P পৃষ্ঠা ১৯
- English Word pease Bengali definition [পীজ্] (noun) pease-pudding সিদ্ধ মটরের পুডিং। pease-soup মটরশুঁটির ঝোল।
- English Word peat Bengali definition [পীট্] (noun) [Uncountable noun] জলসিক্ত হওয়ার ফলে বিনষ্ট উদ্ভিজ্জ পদার্থ যা শাকসবজি ফলনে বা জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য: a sack of peat; a peat bog, স্যাঁতসেঁতে জায়গা যেখানে এ ধরনের পদার্থ তৈরি হয়; a peat fire, এ ধরনের পদার্থ দিয়ে জ্বালানো আগুন। peaty (adjective)
- English Word pebble Bengali definition [পেব্ল্] (noun) নদীতীর বা সমুদ্রসৈকতে প্রাপ্তব্য নুড়ি; শিলাখণ্ড। pebbly (adjective) নুড়িময়; নুড়ি দিয়ে ঢাকা: a pebble thoroughfare.
- English Word pecan Bengali definition [পিক্যান America(n) পিকা:ন] (noun) [Countable noun] যুক্তরাষ্ট্রের মিসিসিপি অববাহিকায় লভ্য এক ধরনের বাদাম।
- English Word peccable Bengali definition [পেক্যাব্ল্] (adjective) পাপপ্রবণ; পাপাচরণীয়।
- English Word peccadillo Bengali definition [পেকাডিলো] (noun) (plural peccadilloes [পেকাডিলৌজা]) কোনো ব্যক্তির চরিত্রের সামান্য দুর্বলতা, দোষ বা ত্রুটি।
- English Word peccant Bengali definition [পেক্যান্ট্] (adjective) পাপাচারী; অসুস্থ।
- English Word peccary Bengali definition [পেকারি] (noun) (plural peccaries) যুক্তরাষ্ট্রের এক ধরনের বন্য শূকর।
- English Word peck 1 Bengali definition [পেক্] (noun) শুকনা বস্তুর পরিমাপবিশেষ (২ গ্যালন বা আনু. ৯ লিটার); (আলংকারিক অর্থ) অধিক পরিমাণে: a peck of sufferings/lies.
- English Word peck 2 Bengali definition [পেক্] (verb intransitive), (verb transitive) (১) peck (at) ঠোঁট দিয়ে আঘাত করার চেষ্টা করা; ঠোঁটের প্রান্তভাগ দিয়ে ঠোকরানো: birds pecking at the grains; (কথ্য) খুব সামান্য পরিমাণ খাবার গ্রহণ করা; ক্ষুধা ছাড়া সামান্য কিছু খাওয়া। pecking order শক্তিধর পাখির দুর্বল পাখির উপর কর্তৃত্ব; অনুরূপ সেই পাখির দুর্বলতর পাখির উপর কর্তৃত্ব; মানবগোষ্ঠীর মধ্যে এ ধরনের ব্যবস্থা (আলংকারিক অর্থ): The poor workers are in a pecking order. (২) খুঁটে খুঁটে বের করা: The pigeons pecked at holes of the cornfield. (৩) (কথ্য) অত্যন্ত দ্রুত চুম্বন করে এমন ব্যক্তি, যার মধ্যে প্রীতি অপেক্ষা কর্তব্যবোধের প্রাধান্য লক্ষ করা যায়। □ (noun) (ক) ঠোঁটের আঘাত; অনুরূপ আঘাতের দাগ; (খ) দ্রুত অনুভূতিবিবর্জিত চুম্বন। pecker (noun) (British/Britain অপশব্দ) মানুষের নাক; (লাক্ষণিক) সাহস; উদ্দীপনা; উৎসাহ; মনোবল। keep your pecker up মনোবল অটুট রাখো; নিরুদ্যম হয়ো না। peckish [পেক্ইশ্] (adjective) (কথ্য) ক্ষুধার্ত।
- English Word pectin Bengali definition [পেক্টিন্] (noun) [Uncountable noun] (রসায়ন) চিনির মতো এক ধরনের যৌগ পদার্থ যা জ্যাম বা জেলি তৈরিতে লাগে। pectic [পেক্টিক্] (adjective) পেকটিন দেওয়া আছে এমন: pectin acid.
