• Bengali Word stool English definition [স্টূল্] (noun) ১ বসার টুল বা চৌকি: Put the stool at its proper place; a dressing table’s stool; a piano stool.
    fall between two stools দুটি পন্থার মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য সে সম্পর্কে দ্বিধাগ্রস্ত হওয়া এবং সে জন্য সুযোগ হারানো। (২) (foot) stool পা রাখার জন্য ছোট নিচু চৌকি। (৩) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) মল; বিষ্ঠা: Get a pathologist’s report about his stool, বৈজ্ঞানিক পদ্ধতিতে মল পরীক্ষা করে সম্ভাব্য সংক্রমণ বা বীজাণু অনুসন্ধান। (৪) stool-pigeon (noun) যে পোষা পারাবতের সাহায্যে বন্য পারাবত ফাঁদ পেতে ধরা হয়; (লাক্ষণিক) যে ব্যক্তি উক্ত পারাবতের কাজ করে অর্থাৎ যে লোকের সাহায্যে অন্য কাউকে (বিশেষত অপরাধীকে) ফাঁদে ফেলে ধরা হয়; (America(n)) পুলিশের গুপ্তচর।