P পৃষ্ঠা ১৭
- English Word Pauline Bengali definition [পোলিন্] (adjective) খ্রিষ্টীয় সাধু পলসম্পর্কিত। □ (noun) সাধু পলের অনুগামী ধর্মসম্প্রদায়ের সভ্য।
- English Word paunch Bengali definition [পোন্চ্] (noun) (বিশেষত মেদযুক্ত) পেট: You are growing a roundish paunch these days. paunchy (adjective) ভুঁড়িওয়ালা। paunchiness (noun)
- English Word pauper Bengali definition [পোপা(র্)] (noun) নিঃস্ব; কপর্দকশূন্য; জীবিকা নির্বাহের সামর্থ্যহীন; ভিখারি; অন্যের কৃপায় যার জীবননির্বাহ নির্ভরশীল। pauperism [পোপা(র্)ইজাম্] (noun) [Uncountable noun] কপর্দকশূন্য অবস্থা: everywhere signs of pauperism.
- English Word pause Bengali definition [পোজ্] (noun) (১) সাময়িক বা মধ্যবর্তী (স্বল্প) বিরতি: While reciting you must make proper use of a pause. give pause to (ব্যক্তির) থামা বা চিন্তা করার বা দ্বিধাগ্রস্ত হওয়ার কারণ ঘটানো। (২) (সংগীত) চিহ্ন (∩ বা ∪) যে চিহ্নের দ্বারা কোনো স্বর বিলম্বিত করার নির্দেশ দেওয়া হয়। □ (verb intransitive) make a pause চারদিকে দেখে নিতে বিরতি নেওয়া।
- English Word pave Bengali definition [পেইভ্] (verb transitive) পাথর বা ইটের আস্তরণ দেওয়া; কোনো অংশ পাকা করে বাঁধানো: the road paved with bricks; (আলংকারিক অর্থ) a proposal paved with honest objectives. pave the way for কোনো কিছু ঘটতে সাহায্য করা: The French intellectuals paved the way for the revolution. paving-stone আস্তরণ দেওয়ার পাথর বা ইট।
- English Word pavement Bengali definition [পেইভ্মেন্ট্] (noun) (১) (British/Britain) ফুটপাত; পায়ে চলার পথ (America(n)= sidewalk)। pavement artist (পথিকদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য) যে শিল্পী রঙিন চক দিয়ে ফুটপাতের উপর ছবি আঁকে। pavement dwellers নিরাশ্রয় যেসব ব্যক্তি ফুটপাতে বাস করে। (২) (America(n)) রাস্তা বা সড়কের শক্ত উপরিতল। crazy pavement. দ্রষ্টব্যcrazy (৪).
- English Word pavilion Bengali definition [পেভিলিঅন্] (noun) (১) খেলার মাঠে খেলোয়াড়, কর্মকর্তা ও সংগঠকদের জন্য তৈরি করা বিশেষ ঘর বা ভবন বা শিবির। (২) নাচ বা সংগীতানুষ্ঠানের জন্য তৈরি সুসজ্জিত ভবন। (৩) বিভিন্ন প্রদর্শনীর জন্য বড় আকারের শিবির। back to pavilion ক্রিকেটে ইনিংস শেষে শিবিরে ফিরে যাওয়া: the space pavilion প্রদর্শনীতে মহাশূন্য বিষয়ে বিশেষ ঘর।
- English Word pavis(e) Bengali definition [পেইভিস্] (noun) [Countable noun] সর্বাঙ্গ আচ্ছাদনকারী ঢালবিশেষ।
- English Word pavonine Bengali definition [পেইভোনাইন্] (adjective) ময়ূরবিষয়ে বা ময়ূরতুল্য।
- English Word paw Bengali definition [পো] (noun) থাবা: the monkey’s paw; (কথ্য, পরিহাসচ্ছলে) হাত; এলোমেলো, অশোভন বা রুক্ষ হাতের স্পর্শ। □ (verb transitive) (ক) (জীবজন্তু) থাবার সাহায্যে অনুভব করা বা আঁচড়ানো; (ঘোড়া) খুরের সাহায্যে মাটিতে আঘাত করা;(খ) (ব্যক্তি) অশোভন বা রুক্ষভাবে হাত দিয়ে স্পর্শ করা।
- English Word pawky Bengali definition [পোকি] (adjective) ধূর্ত; ধুরন্ধর।
