F পৃষ্ঠা ১৭
- English Word finesse Bengali definition [ফিনেস্] [noun] [uncountable noun] কোনো পরিস্থিতি সুকৌশলে মোকাবিলা করার পদ্ধতি; কৌশলের সূক্ষ্মতা; চাতুর্য: You should show finesse in dealing with others. [countable noun] (তাস) attempt to win using finesse (চাতুর্য)।
- English Word finger Bengali definition [ফিঙ্গা(র্)] (noun) হাতের আঙুল: There are five fingers (or four fingers and one thumb) on each hand. Somebody’s fingers are all thumbs. পোশাকে-আশাকে চালচলনে, কাজেকর্মে অত্যন্ত জবরজং লোক, দ্রষ্টব্যthumb. burn one’s fingers অসাবধানতা বা অন্যায় হস্তক্ষেপের কারণে কষ্ট ভোগ করা। have a finger in every/the pie, দ্রষ্টব্যpie. keep one’s fingers crossed, দ্রষ্টব্যcross 2 (৩). lay a finger on স্পর্শ করা (যত হালকাভাবেই হোক); শাস্তি দেওয়া: I forbid you to lay a finger on the boy. lay one’s fingers on সঠিকভাবে নির্দেশিত করা (যখন ভুল, প্রমাদ ইত্যাদি হওয়ার আশঙ্কা থাকে)। not lift a finger (to help somebody) যথার্থ প্রয়োজনের সময়ে কোনো সাহায্য না-করা। put the finger on somebody (অশিষ্ট) কারো বিরুদ্ধে গোপন সংবাদ প্রদান (অপরাধী ইত্যাদির বিরুদ্ধে)। slip through one’s fingers, দ্রষ্টব্যslip 1 (৩). twist somebody round one’s (little) finger কাউকে নিজের আঙুলে নাচানো (অর্থাৎ কাউকে ইচ্ছামতো পরিচালনা করতে পারা)। finger-alphabet (noun) অন্ধ, মূক ও বধিরদের লেখাপড়ার জন্য উচ্চারিত বিশেষ বর্ণমালা (উঁচু-উঁচু করা এই বর্ণমালা আঙুল দিয়ে স্পর্শ করে পড়া হয়)। finger-board (noun) বেহালা, গিটার প্রভৃতি তারের বাদ্যযন্ত্রের (উপরকার কাঠ) যেখানে আঙুল সঞ্চালন করে বাজানো হয়। finger-bowl (noun) হাত ধোয়ার জন্য ভোজ টেবিলে যে জলপাত্র দেওয়া থাকে। finger(s) breadth (noun) আঙুল-পরিমাণ (= এক ইঞ্চির তিন-চতুর্থাংশ)। finger mark (noun) হাতের আঙুলের ছাপ। finger-nail (noun) হাতের নখ। finger-post (noun) হাতের আঙুল-আঁকা যে খুঁটি পথনির্দেশক বা দিকনির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। fingerprint (noun) হস্তাঙ্গুলির রেখাসমূহের ছাপ (সাধারণত অপরাধী শনাক্তে এই ছাপ নেওয়া হয়)। finger-stall (noun) হস্তাঙ্গুলি রক্ষা আবরণ; অঙ্গুলিত্র; মেজরাফ (সাধারণত আহত আঙুলে থাকে)। fingertip হস্তাঙ্গুলির ডগা; (আলংকারিক অর্থ) সহজ নাগাল। □ (verb transitive) আঙুল দিয়ে স্পর্শ করা: finger a piece of cloth, ছুঁয়ে দেখা; অনুভব করা (গুণাগুণ পরীক্ষা করতে)।
- English Word finicky Bengali definition [ফিনিকি] (adjective) আহার,পরিধেয় ইত্যাদি বিষয়ে অতিশয় খুঁতখুঁতে।
- English Word finis Bengali definition [ফিনিস্] (noun) (শুধু singular) (লাতিন) পরিসমাপ্তি; (কোনো গ্রন্থের শেষে) উপসংহার।
