P পৃষ্ঠা ৩৭
- English Word physiognomy Bengali definition [ফিজিঅনামি America(n) ফিজিঅগ্নোউমি] (noun) (plural physiognomies) [Countable noun, Uncountable noun] মুখাবয়ব দেখে চারিত্রিক গুণাবলি নির্দেশপদ্ধতি; কোনো দেশের সাধারণ বৈশিষ্ট্য।
- English Word physiology Bengali definition [ফিজিআলাজি] (noun) [Uncountable noun] প্রাণী ও উদ্ভিদবর্গের জীবনধারাসংক্রান্ত বিজ্ঞান; শারীরবৃত্ত। physiologist (noun) শারীরবৃত্তবিদ; উক্ত বিজ্ঞানে পারদর্শী; উক্ত বিজ্ঞানের ছাত্র। physiological (adjective)
- English Word physiotherapy Bengali definition [ফিজিআওথেরাপি] (noun) [Uncountable noun] ব্যায়াম; অঙ্গসংবাহন ও তাপ/বিদ্যুৎ প্রয়োগপদ্ধতিতে রোগচিকিৎসা। physiotherapist (noun) এই পদ্ধতির চিকিৎসক।
- English Word physique Bengali definition [ফিজীক্] (noun) [Uncountable noun, Countable noun] দৈহিক গঠন ও বৃদ্ধি: A good physique is the basis of good health.
- English Word pi Bengali definition [পাই] (noun) গ্রিক অক্ষর ᴫ (পাই); অঙ্কশাস্ত্রের একটি প্রতীক।
- English Word piano 1 Bengali definition [পিঅ্যা:নো] (adverb), (adjective) (সংগীত) কোমল। pianissimo (adverb), (adjective) অতি কোমল।
- English Word piano 2 Bengali definition [পিয়্যানো] (noun) (plural pianos) সংগীতের যন্ত্র, যা ধাতব তারের সঙ্গে বাঁধা ক্ষুদ্রাকৃতি হাতুড়ির আঘাতে বাজানো হয়। cottage piano ছোট খাড়াই আকারের পিয়ানো। grand piano যে পিয়ানোতে অনুভূমিক তার যুক্ত থাকে। upright piano যে পিয়ানোতে খাড়াই তার যুক্ত থাকে। pianist (noun) পিয়ানোবাদক। pianoforte (noun) পিয়ানোর আনুষ্ঠানিক ও পূর্ণনাম। pianola (noun) যান্ত্রিক পিয়ানো।
- English Word piastre Bengali definition (America(n)= piaster) [পিয়্যাসটা(র্)] (noun) মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মুদ্রার একক।
- English Word piazza Bengali definition [পিয়্যাট্সা] (noun) (১) (বিশেষত ইতালীয় শহরে) গণচত্বর বা বাজারের এলাকা; চক। (২) (America(n)) বারান্দা।
- English Word pica Bengali definition [পাইকা] (noun) ছাপার অক্ষরের এক ধরনের টাইপ। small pica (noun) একই ধরনের দেখতে কিন্তু অপেক্ষাকৃত ছোট টাইপ।
- English Word picador Bengali definition [পিকাডও(র্)] (noun) ষাঁড়ের সঙ্গে লড়াইয়ে বল্লমধারী অশ্বারোহী যোদ্ধা।
- English Word picaresque Bengali definition [পিকারেসক্] (adjective) (উপন্যাসের রীতি) ভবঘুরে ও দুষ্ট চরিত্রদের অভিযান বিষয়ে লিখিত।
- English Word piccalilli Bengali definition [পিকালিলি] (noun) [Uncountable noun] শর্ষে ও ভিনেগার দেওয়া এক ধরনের ঝাল নিরামিষ খাবার।
- English Word piccaninny Bengali definition [পিকানিনি America(n) পিকানিন্] (noun) (plural piccaninnies) (প্রাচীন প্রয়োগ বিশেষত নিগ্রো) শিশু।
- English Word piccolo Bengali definition [পিকালো] (noun) (plural piccolos পিকালোউজ) ছোট বাঁশি যেগুলোতে অন্য সাধারণ বাঁশির চেয়ে আট মাত্রার বেশি সুর সংযোজন সম্ভব।
- English Word pice Bengali definition [পাইস্] (noun) উপমহাদেশীয় মুদ্রার একক; টাকার এক শ ভাগের এক ভাগ; পয়সা।
- English Word pick 1 Bengali definition [পিক্] (noun) কুড়ানো; নির্বাচন। the pick of ব্যক্তি বা বিষয়ের সর্বোত্তম সংগ্রহ।
- English Word pick 2 Bengali definition [পিক্] (noun) pick (-axe) দুই পাশে তীক্ষ্নাগ্র এক ধরনের ভারী কুড়াল; ছোট অথচ তীক্ষ্নাগ্র বস্তু: a toothpick.
