P পৃষ্ঠা ১৮
- English Word paywall Bengali definition [পেইওয়োল্] (noun) [Countable noun] চাঁদা বা ফি পরিশোধ ছাড়া কোনো ওয়েবসাইট বা কনটেন্টে ঢুকতে বাধা দেওয়ার পদ্ধতি; পেওয়াল: There are both. ‘hard’ and ‘soft’ paywalls in use.
- English Word pea Bengali definition [পী] (noun) [Countable noun] মটর বা অনুরূপ কোনো গাছ বা ওই ধরনের গাছের শস্য, যথা কলাই, মসুর প্রভৃতি; (খাদ্যরূপে ব্যবহার্য)। as like as two peas (in a pod) অবিকল; অনুরূপ। pea-chick, pea-fowl, pea-hen (noun(s)) দ্রষ্টব্যpeacock, pea-flour (noun) [Uncountable noun] শুকনো মটর থেকে তৈরি খাবার। pea-green (adjective) কাঁচা মটরের মতো সবুজ রঙের। pea-nut চীনাবাদাম। peapod মটরশুঁটি। pea-shooter (noun) পাইপের মতো যে খেলনা দিয়ে শুকনা মটরশুঁটি বা অনুরূপ কোনো গোলাকার বস্তু ছোড়া হয়। pea-soup মটরশুঁটির তৈরি ঘন স্যুপ। pea-souper (noun) (কথ্য) ঘন হলুদ কুয়াশা।
- English Word pea-jacket Bengali definition [পীজ্যাকিট্] (noun) নাবিকদের ব্যবহার্য ছোট আকারের দুই বুকওয়ালা মোটা উলের ওভারকোট।
- English Word peace Bengali definition [পীস্] (noun) [Uncountable noun] (বহুবচনে ব্যবহৃত হয় না তবে indefinite article হিসেবে ব্যবহৃত হয়)। (১) যুদ্ধ বা লড়াইয়ের সমাপ্তি: Peace reigns over the war-front. Let peace be permanent. make peace (with) শান্তি আনয়ন করা। (২) (প্রায়ই Peace) শান্তিচুক্তি: A Peace move has started. (৩) গৃহযুদ্ধ বা বিবাদ থেকে মুক্তি। break the peace গৃহবিবাদ ঘটানো; সংঘর্ষ বাধানো। keep the peace আইনের প্রতি অনুগত থাকার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে দূরে থাকা। breach of the peace বিশৃঙ্খলা বা সংঘর্ষ। The King’s/Queen’s peace দেশের সাধারণ আইনানুগ অবস্থা; শান্ত অবস্থা। Justice of the Peace (সংক্ষেপ JP) ম্যাজিস্ট্রেট। (৪) শান্তি; শান্ত অবস্থা; প্রশান্তি; নির্জনতা: I need some peace of mind. at peace (with) সৌহার্দমূলক ও শান্ত অবস্থা; যুদ্ধবিগ্রহহীন অবস্থা; বিবাদহীন পরিস্থিতি: The relation between the two families is never at peace. in peace শান্তিপূর্ণভাবে: We should try to live in peace. hold one’s peace চুপ করে থাকা; তর্ক বন্ধ করা। make one’s peace (with somebody) কলহ নিষ্পত্তি করা। peacemaker (noun) যে ব্যক্তি বিবাদ নিষ্পন্ন করেন; শান্তি স্থাপনকারী। peace-offering (noun) শান্তিকামনার উদ্দেশ্যে প্রদত্ত উপহার বা আশীর্বচন। peace council শান্তি পরিষদ।
- English Word peace dividend Bengali definition [পীস্ ডিভিডেন্ড্] (noun) সামরিক খাতে ব্যয় কমলে অন্য খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর যে সম্ভাবনা তৈরি হয়; পিস ডিভিডেন্ড: Think of it as a peace dividend from the end of the cold war.
- English Word peace process Bengali definition [পীস্ প্রোসেস্ America(n) পীস প্রসেস] (noun) (সাধারণত) দুটি রাষ্ট্রের স্থায়ী দ্বন্দ্ব মেটাতে শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য আলাপ-আলোচনা; শান্তি-সংলাপ: Palestinians see peace process as ‘doomed experiment’.
- English Word peaceable Bengali definition [পীসাব্ল্] (adjective) নির্বিবাদ; কলহমুক্ত; যুদ্ধ বা সংঘর্ষহীন। peaceably (adverb)
- English Word peaceful Bengali definition [পীস্ফ্ল্] (adjective) (১) শান্তিপূর্ণ; শান্তিকামী: peaceful situations. (২) শান্ত; স্তব্ধ: a peaceful scene. peacefully [পীস্ফালি] (adverb) peacefulness (noun)
- English Word peach 1 Bengali definition [পীচ্] (noun) (১) জামজাতীয় ফলবিশেষ। ২ (অপশব্দ) উচ্চপ্রশংসিত ব্যক্তি বা বস্তু; আকর্ষণীয় তরুণী। peachy (adjective) জামের মতো রসালো।
- English Word peach 2 Bengali definition [পীচ্] (verb transitive) (past tense, past participle peached) গুপ্তচরবৃত্তি করা। peacher (noun)
- English Word peacock Bengali definition [পীক্ক্] (noun) ময়ূর; (আলংকারিক অর্থ) ভিত্তিহীন আত্মশ্লাঘাসম্পন্ন ব্যক্তি। peacock blue ময়ূরকণ্ঠী বর্ণ। pea-hick ময়ূরশাবক। pea-fowl ময়ূর বা ময়ূরী। pea-hen ময়ূরী।
- English Word peak 1 Bengali definition [পীক্] (noun) (১) (প্রধানত পাহাড় বা পর্বতের) সরু চূড়া; শিখর। Peak District ইংল্যান্ডের ডার্বিশায়ার অঞ্চল (বহুসংখ্যক পাহাড়চূড়ার জন্য ওই অঞ্চলকে বিশেষভাবে চিহ্নিত করা হয়)। (২) টুপির সুচালো সম্মুখভাগ (যেসব টুপির অগ্রভাগ এমনভাবে তৈরি করা হয় যাতে চোখকে আলো থেকে আড়াল করা যায়)। (৩) জাহাজের অগ্রভাগের সরু অংশ। (৪) সংখ্যার দিক থেকে সর্বাধিক। peak hour দিনের যে সময় সর্বাধিক ব্যক্তি যানবাহনে যাতায়াত করেন; যে সময় সর্বাধিক সংখ্যক ব্যক্তি বেতার শোনেন বা টিভি দেখেন: peak hour of traffic; peak period of production; peak hours of consumption of electricity; peak period of his career, পেশাগত সাফল্যের দিক থেকে সবচেয়ে সার্থক সময়। off-peak periods যখন বিদ্যুৎ/যানবাহনের উপর কম চাপ থাকে। off-flights (অপেক্ষাকৃত কম ব্যস্ত সময়ে)। peaked (adjective) যার শিখর বা চূড়া বা সূক্ষ্ম অগ্রভাগ আছে: peaked cap.