- English Word finish Bengali definition [ফিনিশ্] (verb transitive), (verb intransitive) (১) শেষ করা; সম্পূর্ণ করা: finish one’s work. Term finishes next month. That long climb almost finished me. (কথ্য) আমার মৃত্যুর কারণ হয়েছিল প্রায়। finish somebody off (কথ্য ও অপশব্দ) কাউকে হত্যা করা; ধ্বংস করা: That fever nearly finished him off. finish something off/up সবকিছু খেয়ে সাবাড় করা: They finished up everything on the table. finish (up) with something সবশেষে যা খাওয়া হয়: We had an excellent dinner, and finished up with fruts. finish with somebody/something কারো সঙ্গে কিংবা কোনো কিছুতে আর জড়িত না থাকা: I have not finished with you yet, (অর্থাৎ এখনো কিছু বলার আছে), Have you finished with that dictionary? (২) পরিপূর্ণ করা বা নিখুঁত করা; পালিশ করা: The woodwork is beautifully finished (মসৃণভাবে পালিশ করা হয়েছে), The artist gave the picture a few finishing touches. finishing (noun) যে সরকারি বিদ্যালয়ে মেয়েদেরকে সামাজিক জীবনের উপযোগী করে গড়ে তোলা হয়। □ (noun) (শুধু singular) (১) [countable noun] সর্বশেষ অংশ: the finish of a race. It was a close finish (অর্থাৎ শেষ মুহূর্তে প্রতিযোগীরা প্রায় সবাই খুব কাছাকাছি দূরত্বে ছিল)। be in at the finish শিকার অভিযানের চূড়ান্ত মুহূর্তে শৃগালকে হত্যা করার সময়ে উপস্থিত থাকা; (আলংকারিক অর্থ) শেষ অবস্থায় উপস্থিত থাকা (সংগ্রাম ইত্যাদির)। a fight to the finish এক পক্ষ পরাজিত না হওয়া পর্যন্ত পরিচালিত সংগ্রাম। (২) [countable noun, uncountable noun] সম্পূর্ণ বা নিখুঁত হওয়ার অবস্থা; যে পদ্ধতিতে কোনো কিছু চূড়ান্ত করা হয়: woodwork with a smooth finish. His manners lack finish.
- English Word finite Bengali definition [ফাইনাইট্] (adjective) (১) সীমাবদ্ধ; সসীম: Human understanding is finite, (অর্থাৎ এমন অনেক কিছু বাকি আছে যা মানুষ বুঝতে পারে না)। (২) (ব্যাকরণ) সমাপিকা ক্রিয়া: ‘Am’, ‘is’, ‘are’, ‘was’ ও ‘were’ হলো ‘be’–এর finite রূপ; এবং ‘be’, ‘being’ ও ‘been’ হচ্ছে non-finite রূপ।
- English Word finlit Bengali definition [ফিন্লিট্] [noun] [uncountable noun] (কথ্য) (বিকল্প বানান 'fin lit or fin-lit) financial literacy-এর সংক্ষেপ। অর্থনৈতিক সাহিত্য; ফিনলিট; অর্থনীতির ভাষা ও বিভিন্ন কনসেপ্ট সম্পর্কিত জ্ঞান ও তা হৃদয়ঙ্গম করা, যা অর্থনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
- English Word Finn Bengali definition [ফিন্] ফিনল্যান্ডের লোক বা অধিবাসী; ফিন গোষ্ঠীর লোক। Finnish (adjective), (noun) ফিন গোষ্ঠীর ভাষা; ফিন গোষ্ঠী সংক্রান্ত।
- English Word finnan Bengali definition [ফিনান] (noun) (অপিচ finnan haddock/haddie [হ্যাডি]) ধূম্র প্রয়োগে সংরক্ষিত এক ধরনের কডজাতীয় মাছ; হ্যাডক।
- English Word fiord, fjord Bengali definition [ফিওড্] (noun) লম্বা, সরু ও পর্বতঘেরা উপসাগর বা সামুদ্রিক খাঁড়ি (যেমন নরওয়েতে আছে)।
- English Word fir Bengali definition [ফ্যা(র্)] (noun) দেবদারুজাতীয় বৃক্ষবিশেষ যার পাতা সূচের মতো। [uncountable noun] ঐ বৃক্ষের কাঠ বা তক্তা। fircone (noun)
