P পৃষ্ঠা ১৬
- English Word patrician Bengali definition [পেট্রিশ্ন্] (noun), (adjective) অভিজাত বা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তি (প্রধানত প্রাচীন রোমে); বংশানুক্রমে সম্ভ্রান্ত ব্যক্তি।
- English Word patricide Bengali definition [প্যাট্রিসাইড্] (noun) [Uncountable noun] পিতৃহত্যা; [Countable noun] অনুরূপ হত্যার ঘটনা; পিতৃহন্তারক।
- English Word patrilineal Bengali definition [প্যাট্রিলিনিআল্] (adjective) পিতার বংশোদ্ভূত; পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত; পিতৃগোত্রজাত।
- English Word patrimony Bengali definition [প্যাট্রিমনি America(n) প্যাট্রিমোউনি] (noun) (plural patrimonies) [Countable noun] পিতৃসূত্রে বা পূর্বপুরুষদের নিকট থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বিষয়সম্পত্তি; পৈতৃক সম্পত্তি। patrimonial [প্যাট্রিমোউনিআল্] (adjective) উত্তরাধিকারবিষয়ক।
- English Word patriot Bengali definition [প্যাট্রিআট্ America(n) পেইটআট্] (noun) দেশপ্রেমিক; স্বদেশানুরাগী; স্বদেশের প্রবল সমর্থক বা ভক্ত। patriotism [প্যাট্রিআট্ইজাম] (noun) [Uncountable noun] দেশপ্রেমিকের অনুভূতি। patriotic [প্যাট্রিআটিক America(n) পেইটআটিক] (adjective) দেশপ্রেমমূলক। patriotically [প্যাট্রিআটিক্লি] (adverb)
- English Word patrol Bengali definition [পাট্রোল্] (verb transitive), (verb intransitive) (patrolled, patrolling, patrols) নিরাপত্তাবিধানের উদ্দেশ্যে চারদিকে পরিক্রমণের মাধ্যমে কোনো শিবির, শহর বা সড়ক প্রদক্ষিণ করে সবকিছু ঠিক আছে কি না তা পর্যবেক্ষণ করা; অপরাধীদের সন্ধান করা; সাহায্যপ্রার্থীদের খোঁজা। □ (noun) (ক) [Uncountable noun] অনুরূপ পরিক্রমণ: The area is under strict police patrol. (খ) [Countable noun] এই দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, যানবাহন, জাহাজ বা উড়োজাহাজ; (গ) (America(n)) patrol wagon (noun) যে গাড়ি করে বন্দিকে বা অভিযুক্ত ব্যক্তিকে আনা-নেওয়া হয়। patrolman (noun) (plural patrolmen) যে পুলিশ অনুরূপ দায়িত্বে নিয়োজিত।
- English Word patron Bengali definition [পেইট্রন্] (noun) (১) পৃষ্ঠপোষক; সমর্থনকারী; উৎসাহদাতা; নৈতিক বা অর্থনৈতিক সাহায্যদাতা: The nobility was a great patron of arts in the old days. patron saint যে সাধুকে চার্চ, শহর বা পথিকজনের বিশেষ রক্ষক বলে বিবেচনা করা হয়। (২) কোনো দোকানের নিয়মিত ক্রেতা বা খদ্দের। patroness [পেইট্রন্ইস্] (noun) মহিলা পৃষ্ঠপোষক।
- English Word patronage Bengali definition [প্যাট্রনিজ্ America(n) পেইট্রনিজ্] (noun) [Uncountable noun] (১) পৃষ্ঠপোষকতা; সমর্থন; উৎসাহদান; পৃষ্ঠপোষণা: This library requires immediate patronage. (২) কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধাজনক পদে নিয়োগ, সুবিধাদি/অধিকার প্রদান: a man with the blessings of patronage. (৩) ক্রেতার সহায়তা (কোনো বিক্রেতার প্রতি নিয়মিত ক্রেতার মাধ্যমে) : Always try to show patronage to this orphanage store. (৪) (পৃষ্ঠপোষকতা ধর্ম) আচরণ। দ্রষ্টব্যpatronize (২)।
- English Word patronize, patronise Bengali definition [প্যাট্রনাইজ্ America(n) পেইট্রনাইজ্] (verb transitive) (১) পৃষ্ঠপোষকতা করা; কাউকে পৃষ্ঠপোষণ দান করা; গ্রন্থকারের উৎসর্গ গ্রহণের মাধ্যমে তাকে উপহার দেওয়া; উৎসাহ দেওয়া। (২) কোনো অধস্তন ব্যক্তির প্রতি দয়াশীল হওয়া; পিঠ চাপড়ানো। patronizing (adjective) patronizingly (adverb)
- English Word patronymic Bengali definition [প্যাট্রানিমিক্] (noun), (adjective) (নাম) পিতা বা পিতৃপুরুষসূত্রে প্রাপ্ত বা জাত; বংশনাম; গোত্রনাম; পদবি (যেমন ইসলাম; সেন; চৌধুরী): O’Neil.