- English Word peak 2 Bengali definition [পীক্] (verb intransitive) (১) সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানো: Prices of commodities have peaked. (২) peak and pine শুকিয়ে যাওয়া; জীর্ণ হয়ে যাওয়া। peaked (past participle) তীক্ষ্ণমুখশ্রীসম্পন্ন; পাতলা; রোগা। peaky (adjective) =peaked
- English Word peal Bengali definition [পীল্] (noun) [Countable noun] (১) উচ্চরবে ঘণ্টাধ্বনি বা কয়েকটি ঘণ্টার সম্মিলিত বা পরস্পর উচ্চনাদ। (২) উচ্চগ্রামে প্রতিধ্বনিময় শব্দনিনাদ: peal of laughter. □ (verb intransitive), (verb transitive) (ক) ঘণ্টাধ্বনি সৃষ্টি করা; ঘণ্টা বাজানো। (খ) উচ্চরবে, শব্দ বা ঘণ্টাধ্বনি করার কারণ হওয়া।
- English Word pean Bengali definition [পীআন্] (America(n)=paean.
- English Word peanut Bengali definition [পীনাট্] (noun) চীনাবাদাম। peanut butter সিদ্ধ চীনাবাদামের তৈরি মাখনতুল্য খাদ্য। peanut oil চীনাবাদাম থেকে তৈরি তেল। peanuts (নিন্দার্থে) যৎসামান্য অর্থ।
- English Word pear Bengali definition [পেআ(র্)] (noun) [Countable noun] নাশপাতি বা নাশপাতির গাছ।
- English Word pearl Bengali definition [পা:ল্] (noun) (১) মুক্তা: an ornament decked with pearls. pearl-diver (noun) যে ডুবুরি মুক্তাধারী ঝিনুক তুলে আনে। pearl-fishery (noun) যে স্থানে এ ধরনের ঝিনুকের চাষ হয়। pearl-oyster (noun) যে ঝিনুকে মুক্তা লভ্য; শক্ত মসৃণ উজ্জ্বল রংধনু বর্ণের উপাদান যা বিশেষ ধরনের ঝিনুকের প্রান্তভাগে পাওয়া যায়। (২)= mother-of-pearl. pearl-buttons, দ্রষ্টব্যmother. (৩) বিবিধ বস্তুর ক্ষুদ্র ও গোলাকার অংশ। pearl-barley/pearl-sago (noun(s)) মুক্তার মতো ক্ষুদ্রকণায় পরিণত বার্লি বা সাগুর দানা। (৪) মুক্তাসদৃশ কোনো বস্তু যথা শিশিরবিন্দু: Her tears fell like drops of pearls; খুবই মূল্যবান: She was a pearl amongst the women assembled. cast pearls before swine (প্রবাদ) উলুবনে মুক্তা ছড়ানো। pearl-eye (noun) (অপশব্দ) চোখের ছানি। pearl-powder (noun) অঙ্গরাগের পাউডারবিশেষ। pearl -white (noun) মাছের আঁশ থেকে প্রস্তুত নকল মুক্তার উপাদানবিশেষ। □ (verb intransitive) মুক্তা শিকার করা। pearly (adjective) মুক্তাসদৃশ; মুক্তাখচিত। pearled (adjective) মুক্তা দিয়ে সুশোভিত। Pearly King/Queen মুক্তাবৎ পোশাক পরিহিত ফেরিওয়ালা। pearlies (noun) (plural) লন্ডনের ফেরিওয়ালা যাদের পোশাকে মুক্তার বোতাম শোভা পায়। pearler (noun) মুক্তাডুবুরি বা তার নৌকা।
- English Word pearmain Bengali definition [পেআমেইন্] (noun) বিশেষ ধরনের আপেল।
- English Word peasant Bengali definition [পেজ্ন্ট্] (noun) (British/Britain অথবা 'America(n)-এ নয়) ছোট কৃষক; চাষি; চাষা; ক্ষেতমজুর; সামান্য জমি আছে এমন চাষি। peasantlabour, দ্রষ্টব্য (British/Britain) small এবং (America(n) share (১). peasantry [পেজ্ন্ট্রি] (noun) কোনো দেশের কৃষক সম্প্রদায়; কৃষক শ্রেণি।