- English Word fire 1 Bengali definition [ফাইআ(র্)] [noun] [uncountable noun] (১) অগ্নি; আগুন; জ্বলন্ত অবস্থা: Fire burns. There is no smoke without fire (প্রবাদ) যেকোনো গুজবের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। on fire আগুনের কবলে: The house was on fire. play with fire বোকামিপূর্ণ ঝুঁকি নেওয়া। set something on fire; set fire to something কোনো কিছুতে আগুন ধরিয়ে দেওয়া: The man set fire to his own house. Not (ever)/never set the Thames on fire, খুব উল্লেখযোগ্য কিছু না-করা: There are few boys who will ever fire the Thames on fire. take/catch fire পুড়তে শুরু করা: Paper catches fire easily. Strike fire from কোনো কিছুতে আঘাত করে বা ঘষে স্ফুলিঙ্গ বের করা: strike fire from flint. (২) [uncountable noun] ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড: You should insure your house against fire. fire and sword (যুদ্ধে) অগ্নিকাণ্ড ও হত্যা। firerisk(s) আগুনের সম্ভাব্য কারণসমূহ। (৩) [countable noun] ধ্বংসাত্মক অগ্নিকাণ্ডের উদাহরণ: a fire in a coal-mine. (৪) [countable noun] চুল্লি ইত্যাদির জ্বালানি (যা দিয়ে কক্ষ, দালান ইত্যাদি গরম করা যায় বা রান্না করা যায়): There is a fire in the next room. lay a fire আগুন জ্বালাতে কাঠ, কয়লা, কাগজ ইত্যাদি একত্রীকরণ বা সাজানো (আলংকারিক অর্থ উনুন সাজানো)। make a fire আগুন জ্বালানো। make up a fire আগুন কমে এলে শিখা বাড়ানোর জন্য আরো জ্বালানি প্রদান। electric fire এক রকম বৈদ্যুতিক চুল্লি। gas fire (noun) এক রকম গ্যাসচুল্লি। (৫) [uncountable noun] গুলি ছোড়া (বন্দুক ইত্যাদি থেকে)। between two fires উভয় দিক থেকে নিক্ষিপ্ত গোলাগুলির মধ্যে। running fire (ক) সৈন্যদল কর্তৃক অবিশ্রান্ত গুলি চালনা। (খ) (আলংকারিক অর্থ) অব্যাহতভাবে সমালোচনা বা আক্রমণাত্মক প্রশ্ন উত্থাপন। (৬) [uncountable noun] বলিষ্ঠ আবেগ; ক্রোধ বা উত্তেজনাপূর্ণ অনুভূতি: His speech always lacks fire. (৭) (যৌগশব্দে)fire-alarm (noun) অগ্নিসংকেত, আগুন লাগলে সবাইকে জানানোর বা সতর্ক করার জন্য যে ঘণ্টা বাজানো হয়। firearm (noun) (সাধারণত plural) রাইফেল, বন্দুক, পিস্তল বা রিভলবার; আগ্নেয়াস্ত্র। fireball (noun) বিস্ফোরিত আণবিক বোমার কেন্দ্রাতিগ অংশ। fire bird (noun) কমলা ও কালো রঙের পুচ্ছবিশিষ্ট পাখিবিশেষ (উত্তর আমেরিকায় পাওয়া যায়)। firebomb (noun) আগুনে বোমা; অগ্নিবোমা; যে বোমা বিস্ফোরিত হলে ধ্বংসকর আগুনের সৃষ্টি হয়। firebox (noun) বাষ্পচালিত ইনজিনের যেখানে জ্বালানি থাকে। firebrand (noun) এক টুকরো জ্বলন্ত কাঠ, (আলংকারিক অর্থ) যে ব্যক্তি সামাজিক বা রাজনৈতিক কলহের সৃষ্টি করে। firebreak (noun) (ক) দাবানল ইত্যাদির প্রসার রোধে অরণ্যের মধ্যে বৃক্ষশূন্য ফাঁকা জায়গা। (খ) অগ্নিকাণ্ড রোধে কোনো কারখানা বা গুদামে অদাহ্য বস্তু দিয়ে তৈরি দেওয়াল বা প্রতিবন্ধক। firebrick (noun) আগুনে ইট; এক ধরনের ইট যা চুল্লি, চিমনি ইত্যাদিতে ব্যবহৃত হয়। fire-brigade (noun) দমকলবাহিনী। fire-bug (noun) (অশিষ্ট) যে ব্যক্তি আগুন লাগায়। fire clay (noun) [uncountable noun] ইট তৈরিতে ব্যবহৃত মাটি (যা পুড়িয়ে ইট বানানো হয়)। fire control (noun) [uncountable noun] কামান, বন্দুক ইত্যাদির গোলাবর্ষণ নিয়ন্ত্রণের পদ্ধতি। fire-cracker (noun) পটকাবাজি। firedamp (noun) [uncountable noun] কয়লার খনিতে জাত গ্যাসবিশেষ (যা বাতাসের সংস্পর্শে এলেই বিস্ফোরিত হয়)। fire dog (noun) চুলার শিক বা উখা। fire-eater (noun) যে বাজিকর