- English Word patsy Bengali definition [পেইট্সি] (noun) [Countable noun] প্রতারিত বা পরিহাসক্লিষ্ট ব্যক্তি।
- English Word patten Bengali definition [প্যাট্ন্] (noun) [Countable noun] কাঠের তৈরি জুতার তলি যা দিয়ে কর্দমাক্ত রাস্তায় জুতাকে কাদার স্পর্শ থেকে বাঁচানো যায়।
- English Word patter 1 Bengali definition [প্যাটা(র্)] (noun) [Uncountable noun] (১) বিশেষ শ্রেণি বা গোষ্ঠীর ব্যবহৃত ভাষা; দলীয় উপভাষা: the patter of a hawker. (২) কৌতুকাভিনেতা বা জাদুকরের দ্রুত বকবকানি; কোনো গানের মধ্যে দ্রুতকথনের অন্তর্ভুক্তি: a patter song. □ (verb transitive), (verb intransitive) প্রার্থনা উচ্চারণ করা; আবৃত্তি করা; পুনরুচ্চারণ করা (যান্ত্রিক ও দ্রুতরীতিতে); অত্যন্ত দ্রুত ও অনেক বেশি কথা বলা।
- English Word patter 2 Bengali definition [প্যাটা(র্)] (noun) [Uncountable noun] টুপটাপ বৃষ্টির শব্দ; দ্রুত হাঁটার শব্দ: the patter of rain on a roof. □ (verb intransitive) অনুরূপ শব্দ করা: Dead leaves driven by wind pattered against the wall.
- English Word patter 3 Bengali definition [প্যাটা(র্)] (verb transitive), (verb intransitive) আবৃত্তিচ্ছলে দ্রুত পড়া; দ্রুত প্রার্থনা করা বা যান্ত্রিকভাবে মন্ত্র উচ্চারণ করা; টুপটুপ করে পড়া; (শিশুর মতো) ছোট ছোট পা ফেলে দ্রুত ছুটে যাওয়া।
- English Word pattern Bengali definition [প্যাট্ন্] (noun) [Countable noun] (১) উৎকৃষ্ট উদাহরণ বা আদর্শ রীতি; আদর্শ হিসেবে গৃহীত কোনো বস্তু, ব্যক্তি বা বিষয়: He has a pattern of expression. (২) কাপড় বা সেলাইয়ের নকশা (সাধারণত কাজের যে নকশা থেকে পরিধেয় বস্ত্রাদির বিভিন্ন অংশ কাটা হয়); কারখানায় (বা অনুরূপ প্রতিষ্ঠানে) যে নকশার উপর ভিত্তি করে অন্যান্য একই ধরনের বস্তু বানানো হয়: pattern maker, pattern shop. (৩) কোনো কিছুর নকশা বা ডিজাইন। (৪) (গালিচা বা পরদার) কারুকাজ; দেওয়ালশোভন কাগজ ইত্যাদির নকশা: geometrical patterns. (৫) যে পন্থায় কোনো কিছু ঘটে, পরিবর্ধিত অথবা বিন্যস্ত হয়: We do not have a socialistic pattern of society. □ (verb transitive) (ক) pattern something/oneself/upon/after something/somebody কোনো বিশেষ আদর্শ বা গঠনের ভিত্তিতে বিকশিত হওয়া: Is our administration still patterned on the British system? (খ) কোনো নকশার সাহায্যে (কোনো কিছুকে) সাজানো।
- English Word patty Bengali definition [প্যাটি] (noun) (plural patties) মাংস বা তরিতরকারির পুর দেওয়া খাদ্যবিশেষ; প্যাটিস।
- English Word patulous Bengali definition [প্যাটিউলাস্] (adjective) (ডাল) বিস্তৃত বা প্রসারিত।
- English Word paucity Bengali definition [পোসিটি] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) পরিমাপে বা সংখ্যায় স্বল্পতা; অভাব।
- English Word Paul Bengali definition [পোল] (noun) rob Peter to pay Paul, দ্রষ্টব্য Peter. Paul Pry (noun) অনুসন্ধিৎসু ব্যক্তি।