• Bengali Word wage 1 English definition [ওয়েইজ্‌] (noun) ১ (এখন কিছু কিছু বাক্যাংশে এবং বিশেষণীয় প্রয়োগ ছাড়া সাধারণত' plural) (সাধারণত সাপ্তাহিক) বেতন, মজুরি। দ্রষ্টব্যfee (১), দ্রষ্টব্য
      দ্রষ্টব্য fee (১), দ্রষ্টব্য pay 1, দ্রষ্টব্য salary. living wage জীবন নির্বাহোপযোগী বেতন। minimum wage ন্যূনতম বেতন (কোনো শিল্প প্রতিষ্ঠান বা দেশে)। wage-claim (noun) শ্রমিকদের জন্য তাদের সমিতি কর্তৃক মালিকপক্ষের কাছে দাবি করা মজুরি; বেতনের দাবি। wage-earner (noun) (বার্ষিক ভিত্তিতে নিয়োজিত এবং মাসে মাসে নিয়মিত বেতনভুক্তদের সঙ্গে বৈপরীত্যক্রমে) কর্মণ্যোপজীবী; অভিবাসী শ্রমিক। wage-freeze, দ্রষ্টব্য freeze (noun)। (২) (প্রাচীন প্রয়োগ; plural রূপ, কিন্তু singular-সহ) পুরস্কার।
    • Bengali Word wage 2 English definition [ওয়েইজ্‌] (verb transitive) (যুদ্ধ ইত্যাদি) চালিয়ে যাওয়া: wage a campaign against dowry system
    • Bengali Word waged English definition [ওয়েইজ্‌ড্] (noun), (adjective) আনুষ্ঠানিক নিয়োগের জন্য নিয়মিত বেতনপ্রাপ্ত (ব্যক্তি); বেতনভুক।
    • Bengali Word wager English definition [ওয়েইজা(র্‌)] (verb transitive), (verb intransitive) বাজি ধরা/রাখা: wager tk. 500 on a horse.
      (500) on a horse. □ (noun) বাজি; পণ: lay/make a wager.
    • Bengali Word unwaged English definition [আনওয়েইজড্‌] (adjective) (ব্যক্তি) (সাধারণত বৈতনিক চাকরি খুঁজে না-পাওয়ার দরুণ) আনুষ্ঠানিক নিয়োগজনিত নিয়মিত বেতন পায় না এমন; চাকরিহীন।