• Bengali Word pogrom English definition [পগ্রাম্ America(n) পাগ্রম্] (noun) [Countable noun] (কোনো গোষ্ঠী বা শ্রেণির উপর) সংঘবদ্ধ নির্যাতন কিংবা হত্যা বা লুণ্ঠন।
    • Bengali Word apogee English definition [অ্যাপাজী] (noun) ১ (জ্যোতির্বিদ্যা) পৃথিবী থেকে (কক্ষপথে চন্দ্র বা অন্য যেকোনো গ্রহের) দূরতম অবস্থান।
      (২) (লাক্ষণিক) শীর্ষবিন্দু; শিখর।
    • Bengali Word topography English definition [টাপগরাফি] (noun) [uncountable noun] প্রাকৃতিক বৈশিষ্ট্য (ও বিবরণ)।
      topographical [টপাগ্র্যাফিক্‌ল্‌] (adjective) প্রাকৃতিক বিবরণসংক্রান্ত; দৈশিক। topographically [টাপক্‌লি] (adverb)
    • Bengali Word typography English definition [টাইপগ্রাফি] (noun) [uncountable noun] ছাপার ঢং বা রীতি; মুদ্রণশৈলী।
      typographer [টাইপগ্রাফা(র্‌)] মুদ্রণশৈলীতে দক্ষব্যক্তি; মুদ্রণশিল্লী। typographic [টাইপাগ্র্যাফিক্] (adjective) মুদ্রণশৈলীগত। typographically [টাইপগ্রাফা(র্‌)ক্‌লি] (adverb) মুদ্রণশৈলীর দিক থেকে।