- English Word pectoral Bengali definition [পেক্টারাল্] (adjective) (১) বক্ষের; বক্ষের জন্য; বক্ষবতী; বক্ষসংক্রান্ত। (২) বক্ষোপরি; পরিহিত: a pectin cross. □ (noun) মানুষ বা ঘোড়ার বুকের বর্ম; বক্ষব্যাধির ওষুধ।
- English Word peculate Bengali definition [পেকোলেইট্] (verb transitive), (verb intransitive) আত্মসাৎ করা; peculation [পেকোলেইশ্ন্] (noun) [Uncountable noun] আত্মসাৎ; [countable noun] অনুরূপ আত্মসাতের ঘটনা।
- English Word peculiar Bengali definition [পিকিউলিআ(র্)] (adjective) (১) peculiar (to) বৈশিষ্ট্যপূর্ণ; (কোনো বিশেষ গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত; অনুশীলিত): a ritual peculiar to the Hindus; a convention peculiar to this institution. (২) বিচিত্র; অপ্রচলিত। (৩) বিশিষ্ট; স্বতন্ত্র: a thing of peculiar choice. peculiarly (adverb) বিশেষভাবে: peculiarly disgusting. peculiarity [পিকিউলিয়্যারাটি] (noun) (plural peculiarities) (১) [Uncountable noun] বিশিষ্টতা। (২) [Countable noun] বিশিষ্ট বা স্বতন্ত্র বিষয়। (৩) [Countable noun] বিচিত্র বা অদ্ভুত জিনিস: peculiarities of manners/customs/styles/ attitudes.
- English Word pecuniary Bengali definition [পিকিউনিআরি America(n) পিকিউনেরি] (adjective) (আনুষ্ঠানিক) অর্থসংক্রান্ত: pecuniary matters.
- English Word pedagogue Bengali definition (America(n) অপিচ 'pedagog') [পেডাগগ্] (noun) (আনুষ্ঠানিক) স্কুলশিক্ষক; (কথ্য) খুবই শিক্ষকসুলভ বৈশিষ্ট্যের অধিকারী শিক্ষক; পণ্ডিতপ্রবর। pedagogy [পেডাগজি] (noun) [Uncountable noun] শিক্ষণবিজ্ঞান। pedagogic [পেডাগজিক্], pedagogical [পেডাগগ্ইক্ল্] (adjective(s)) শিক্ষণবিজ্ঞানসংক্রান্ত।
- English Word pedal 1 Bengali definition [পেড্ল্] (noun) (সাধারণত সাইকেল, সেলাই মেশিন বা পিয়ানোর) লিভার; (পায়ে ব্যবহৃত) (attributive(ly))=pedal cyclist. pedal canoe, pedals of a bicycle. (verb intransitive), (verb transitive) (pedalled, pedalling, pedals, America(n) pedaled, pedaling, pedals) (অরগ্যান বাজানো বা সাইকেল চালাতে) প্যাডাল ব্যবহার করা; প্যাডালের সাহায্যে কোনো কাজ করা বা কোনো কিছু সরানো: The boatman pedalled away.
- English Word pedal 2 Bengali definition [পেড্ল্] (adjective) পদসংক্রান্ত।
- English Word pedant Bengali definition [পেডন্ট্] (noun) যে ব্যক্তি পুঁথিগত বিদ্যা ও নিয়ম অনুশাসনের বিষয়ে অত্যন্ত কঠোর; গোঁড়া স্কুলশিক্ষক। pedantry [পেডন্ট্রি] (noun) [Uncountable noun] ক্লান্তিকর ও অপ্রয়োজনীয় পণ্ডিতিপনা; আনুষ্ঠানিকতা বিষয়ে অতিরিক্ত মনোযোগী; [Countable noun] এ ধরনের মনোযোগের বিষয়। pedantic [পেড্যানটিক্] (adjective) পণ্ডিতি মনোভাবসুলভ। pedantically [পেডন্ট্ক্লি] (adverb)
- English Word peddle Bengali definition [পেড্ল্] (verb intransitive), (verb transitive) (১) জিনিসপত্র ফেরি করা; বাড়ি বাড়ি ঘুরে জিনিসপত্র বেচা। (২) একটু একটু করে বিতরণ করা: Mr Fahim loves to peddle rumours in all quarters. peddler (noun)=pedlar. peddling (adjective) অতি সাধারণ; তুচ্ছ: peddle matters.