আগুন খাওয়ার খেলা দেখিয়ে রোজগার করে; যে ব্যক্তি সহজেই ঝগড়া লাগায়; কলহপ্রিয় ব্যক্তি। fire-engine (noun) দমকল (আগুন নেভাতে ব্যবহৃত)। fire-escape (noun) অগ্নিতারণ পথ; আগুন লাগলে যে পথ দিয়ে অট্টালিকা প্রভৃতি থেকে বের হয়ে আসা যায়। fire-extinguisher (noun) আগুন নেভাতে যে যন্ত্র থেকে রাসায়নিক পদার্থ ছিটানো হয়; অগ্নিনির্বাপক যন্ত্র। fire-fighter (noun) দমকলকর্মী; যে ব্যক্তি অগ্নিকাণ্ড নির্বাপিত করে। fire-fly (noun) (fire-flies) জোনাকি। fire grate (noun) আগুনের তাওয়া। fire-guard (noun) চুল্লি বা উনুন ইত্যাদির সামনে ধাতুনির্মিত যে আবরণ বা ঘের বা জাফরি থাকে। fire-hose (noun) আগুন নেভাতে ব্যবহৃত জলবাহী নল। fire-irons (noun) আগুন খোঁচানোর চিমটা ইত্যাদি। fire-light (noun) চুল্লি, উনুন ইত্যাদির আগুন থেকে যে আলো আসে। fire-lighter (noun) অগ্নিপ্রজ্বলক; যে কাঠ বা জ্বালানি দিয়ে আগুন ধরানো হয়। fireman [[ফাইআ(র্)মান্] (noun) (plural firemen) (ক) যে ব্যক্তি ফার্নেস বা বাষ্পীয় ইনজিনে জ্বালানি তত্ত্বাবধান করে। (খ) দমকলকর্মী। fire-place (noun) বাসগৃহের যে স্থানে আগুন জ্বালানো হয় (সাধারণত দেওয়ালে থাকে); উনুন। fire-policy (noun) অগ্নিবিমাপত্র। fire-power (noun) প্রতি মিনিটে কতবার কামান দাগানো যায়, তার পরিমাপ। fire-proof (adjective) আগুনে পোড়ে না; অদাহ্য। fire-raising (noun) অন্যের ঘরে আগুন লাগানো। fire Service (noun) দমকলবাহিনী। fireside (noun) the fire side উনুনের পাশের জায়গা; উনুনপার্শ্ব: sitting at the fireside ; (আলংকারিক অর্থ) গার্হস্থ্যজীবন:(attributive(ly)) a fireside chair; a homely fireside scene. fire station (noun) দমকলের আস্তানা। fire-stone (noun) অদাহ্য পাথর (যেমন উনুনে বা চুল্লিতে থাকে)। fire-walking (noun) অগ্নিতপ্ত প্রস্তর বা তপ্ত ছাইঢাকা পথের উপর দিয়ে নগ্নপদে হাঁটা। fire-walker, fire-watcher (noun) (দ্বিতীয় বিশ্বযুদ্ধে) বিমান থেকে বোমা পড়ার সঙ্গে সঙ্গে ঐ বোমায় সৃষ্ট আগুন নির্বাপণে নিয়োজিত সৈনিক। fire-watching [noun] [uncountable noun]. fire-water [noun] [uncountable noun] (কথ্য) হুইস্কি, জিন, রাম প্রভৃতি উগ্র সুরা। fire-wood (noun) জ্বালানি হিসেবে ব্যবহৃত কাঠ। fire-work [noun] [countable noun] (সংকেত বা আমোদ-প্রমোদের জন্য) আতশবাজি; (plural) (আলংকারিক অর্থ) বুদ্ধি, আবেগ, ক্রোধ ইত্যাদির প্রকাশ।
- English Word fire 2 Bengali definition [ফাইআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) আগুন দেওয়া/লাগানো; অগ্নিসংযোগ করা; পুড়িয়ে ফেলা: fire a heap of dead leaves. (২) পোড়ানো; অগ্নিদগ্ধ করা; সেকা: fire bricks in a kiln; fire tea. (৩) জ্বালানি সরবরাহ করা; জ্বালানিযোগে চালু করা: a diesel fired furnace. (৪) fire up (ব্যক্তি সম্বন্ধে) (ক্রোধে, উত্তেজনায়) জ্বলে ওঠা: The manager fired up when he was accused of lying. (৫) উত্তেজিত/উদ্দীপিত করা। fire somebody with something উৎসাহিত/উদ্দীপ্ত করা। (৬) গুলি/ গোলাবর্ষণ করা; তোপধ্বনি করা: fire a gun. fire at/into/on/ upon লক্ষ্য করে গুলি নিক্ষেপ বা বর্ষণ করা: fire at a target. fire away (ক) গুলি/গোলাবর্ষণ করতে