• Bengali Word nose 1 English definition [নোজ্‌] (noun) ১ নাক; নাসা; নাসিকা; ঘ্রাণেন্দ্রিয়।
    bite/snap somebody’s nose (head অধিক প্রচলিত) nose off সক্রোধে কড়া জবাব দেওয়া। count/tell noses (heads অধিক প্রচলিত) (বিশেষত ভোটের সময় সমর্থকদের) মাথা গোনা। cut off one’s nose to spite one’s face নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। follows one’s nose (সোজা) নাক বরাবর চলা; সহজাত প্রবৃত্তি দ্বারা চালিত হওয়া। keep a person’s nose to the grindstone নিরন্তর কঠিন পরিশ্রম করানো। lead somebody by the nose, দ্রষ্টব্য lead (২). look down one’s nose at somebody কারো সঙ্গে উদ্ধত আচরণ করা। pay through the nose অত্যধিক মূল্য দেওয়া। poke/stick one’s nose into (somebody else’s business) (অন্যের ব্যাপারে) নাক গলানো। put somebody’s nose out of joint, দ্রষ্টব্য joint 2 (২). turn one’s nose up at ঘৃণায় নাসিকাকুঞ্চন করা; নাক সিটকানো। as plain as the nose on one’s face দিনের মতো পরিষ্কার; স্বতঃস্পষ্ট। (right) under one’s very nose (ক) নাকের ডগায়;(খ) (বিরাগ বা অননুমোদনের পরোয়া না-করে) মুখের উপর। (২) ঘ্রাণশক্তি; নাক: a dog with a good nose; (লাক্ষণিক) a newsman with a nose for news/scandal. (৩) আকৃতি বা অবস্থানে নাকসদৃশ কোনো বস্তু, যেমন পাইপ, ভস্ত্রা, বকযন্ত্র প্রভৃতির খোলা মুখ; বিমানের সবচেয়ে সম্মুখবর্তী অংশ। (৪) (যৌগশব্দ) nosebag (noun) ঘোড়ার মুখের সামনে বাঁধা খাবারের (যব, ছোলা ইত্যাদি) থলে। nosebleed (noun) নাসিকা থেকে রক্তস্রাব। nosecone (noun) রকেট বা নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের (সাধারণত বিযোজনযোগ্য) সবচেয়ে সম্মুখবর্তী অংশ; সম্মুখশঙ্কু। nosedive (noun) বিমানের সোজা নিম্নমুখী অবতরণ; অধোমুখ ঝাঁপ। □ (verb intransitive) (বিমান) অধোমুখে ঝাঁপ দেওয়া। nose-flute (noun) (এশিয়ার কোনো কোনো দেশে ব্যবহৃত) নাক দিয়ে বাজানোর বাঁশি। nosegay (noun) (বিশেষত সুগন্ধ) ফুলের তোড়া। nose ring (noun) গবাদি পশুর নাকে লাগানোর আংটা; নাকের আংটা। nose-wheel (noun) বিমানের সম্মুখের চাকা। -nosed (suffix) (যৌগশব্দে): red-nosed, আরক্তনাসা। long nosed, উন্নত নাক।