P পৃষ্ঠা ১৪
- English Word pastern Bengali definition [পাস্টান্] (noun) ঘোড়ার খুরের পিছনের দিকের ঠিক উপরের বাঁকানো অংশ।
- English Word pasteurize, pasteurise Bengali definition [প্যাস্চারাইজ্] (verb transitive) ফরাসি বিজ্ঞানী লুই পাসটুরের (১৮২২-৯৫) পদ্ধতি অনুযায়ী তাপ প্রয়োগে (দুধ ইত্যাদি) জীবাণুমুক্ত করা। pasteurization, pasteurisation [প্যাস্চারাইজেইশ্ন্ America(n) প্যাস্চারিজইশ্ন্] (noun) জীবাণুমুক্তকরণ।
- English Word pastiche Bengali definition [প্যাস্টীশ্] (noun) [Countable noun] অন্য সাহিত্যিক/শিল্পীর রীতি বা স্টাইল অনুকরণ করে রচিত/সৃষ্ট সাহিত্য বা শিল্পকর্ম; বিভিন্ন উৎস থেকে উপাদান সংগ্রহ করে রচিত সংগীত; পাঁচমিশালি সংগীত বা গান।
- English Word pastille Bengali definition [প্যাস্টিল্ America(n) প্যাস্টীল্] (noun) [Countable noun] চুষে খাওয়ার সুগন্ধি ছোট বড়ি।
- English Word pastime Bengali definition [পা:স্টাইম্ America(n) প্যাস্টাইম্] (noun) [Countable noun] অবসরবিনোদন; অবসরের খেলা: Photography is his favourite pastime.
- English Word pastor Bengali definition [পা:স্টা(র্) America(n) প্যাস্টা(র্)] (noun) বিশেষত ভিন্ন মতাবলম্বী গির্জার যাজক; পাসটর।
- English Word pastoral Bengali definition [পা:স্টারাল্ America(n) প্যাস্টারাল্] (adjective) (১) মেষপালক ও পল্লিজীবনবিষয়ক: pastoral poetry. (২) যাজক সম্বন্ধীয়; (বিশেষত) বিশপ সম্বন্ধীয়: pastoral staff, (মেষপালকের হাতের বাঁকানো লাঠির মতো) বিশপের প্রতীকী দণ্ড। (৩) শিষ্যদের প্রতি যাজকের দায়িত্ববিষয়ক: pastoral responsibilities. □ (noun) রাখাল ছেলে বা পল্লিজীবন নিয়ে রচিত কবিতা, নাটক ইত্যাদি; বিশপের লিখিত চিঠি।
- English Word pastorate Bengali definition [পা:স্টারাট্ America(n) প্যাস্টারাট্] (noun) (১) যাজক বা পাসটরের অফিস; যাজকের কর্মকাল। (২) যাজকবর্গ।
- English Word pastry Bengali definition [পেইস্ট্রি] (noun) (১) [Uncountable noun] উনুনে সেকা ময়দা, চর্বি ইত্যাদির মণ্ড। (২) [Countable noun] এই মণ্ড দিয়ে তৈরি পিঠা; পেস্ট্রি; [Uncountable noun] এই মণ্ড দিয়ে তৈরি খাদ্যসামগ্রী। pastry-cook (বিশেষত বিক্রির জন্য) যে ব্যক্তি পেস্ট্রিজাতীয় খাবার প্রস্তুত করে।
- English Word pasture Bengali definition [পা:স্চা(র্) America(n) প্যাস্চা(র্)] (noun) [Uncountable noun] পশুচারণভূমি; এমন চারণভূমির ঘাস; [countable noun] এ জাতীয় তৃণক্ষেত্র। □ (verb transitive), (verb intransitive) (১) (ব্যক্তি) গবাদিপশু চরানো; (গবাদিপশু) তৃণক্ষেত্রে চরে খাওয়া। (২) ঘাস খাওয়া বা খাওয়ানো। pasturage [পা:স্চা(র্)ইজ্] (noun) [Uncountable noun] চারণভূমি; পশুচারণের অধিকার।
- English Word pasty 1 Bengali definition [পেইস্টি] (adjective) ময়দার মণ্ডের মতো; পাণ্ডুর: a pasty complexion.