- English Word pawl Bengali definition [পোল্] (noun) (১) খাঁজকাটা চাকা যাতে (কোনো কিছু) পিছনে গড়িয়ে না-যায়। (২) নোঙর যাতে জড়িয়ে না-যায় তার জন্য ব্যবহৃত ক্ষুদ্রাকৃতি দণ্ড।
- English Word pawn 1 Bengali definition [পোন্] (noun) (১) দাবার বড়ে। (২) যে ব্যক্তিকে অন্যেরা নিজ স্বার্থে ব্যবহার করে।
- English Word pawn 2 Bengali definition [পোন্] (verb transitive) (১) (সোনাদানা, মূল্যবান বস্তু) বন্ধক দেওয়া: I had to pawn my type-writer to get some money. (২) (আলংকারিক অর্থ) শপথ করা: I pawned my life to protect some social values. □ (noun) [Uncountable noun] in pawn বন্ধকী দ্রব্য। pawn broker (noun) আইনানুগ বন্ধকী কারবারি। pawn-shop এ ধরনের ব্যবসায়ের দোকান বা কার্যালয়। pawn-ticket (noun) বন্ধকী দ্রব্যের বিপরীতে যে রসিদ দেওয়া হয়।
- English Word pawpaw Bengali definition [পোপো America(n) পোপো] (noun)=papaw.
- English Word pay 1 Bengali definition [পেই] (noun) [Uncountable noun] বেতন, মাইনে; (বিশেষত সামরিক বাহিনীতে) নিয়মিত কাজের জন্য মজুরি। in the pay of নিয়োজিত (প্রায়ই নিন্দার্থে): in the pay of intelligence agencies. pay-bill (noun) বেতনের বিশদ বিবরণমূলক হিসাব: Have you signed the pay-bill of this month? pay-claim (noun) মজুরি দাবি = wage-claim. দ্রষ্টব্যwage. pay-day (noun) (ক) বেতনের দিন; মাসের এক বা নির্দিষ্ট তারিখ; সপ্তাহান্ত; (খ) (স্টক এক্সচেঞ্জে) যেদিন স্টক হস্তান্তর ও মূল্য পরিশোধ করা হয়। pay-dirt (noun) [Uncountable noun] (America(n)) খনিজ আয়ের দিক থেকে লাভজনক জমি। pay-load (noun) (ক) জাহাজ বা বিমানে বহনের জন্য যে ব্যক্তি বা বস্তুর বিপরীতে ভাড়া দেওয়া হয়েছে; (খ) ক্ষেপণাস্ত্রের অন্তঃস্থিত বোমা; (গ) কোনো মহাকাশযানের বৈমানিক ও যন্ত্রপাতি। pay-master (noun) বেতনপ্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। pay master general সরকারি খাজাঞ্চিখানার সর্বপ্রধান কর্তাব্যক্তি। pay-off (noun) (কথ্য) চূড়ান্ত হিসাবপত্র; চূড়ান্ত প্রতিশোধ। pay-packet (noun) যে খামের মধ্যে বেতনের টাকা থাকে। pay-phone/pay-station (noun(s)) (America(n)) খুচরা পয়সা দিয়ে যে বাক্স বা অবস্থান থেকে টেলিফোন ব্যবহার করা যায়। pay-roll/pay-sheet (noun(s)) (ক) বেতনভুক কর্মচারীদের বেতনের অঙ্ক উল্লেখসহ তালিকা; (খ) বেতন হিসেবে যত টাকা দেওয়া হবে তার মোট অঙ্ক। pay-scales বেতনক্রম; বেতনের বিভিন্ন স্তর। pay-slip (noun) বেতনের খামের মধ্যে রাখা বেতনের সামগ্রিক হিসাব।
- English Word pay 2 Bengali definition [পেই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle paid [পেইড্]) (adverb, parts preps -সহ বিশেষ প্রয়োগের জন্য দ্রষ্টব্য ৬) (১) pay somebody; pay for something; pay somebody for something; pay somebody something; pay something (to somebody) (for something) কোনো দ্রব্য বা বস্তু অথবা সেবার বিপরীতে কাউকে টাকা দেওয়া: I pay him 1000 taka per month. You do not have to pay the bills. Have you