P পৃষ্ঠা ১৫
- English Word patent 1 Bengali definition [পেইটন্ট্ America(n) প্যাট্ন্ট্] (adjective) (১) স্পষ্টত প্রতীয়মান; সহজে দেখা যায় বা বোঝা যায় এমন: It was patent to everyone that she didn’t like the place. (২) letters patent [প্যাট্ন্ট্] (noun) আবিষ্কৃত কোনো কিছু প্রস্তুত ও নকল থেকে রক্ষা করার সরকারি সনদ; পেটেন্ট। ৩ সরকারি সনদবলে সংরক্ষিত: patent medicines, একটিমাত্র প্রতিষ্ঠান বা একজনমাত্র ব্যক্তি দ্বারা প্রস্তুত। (৪) patent leather শক্ত; মসৃণ; চকচকে চামড়া। patently (adverb) স্পষ্টত।
- English Word patent 2 Bengali definition [পেইটন্ট্ America(n) প্যাট্ন্ট্] (noun) [Countable noun] (১) সরকারি সনদ; (বা পেটেন্টবলে প্রদত্ত অধিকার): take out a patent to protect a new invention. Patent [সাধারণত প্যাট্ন্ট্] Office এরূপ সনদ প্রদানের সরকারি বিভাগ; পেটেন্ট অফিস। (২) পেটেন্ট দ্বারা সংরক্ষিত বস্তু; আবিষ্কার বা প্রক্রিয়া। □ (verb transitive) (কোনো নতুন আবিষ্কার বা প্রক্রিয়ার জন্য) পেটেন্ট লাভ করা। patentee [পেইট্ন্টী America(n) প্যাট্ন্টী] (noun) পেটেন্টপ্রাপ্ত ব্যক্তি।
- English Word paterfamilias Bengali definition [পেইটাফামিলিআস্ America(n) প্যাট্ফামিলিআস্] (noun) (কৌতুকার্থে) বাবা বা পরিবারের মাথা।
- English Word paternal Bengali definition [পাটান্ল্] (adjective) (১) পিতৃসুলভ; পৈতৃক: paternal concern. (২) পিতার দিক থেকে সম্পর্কযুক্ত: her paternal grandmother. paternally [পাটানালি] (adverb) paternalism [পাটান্ল্ইজাম্] (noun) [Uncountable noun] (প্রজাদের বা অধীনস্থদের প্রয়োজন মিটিয়ে কিন্তু কোনো রকম দায়িত্ব না দিয়ে) পিতৃসুলভ পন্থায় শাসন বা নিয়ন্ত্রণ করার রীতি; সদাশয় স্বৈরাচার।
- English Word paternity Bengali definition [পাটানাটি] (noun) [Uncountable noun] পিতৃত্ব; পিতৃবংশ: of unknown paternity.
- English Word paternoster Bengali definition [প্যাটানস্টা(র্)] (noun) (‘Our Father’- ‘আমাদের পিতা’র লাতিন রূপ) (১) খ্রিষ্টকৃত ঈশ্বরে প্রার্থনা; খ্রিস্টের প্রার্থনা। (২) জপমালার যে অক্ষ ঘুরে এলে এই প্রার্থনা পুনরাবৃত্তি করা হয়। (৩) এক বিশেষ ধরনের দরজাহীন লিফট বা ওঠানামার যন্ত্র।
- English Word path Bengali definition [পা:থ্ America(n) প্যাথ্] (noun) (plural paths [পা:দ্জ্ America(n) প্যাদ্জ্]) (১) পথ। path(way), (foot)-path (noun(s)) পায়ে-চলা পথ; ফুটপাত। path-finder (noun) পথ-আবিষ্কারক; পথিকৃৎ। (২) দৌড় বা সাইকেলচালনা প্রতিযোগিতার জন্য বিশেষভাবে নির্মিত পথ (সাধারণত cinder track বলা হয়)। (৩) গতিপথ: The moon’s path round the earth. pathless (adjective) পথহীন: pathless jungles.