- English Word pasty 2 Bengali definition [প্যাস্টি] (noun) ময়দার মণ্ড দিয়ে তৈরি এক জাতের মাংসের বড়া; পেসটি।
- English Word pat 1 Bengali definition [প্যাট্] (adverb) যথাসময়ে; তৎক্ষণাৎ ও নির্দ্বিধায়: The answer came pat. stand pat নিজের সিদ্ধান্তে অটল থাকা; (মত ইত্যাদি) পালটাতে অস্বীকার করা।
- English Word pat 2 Bengali definition [প্যাট্] (verb transitive), (verb intransitive) (১) করতল বা সেই ধরনের কিছু দ্বারা মৃদু আঘাত করা: pat a dog. pat somebody/oneself on the back(লাক্ষণিক) কাউকে/নিজেকে সমর্থন জানানো, অভিনন্দন জানানো ইত্যাদি; কারো পিঠ চাপড়ানো। (২) এরূপ আঘাতে শব্দ করা। □ (noun) [Countable noun] (১) (করতল দ্বারা) আদর বা সহানুভূতি প্রকাশক মৃদু আঘাত। (২) চাপড়িয়ে তৈরি করা (বিশেষত মাখনের) ছোট দলা। (৩) হালকা বস্তু দিয়ে কোনো কিছুকে আঘাত করার ফলে সৃষ্ট মৃদু শব্দ।
- English Word patch 1 Bengali definition [প্যাচ্] (noun) (১) তালি: a shirt with patches, তালি-দেওয়া শার্ট। patch-pocket (noun) পোশাকের বাইরের দিকে কাপড়ের টুকরা জোড়া দিয়ে যে পকেট বানানো হয় (যেমন জামার পকেট)। (২) ক্ষতস্থানের উপর দেওয়া প্রলেপ বা প্লাস্টার। (৩) আহত চোখের উপর বাঁধার পটি। (৪) কোনো কিছুর উপরিভাগে ভিন্ন রঙের অনিয়মিত ছোট কোনো অংশ; দাগ: a horse with a white patch on its neck. (৫) সবজি চাষের জন্য জমির টুকরা: The cabbage patch; যেকোনো টুকরা: patches of blue in a cloudy sky. (৬) not a patch on তুলনাই হয় না। (৭) go through/hit/strike a bad patch বিপন্নদশায় পড়া। patchwork (noun) (১) [uncountable noun] নানা রং আর নানা আকারের কাপড়ের টুকরা জোড়া দিয়ে তৈরি করা যে কোনো জিনিস। (২) (লাক্ষণিক) জোড়াতালি দিয়ে তৈরি করা যেকোনো জিনিস।
- English Word patch 2 Bengali definition [প্যাচ্] (verb transitive) (১) তালি দেওয়া; (বস্তু) তালি হিসেবে ব্যবহৃত হওয়া। (২) patch up সারানো; মেরামত করা; সাদামাটাভাবে ব্যবহারের উপযোগী করে তোলা: a patched-up stage for a show; সাময়িকভাবে মিটিয়ে ফেলা বা নিরসন করা: patch up a quarrel. patchy (adjective) জোড়াতালি দিয়ে তৈরি; সামঞ্জস্যহীন; সর্বত্র বা সর্বাংশে এক রকম নয় এমন: patchy work. The fog was patchy. patchily [প্যাচ্ইলি] (adverb) patchiness (noun)
- English Word patchouli Bengali definition [প্যাচুলি] (noun) [Uncountable noun] ভারতীয় গুল্মবিশেষ; এর থেকে তৈরি সুগন্ধি।
- English Word pate Bengali definition [পেইট্] (noun) (কথ্য) মাথা: a bald pate, টেকো মাথা।
- English Word Pâté Bengali definition [প্যাটেই America(n) পা:টেই] (noun) (১) বড়া বা পিঠা; পুলি, পেটিস। (২) পেস্ট্রি। Pâté de foie gras [প্যাটেইডাফোআ:গ্রা:] (ফরাসি) হাঁসের লিভার বা যকৃৎ দিয়ে তৈরি পুলি বা পেটিস।
- English Word patella Bengali definition [পাটেলা] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) মালাইচাকি।