• Bengali Word pork English definition [পোক্] (noun) [Uncountable noun] শূকরমাংস; বরাহমাংস। দ্রষ্টব্যbacon, দ্রষ্টব্যham (১).
    দ্রষ্টব্য bacon, দ্রষ্টব্য ham (১). pork-barrel (noun) (America(n) অপশব্দ) রাজনৈতিক কারণে স্থানীয় সুযোগ-সুবিধা দানের জন্য ব্যয়িত রাষ্ট্রীয় অর্থ। pork-butcher যে কসাই খাদ্য হিসেবে বিক্রির জন্য শূকর হত্যা করে এর মাংসের পাই, সসেজ ইত্যাদি তৈরি করে; শূকরের কসাই। pork pie শূকরের কিমা মাংস প্রচুর মসলাযোগে পাই (pie দ্রষ্টব্য) তৈরি করার পাত্রে রান্না করা খাদ্যবিশেষ; শূকরের মাংসের মণ্ড। porker (noun) খাদ্যরূপে ব্যবহার করার জন্য প্রতিপালিত, বিশেষত স্থূলীকৃত শূকর; পুষ্টাঙ্গ শূকর।