর বা মদ উৎপাদন কেন্দ্র থেকে উচ্ছিষ্ট খাবার, যা শূকরের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। (২) (কথ্য) নোংরা, লোভী অথবা বদমেজাজি ব্যক্তি। (৩) pig-iron (noun) [Uncountable noun] ঢালাই না-করা লৌহপিণ্ড। piggish শূকরতুল্য; নোংরা; লোভী। piggishly (adverb) piggishness (noun) piggery (noun) শূকরপালনের স্থান। piggy (adjective) (কথ্য) লোভী। □(noun) বাচ্চা শূকর। piggyback (America(n))=pickaback. piggy bank (noun) (শূকরছানার আকৃতির) শিশুদের পয়সা জমানোর কৌটা।
- English Word pig 2 Bengali definition [পিগ্] (verb intransitive) নোংরাভাবে বাস করা; নোংরা জায়গায় বেশ কয়েকজন একত্রে বাস করা: pig it; pig together.
- English Word pig-iron Bengali definition [পিগ্আয়আন্] (noun) দ্রষ্টব্য pog
- English Word pigeon Bengali definition [পিজিন্] (noun) (১) ঘুঘু গোত্রীয় পাখি: carrier pigeon; homing pigeon, এ ধরনের যেসব পাখি বার্তা আদানপ্রদান অথবা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। pigeon-breasted (ব্যক্তি) বক্ষাস্থি উঁচু এমন বুকবিশিষ্ট; পায়রার মতো ভিতরের দিকে বাঁকানো পায়ের বৃদ্ধাঙ্গুল বিশিষ্ট। pigeonhole (ক) (noun) পায়রার খোপ; কাগজপত্র বা চিঠি আলাদাভাবে নির্দিষ্ট করে রাখার খোপ; মনের বা স্মৃতির কক্ষ। (খ) (verb transitive) পায়রা বা কাগজপত্র রাখার জন্য অনুরূপ খোপ তৈরি করা; উক্ত খোপে কিছু রাখতে ভুলে যাওয়া; কোনো কাজ স্থগিত রাখা: The plan was pigeonholed. pigeonhouse পায়রা রাখার বাক্স বা বাসা। pigeon-toed (adjective) (ব্যক্তি) পায়রার মতো ভিতরের দিকে বাঁকানো পায়ের বৃদ্ধাঙ্গুলি। (২) claypigeon শুটিংয়ের চিহ্ন হিসেবে শূন্যে ডিস্ক ছুড়ে দেওয়ার রীতি। (৩) একেবারে সাদাসিধা ব্যক্তি যাকে সহজেই ঠকানো যায়। (৪) (stool-) pigeon, দ্রষ্টব্যstool. (৫) one’s pigeon কারো অশুদ্ধ ভাষা।
- English Word piglet Bengali definition [পিগ্লিট্] (noun) বাচ্চা শূকর।
- English Word pigment Bengali definition [পিগ্মান্ট্] (noun) (১) [Uncountable noun] রঞ্জকপদার্থ; [Countable noun] রঞ্জনকার্যে ব্যবহৃত কোনো বিশেষ পদার্থ। (২) [Uncountable noun] উদ্ভিদ ও প্রাণীর তন্তু ও চুলরঞ্জনের জন্য প্রাকৃতিক রঞ্জকপদার্থ। pigmentation (noun) জীবদেহের কোষসমূহের স্বাভাবিক রঞ্জন।
- English Word pigmy Bengali definition [পিগ্মি] (noun) (plural pigmies) (১) ইকুয়েটোরিয়াল আফ্রিকার বামন জনগোষ্ঠীর সদস্য। (২) খুব খাটো মানুষ; বামন। (৩) (attributive(ly)) খুব ছোট।
- English Word pike 1 Bengali definition [পাইক্] (noun) বর্শা; (পুরাকালে) সৈন্যদের ব্যবহৃত এমন ধরনের অস্ত্র। as plain as a pike staff খুব সাদাসিধা; সহজে বোঝা যায় এমন। pikeman বর্শাধারী ব্যক্তি। pikestaff বর্শার তীক্ষ্ন প্রান্তভাগ।
- English Word pike 2 Bengali definition [পাইক্] (noun) (plural অপরিবর্তিত) মিষ্টিজলের বড় আকারের তেজি মাছ; বানমাছ; অনুরূপ যেকোনো মাছ।
- English Word pike 3 Bengali definition [পাইক্] (noun) শুল্ক আদায়ে প্রহরী দ্বারা রক্ষিত পথের মাঝখানের দরজা বা ফটক: a turn pike.
- English Word pilaf(f) Bengali definition [পিল্যাফ্ America(n) পিলাফ্] (noun) [Uncountable noun] প্রাচ্যদেশীয় এক ধরনের খাবার; মাংসসহ ঘিযুক্ত ভাত; পোলাও।
- English Word pilaster Bengali definition [পিল্যাস্টা] (noun) প্রাচীরগাত্র থেকে আলম্বিত কারুকার্যসমেত চতুষ্কোণ স্তম্ভ।