P পৃষ্ঠা ২০
- English Word pederasty Bengali definition [পেডার্যাস্টি] (noun) [Uncountable noun] একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও বালকের মধ্যে প্রণয় ও যৌনসম্পর্ক। pederast (noun) এ ধরনের সম্পর্ক স্থাপনকারী ব্যক্তি।
- English Word pedestal Bengali definition [পেডিস্ট্ল্] (noun) স্তম্ভের ভিত্তি; যে ভিত্তির উপর মূর্তি বা অন্য শিল্পকর্ম নির্মিত হয়; লেখার জন্য বিশেষ ধরনের টেবিলের পায়াদ্বয়ের প্রত্যেকটি। এই সূত্রে pedestaldesk knock somebody off his pedestal কোনো ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া যে তিনি আর পূর্ব মর্যাদার অধিষ্ঠিত নন। set somebody on a pedestal কোনো ব্যক্তিকে মর্যাদাসূচক আসনে প্রতিষ্ঠিত করা।
- English Word pedestrain Bengali definition [পিডেসট্রিআন্] (noun) পথচারী; পায়ে হেঁটে চলা পথিক: Always use the pedestrain crossings. pedestrain crossings পথচারী পারাপার। pedestrain precinct, দ্রষ্টব্যprecinct. □ (adjective) (ক) পায়ে হাঁটার সঙ্গে যুক্ত; (খ) (কোনো বক্তৃতা বা রচনার ক্ষেত্রে) গদ্যময়; একঘেয়ে।
- English Word pediatrics Bengali definition [পীডিঅ্যাট্রিক্স্] (noun) (singular-সহ) শিশুচিকিৎসা। pediatrician [পীডিআট্রিশ্ন্] (noun) শিশুরোগচিকিৎসক।
- English Word pedicab Bengali definition [পেডিক্যাব্] (noun) (কয়েকটি এশীয় দেশে) সাইকেল রিকশা।
- English Word pedicure Bengali definition [পেডিকিউআ(র্)] (noun) পায়ের চিকিৎসা; (বিশেষত বুড়া আঙুল, নখ, কড়া বা চামড়ার চিকিৎসা)।
- English Word pedigree Bengali definition [পেডিগ্রি] (noun) [Countable noun] পূর্বপুরুষক্রম: a long pedigree; [Uncountable noun] বংশলতিকা; কুলজি; কুলপরিচয়। (২) (attributive(ly)) যে বংশের পূর্বপরিচয় লিপিবদ্ধ আছে: pedigree horse.
- English Word pediment Bengali definition [পেডিমান্ট্] (noun) (গ্রিক স্থাপত্যরীতি) কোনো ভবনের সম্মুখভাগের উপরের দিকে ত্রিকোণাকৃতি গঠন; অন্যান্য স্থাপত্যরীতিতে ভবনের ঝুলছাদের অনুরূপ অংশ।
- English Word pedlar, peddler Bengali definition [পেড্লা(র্)] (noun) ফেরিওয়ালা।
- English Word pedology Bengali definition [পেডোলাজি] (noun) মৃত্তিকাবিজ্ঞান।
- English Word pedometer Bengali definition [পিডামিটা(র্)] (noun) যে যন্ত্রের সাহায্যে হাঁটাপথ পরিমাপ ও পদবিক্ষেপের সংখ্যাও গণনা করা যায়।
- English Word peduncle Bengali definition [পিডাংক্ল্] (noun) পুষ্পদণ্ড।
- English Word pee Bengali definition [পী] (verb intransitive) (কথ্য) প্রস্রাব করা: The baby is peeing. □ (noun) [Uncountable noun] প্রস্রাব; [Countable noun] প্রস্রাবকরণ: I want to have a pee.
- English Word peek Bengali definition [পীক্] (verb intransitive) peek at উঁকি দেওয়া। □ (noun) চকিত দেখা: a quick peek through the window.
- English Word peek-a-boo Bengali definition [পীকআবূ] (noun) ছোট শিশুদের মনোরঞ্জনের জন্য এক ধরনের লুকোচুরি খেলা।
- English Word peel 1 Bengali definition [পীল্] (verb transitive), (verb intransitive) peel (off) (১) (ফলের) খোসা ছাড়িয়ে ফেলা: peel an orange. (২) সরু হয়ে খসে যাওয়া: The banana peels easily. The distemper of the wall is peeling off; আবরণ/বস্ত্র খুলে ফেলা: She peeled off her overcoat. □ (noun) [Uncountable noun] ফল বা শাকসবজির খোসা। candied peel, দ্রষ্টব্যcandy. peeler (noun) (যৌগশব্দে) খোসা ছাড়ানোর পদ্ধতি। peelings (noun) (plural) (বিশেষত আলুর ক্ষেত্রে) অংশত খোসা ছাড়ানো জিনিস।
- English Word peel 2 Bengali definition [পীল্] (noun) বেড়া দিয়ে ঘেরা সুরক্ষিত স্থান। peel house দুর্গ দ্বারা সুরক্ষিত যে আবাসকক্ষের দোতলায় মইয়ের সাহায্যে উঠতে হয়।
- English Word peeler Bengali definition [পীলা(র্)] (noun) পুলিশ; রক্ষক।
- English Word peen Bengali definition [পীন্] (noun) [Countable noun] হাতুড়ির মাথায় পাতলা খাঁজ।
- English Word peep 1 Bengali definition [পীপ্] (noun) (১) উঁকি; দ্রুত ও মুহূর্তের চাহনি; সংগোপন অথচ চকিত দৃষ্টি: I had just a quick peep at her. peep-hole (noun) দরজায় বা জানালায় উঁকি দেওয়ার ছোট ছিদ্র, যেখান দিয়ে পূর্বেই আগমনকারীকে শনাক্ত করা যায়। peep-show যে প্রদর্শনীর বিষয়সমূহকে আতশকাচের সাহায্যে দেখতে হয়। (২) peep of the day দিনের প্রথম আলো; উষা। □ (verb intransitive) (ক) peep (at) সতর্ক দৃষ্টিতে বা চতুর দৃষ্টিতে দেখা: Some curious eyes were peeping at us from behind the curtains. peeping Tom যৌনবিষয়ে অত্যুৎসাহী যে ব্যক্তি অন্যের বিষয়ে অহেতুক ও সংগোপন দৃষ্টি রাখে; যে ব্যক্তি গোপনে যৌন বিষয় বা ছবি দেখে আনন্দ পায়; (খ) ধীরে অথবা অংশত দৃষ্টিগোচর হওয়া: The setting sun peeped through the clouds. peeper (noun) (ক) যে উঁকি দেয়; (খ) (অপশব্দ) চোখ।