paid for the tickets? Service charges have been paid. (২) পুরস্কার বা ক্ষতিপূরণ দেওয়া: This enterprise will not pay you in future. Do not worry you will receive the pay. Honesty pays in the long run. (৩) ধার পরিশোধ করা: A good amount of debts remains to be paid. put paid to something (কথ্য) সমাধান করা; কোনো কিছু চূড়ান্তভাবে শেষ করা যাতে আর কোনো সমস্যা না হয়। (৪) pay (to) কারো প্রতি মনোযোগ দেওয়া বা শ্রদ্ধা প্রদর্শন করা: Pay attention to the chief guest. We pay homage to our martyrs. He did not pay any respect to the jury’s decision. Pay heed to the advice of your superiors. (৫) (প্রবচন) pay one’s way ধারকর্জ না-করা। pay through the nose, দ্রষ্টব্যnose 1 (১). pay-as-you-earn (abbreviation PAYE) (British/Britain) (আয় থেকে) নিয়োগকর্তা কর্তৃক আয়কর কর্তনের পদ্ধতি। payable [পেইআব্ল্] (adjective) যা আবশ্যিকভাবে প্রদেয়; প্রদানযোগ্য। payee [পেইঈ] (noun) যে ব্যক্তির কাছে কিছু দেওয়া হয়। payer [পেইআর] (noun) যে ব্যক্তি প্রদান করেন; যাকে দিতে হয়। (৬) pay away হাত থেকে দড়ি স্খলিত হতে দেওয়া। pay something back ঋণকৃত অর্থ পরিশোধ করা। pay somebody back/out (for something) শাস্তি দেওয়া; উচিত শিক্ষা দেওয়া; কারো উপর প্রতিশোধ গ্রহণ করা। pay back in one’s own coins সমুচিত/প্রতিতুলনীয় প্রতিশোধ নেওয়া। pay down যথাস্থানেই নগদ পরিশোধ করা। pay for (ক) কোনো কিছুর বিনিময়ে দাম শোধ করা:(খ) কষ্ট বা ক্ষতি স্বীকার করা: You have to pay for your negligence. pay something in; pay something into something নিজের বা অন্য কারো হিসাবে ব্যাংকে (টাকা) গচ্ছিত রাখা; তহবিলে চাঁদা দেওয়া: pay the money into Company’s account. pay its way লাভজনক হওয়া। pay somebody off (ক) কাউকে তার বেতন/মজুরি দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া; (খ) সব পাওনা মিটিয়ে দেনামুক্ত হওয়া; (গ) প্রতিহিংসা চরিতার্থ করা। pay something out (ক) সব ধরনের ব্যয় চূড়ান্ত করতে টাকা প্রদান করা: If you want to join your new assignment you have to pay out here earlier; (খ) বাঁধন খুলে বা আলগা করে দেওয়া যাতে সহজে দড়ি নিচে পড়ে যেতে পারে। pay up পুরো বেতন/ধার শোধ করা; পাওনা মিটিয়ে দেওয়া: If you don’t pay up, I’ll take you to court.
- English Word payment Bengali definition [পেইমান্ট্] (noun) (১) [Uncountable noun] দান অথবা প্রদান: early pay is solicited. deferred payment বিলম্বে প্রদানযোগ্য। part pay আংশিক প্রদান। due for payment প্রদানযোগ্য হয়েছে এমন। (২) [Countable noun] প্রদানযোগ্য/প্রদেয় টাকার অঙ্ক: monthly payments, weekly payments. (৩) [Countable noun, Uncountable noun] (আলংকারিক অর্থ) পুরস্কার; শাস্তি; মাসুল।
- English Word paynim Bengali definition [পেইনিম্] (noun) [Uncountable noun] অখ্রিষ্টান (বিশেষত মুসলিম) ব্যক্তি।
- English Word payola Bengali definition [পেইওলা] (noun) [Uncountable noun] অনুগ্রহ বা সুবিধা পেতে প্রদত্ত অর্থ; ঘুষ।