- English Word Pathan Bengali definition [পাঠান্] (noun) পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে বসবাসরত একটি জাতিগোষ্ঠী; পাঠান।
- English Word pathetic Bengali definition [পাথেটিক্] (adjective) (১) করুণ বা (কথ্য) অবজ্ঞেয়: a pathetic sight; a pathetic absence of self-respect. (২) The pathetic fallacy জড় পদার্থকে মানবিক বৈশিষ্ট্য অর্পণ করার ভ্রান্তি। pathetically [পাথেটিক্লি] (adverb)
- English Word pathology Bengali definition [পাথলাজি] (noun) [Uncountable noun] রোগবিদ্যা; রোগবিজ্ঞান। pathologist [পাথলাজিস্ট্] (noun) রোগবিজ্ঞানী। pathological [প্যাথালজিক্ল্] (adjective) রোগবিদ্যা সম্বন্ধীয়; রোগের প্রকৃতিবিষয়ক। pathologically [পাথলাজিক্লি] (adverb)
- English Word pathos Bengali definition [পেইথ্স্] (noun) [Uncountable noun] করুণ রস।
- English Word patience Bengali definition [পেইশ্ন্স্] (noun) [Uncountable noun] (১) ধৈর্য; সহিষ্ণুতা: I have no patience with people who are always complaining. be out of patience (with). (কাউকে/কোনো কিছুকে) আর বরদাস্ত করার মতো ধৈর্য না-থাকা; ধৈর্যহারা হওয়া। the patience of Job অসীম ধৈর্য। (২) (British/Britain) সাধারণত একজনের জন্য এক বিশেষ ধরনের তাস খেলা (America(n)= solitarie)।
- English Word patient 1 Bengali definition [পেইশ্ন্ট্] (adjective) ধৈর্যশীল: be patient with somebody. be patient of something (পুরাতনী) (ক) কোনো কিছু ধৈর্যসহকারে সহ্য করতে পারা। (খ) স্থান দেওয়া; প্রশ্রয় দেওয়া। patiently (adverb) ধৈর্যসহকারে: Listen patiently to somebody’s complaints.
- English Word patient 2 Bengali definition [পেইশ্ন্ট্] (noun) [Countable noun] রোগী।
- English Word patina Bengali definition [প্যাটিনা] (noun) (সাধারণত) পুরনো তামা বা ব্রোঞ্জের উপর সৃষ্ট সবুজ, চকচকে পরদা; পুরনো কাঠের কাজ ইত্যাদির চকচকে ভাব।
- English Word patio Bengali definition [প্যাটিওউ] (noun) (১) স্পেনীয় বা স্পেনীয়-আমেরিকান বাড়ির উঠান। (২) (আধুনিক ব্যবহার) বিনোদনের জন্য বাড়িসংলগ্ন বাঁধানো স্থান।
- English Word patisserie Bengali definition [পাটীসারি] (noun) (ফরাসি) পিঠা, পেস্ট্রি ইত্যাকার খাবারের দোকান বা কারখানা।
- English Word patois Bengali definition [প্যাটোআ:] (noun) আঞ্চলিক ভাষা।
- English Word patrial Bengali definition [পেইটি্আল্] (noun) বৈধভাবে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে গণ্য হওয়ার মতো যোগ্যতা আছে এমন ব্যক্তি।
- English Word patriarch Bengali definition [পেইট্রিআ:ক্ America(n) প্যাটআ:ক্] (noun) পিতৃতান্ত্রিক রীতিতে পরিবারের বা গোষ্ঠীর কর্তা; গৃহপতি; গোষ্ঠীপতি; প্রবীণ সম্মানিত ব্যক্তি; রোমান ক্যাথলিক চার্চের পূর্বকালের বিশপ; প্রাচ্যের কোনো কোনো গির্জাপ্রধান। patriarchal (adjective) পিতৃতান্ত্রিক; পিতৃশাসিত। patriarchate উচ্চশ্রেণির বিশপের কর্তৃত্বাধীন এলাকা; গোষ্ঠীপতিশাসিত সমাজ; চার্চের বাসস্থান।