- English Word pick 3 Bengali definition [পিক্] (verb transitive), (verb intransitive) (১) তুলে ফেলা; ছিঁড়ে নেওয়া; সরিয়ে দেওয়া: pick flowers, ফুল সংগ্রহ করা; pick tea leaves; pick a dirt from one’s shirt; pick one’s nose, নাকে জমে থাকা ময়লা পরিষ্কার করা। pick somebody’s brains কারো কাছ থেকে তথ্য বা উপদেশ গ্রহণ করা। pickpocket পকেট মারা; কারো পকেট থেকে চুরি করা। □ (noun) পকেটমার। pick and steal ছিঁচকে চুরি করা। (২) ছিঁড়ে ফেলা; বিচ্ছিন্ন করা; পরিচ্ছন্ন করার জন্য কোনো তীক্ষ্নাগ্র বস্তু ব্যবহার করা। pick rags ছোট ছোট খণ্ডে ছিঁড়ে ফেলা। pick one’s tooth দাঁতের ফাঁকের ময়লা পরিষ্কার করা। pick a lock চাবি হারিয়ে গেলে বা না-পাওয়া গেলে তার বা তীক্ষ্নাগ্র কোনো লৌহশলাকার সাহায্যে তালা খোলা। pick a bone হাড় থেকে সবটুকু মাংস সংগ্রহ করা। have a bone to pick with somebody দ্রষ্টব্যbone (১)। (৩) বাছাই করা; নির্বাচন করা। pick only the good ones, pick one’s words, pick one’s way along a muddy road কারো বক্তব্যের সেই অংশটুকু নির্বাচন করা যাতে আপত্তিকর কিছু থাকে না আবার বক্তব্যের মূলকথা বোঝা যায়। pick sides কোনো খেলায় বা প্রতিযোগিতায় দুই দল গড়ার জন্য প্রতিযোগী বা খেলোয়াড় নির্বাচন। pick the winning horse/winner ঘোড়দৌড় প্রতিযোগিতার আগেই বিজয়ী ঘোড়া সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা। pick a quarrel with somebody কারো সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করা। (৪) ছিদ্রান্বেষণ করা। pick a holes in something, pick holes in somebody’s comments কারো বক্তব্য বা যুক্তির খুঁত বের করা। (৫) (পাখিদের ক্ষেত্রে) ঠোঁট দিয়ে খাবার নিয়ে যাওয়া; (ব্যক্তির ক্ষেত্রে) যৎসামান্য পরিমাণ খাদ্যবস্তু ধীরে ধীরে খাওয়া। pick at ক্ষুধা নেই; অনিচ্ছায় খাবার গ্রহণ করা: She only picked at her food. (৬) (America(n)) কোনো বাদ্যযন্ত্রের তার ছিঁড়ে ফেলা। (৭) (adverb, part এবং preposition(al) সহ বিশেষ প্রয়োগ) pick at somebody (কথ্য) দোষ ধরা; খুঁত ধরা: He is always picking at the poor servant. pick something off তুলে নেওয়া: pick those unwanted sheets of paper off the table. pick somebody off স্থির লক্ষ্য সন্ধান করে কারো দিকে গুলি ছোড়া। pick on somebody (ক) বিশেষত অপ্রিয় কাজের জন্য কাউকে আলাদাভাবে বাছাই করা। (খ) শাস্তি, সমালোচনা বা দোষারোপের জন্য কাউকে (বিশেষত বারবার) বাছাই করা: It’s difficult to pick the right person amongst the committee members. pick something out (ক) বুঝতে পারা; দেখতে পাওয়া: Read and read you may then pick out the essential logic of the argument. (খ) কানের সাহায্যে পিয়ানোতে সুর তোলা। (গ) অন্যান্য রং ব্যবহার দ্বারা পটের মূল রঙের সঙ্গে সাদৃশ্য বা তুলনা আনয়ন করা: The white has picked out the dark green. pick something over পরীক্ষাসহযোগে নির্বাচন: pick over a basket of mangoes (পচা ও খারাপগুলো বাদ দেওয়ার অর্থে)। pick something up (ক) কুড়াল দিয়ে ভেঙে ফেলা। (খ) কোনো কিছু মুঠো করে নিয়ে উপরে তুলে ছুড়ে ফেলা: pick up some chinaware. (গ) লাভ করা; অর্জন করা: pick up a classical language; pick up some money by assisting somebody;pick up some bergain from winter sales. Move around and you can pick up some informations. (ঘ) কোনো কিছু দেখতে বা শুনতে সমর্থ হওয়া (কোনো যন্ত্রের সহযোগে): The enemies pick up our new installations through reconnaissance planes. (ঙ) পুনরায় অর্জন করা; পূর্বাবস্থায় ফিরে যাওয়া: You can pick up your position by requried attention and perseverance. pick somebody up (ক) কোনো রকম গুরুত্ব না-দিয়ে কারো সঙ্গে পরিচিত হওয়া: He picked up the boy on his way to school. (খ) কোনো ব্যক্তিকে সঙ্গে নিয়ে নেওয়া বা সন্ধান পেয়ে আটক করা: On way to Chittagong he picked up the girl in his car. The absconding boy was picked up by police at the airport. pick oneself up পড়ে যাওয়ার পর দ্রুত উঠে পড়া: He fell down, but very quickly picked himself up. pick up (health) স্বাস্থ্য পুনরুদ্ধার করা: The patient is gradually picking up his health. pick up speed গতিমাত্রা অর্জন করা/বাড়ানো। pick up with somebody অভিজ্ঞতা অর্জন করা: Where did you pick up such a mentally dwarfed person from? pick-up (noun) (plural pickups) (ক) গ্রামোফোনযন্ত্রের সেই অংশটি, যার সঙ্গে স্টাইলাস যুক্ত থাকে। (খ) ছোট আকারের মালবাহী গাড়ি, যা ছিমছাম ও যাতে চালক বা যাত্রীও কিছুটা আরামে ভ্রমণ করতে পারে। (গ) আকস্মিকভাবে পরিচিত হওয়া কোনো ব্যক্তি। (ঘ) গতির দ্রুততা: a car with a good. pick-up; pick me up (noun) কোনো বস্তু, যেমন পানীয়, যা শক্তি জোগায়, মনকে চাঙ্গা করে। pickery (noun) ছিঁচকে চুরি। pick-lock (noun) তালা খোলার যন্ত্রবিশেষ। pick-purse (noun) যে ব্যক্তি পরের মানিব্যাগ বা তা থেকে টাকা চুরি করে। picky (adjective) (অশিষ্ট) অত্যন্ত খুঁতখুঁতে।
- English Word pickaback Bengali definition [পিকাব্যাক্] (adverb) পিঠে যেভাবে বোঝার মতো করে শিশু বহন করা হয়।