থাকা; অবিরাম গুলি/গোলাবর্ষণ করা: The soldiers are firing away at the enemy. (খ) (লাক্ষণিক) শুরু করা; এগিয়ে যাওয়া। (গ) খরচ করে ফেলা: Don’t fire away all your ammunition. firing-line (noun) (খন্দকের) যে সম্মুখ সারি থেকে সৈন্যরা শত্রুদের উপর গুলি চালায়। firing-party/ firing squad (noun) সামরিক অন্ত্যেষ্টিক্রিয়ায় কিংবা সামরিক মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য গুলিবর্ষণে নিয়োজিত সেনাদল। (৭) (কথ্য) (কর্মচারীকে) বরখাস্ত করা।
- English Word firkin Bengali definition [ফাকিন্] (noun) ছোট পিপা।
- English Word firm 1 Bengali definition [ফাম] (adjective) (firmer, firmest) (১) দৃঢ়; কঠিন; শক্ত; ঘন; টানটান: firm flesh/muscles. be on firm ground নিজের তথ্যভিত্তি সম্বন্ধে সুনিশ্চিত থাকা। (২) অনড়; অটল; বলিষ্ঠ; স্থির; অনমনীয়; কড়া; দৃঢ়; দৃঢ়চিত্ত: a firm conviction; firm in/ of purpose. (৩) (ব্যক্তি, শরীর, চলন, শারীরিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্বন্ধে) অকম্প; স্থির; দৃঢ়: a firm voice. □ (verb transitive), (verb intransitive) দৃঢ়, কঠিন ইত্যাদি হওয়া বা করা। firmly (adverb) দৃঢ়ভাবে; শক্ত করে ইত্যাদি। firmness (noun) দৃঢ়তা; দার্ঢ্য; কঠিন; অনমনীয়তা; বলিষ্ঠতা; দৃঢ়চিত্ততা।
- English Word firm 2 Bengali definition [ফাম্] [noun] (Countable noun) ব্যবসায়ে নিয়োজিত (দুই বা ততোধিক) ব্যক্তিবর্গ; ব্যবসাপ্রতিষ্ঠান; ব্যবসা।
- English Word firmament Bengali definition [ফামামান্ট্] (noun) the firmament গ্রহনক্ষত্র ও চন্দ্রসূর্যসহ আকাশ; নভোমণ্ডল; মহাকাশ; অন্তরীক্ষ।
- English Word first 1 Bengali definition [ফাস্ট্] (adjective) (১) (সংক্ষেপ 1st) প্রথম; পয়লা; আদি; আদ্য: first principles, মূল সূত্রাবলি। at first sight প্রথম দৃষ্টিতে; আপাতদৃষ্টিতে। in the first place প্রথমত; প্রথম কথা। first thing প্রথম কাজ/পদক্ষেপ। first things first সবচেয়ে জরুরি কাজ সবার আগে। not to know the first thing about something (কোনো বিষয়ে) কিছুই না-জানা। (২) (যৌগশব্দে বিশিষ্ট প্রয়োগ) first aid (noun) [uncountable noun] প্রাথমিক চিকিৎসা। first base (বেইসবল) মাঠে প্রথম বেইস দ্রষ্টব্যbase 1 (৬). get to first base (লাক্ষণিক) সাফল্যের সঙ্গে শুরু করা। first class (noun) (জাহাজ, ট্রেন, বিমান ইত্যাদিতে) প্রথম শ্রেণি। দ্রষ্টব্যclass (৭).first class (adjective) প্রথম শ্রেণির; উৎকৃষ্ট: a first class degree. □ (adverb) প্রথম শ্রেণিতে: travel first-class. first cost (noun) (বাণিজ্য) মুনাফা বাদে খরচ। first degree, দ্রষ্টব্যdegree. first floor (noun) (British/Britain) দোতলা; (America(n)) নিচের তলা। first form (noun) (British/Britain) মাধ্যমিক বিদ্যালয়ের সর্বনিম্ন শ্রেণি। first-fruits (noun) (plural) মৌসুমের প্রথম ফসল; (লাক্ষণিক) কাজের প্রাথমিক ফল। first gear সর্বনিম্ন গিয়ার gear (১) দ্রষ্টব্য. firsthand (adjective), (adverb) সরাসরি(ভাবে) ; প্রত্যক্ষসূত্রে (প্রাপ্ত):firsthand information. at first hand সরাসরি; প্রত্যক্ষভাবে first lady (America(n)) রাষ্ট্রপ্রধান বা কোনো রাজ্যের গভর্নরের পত্নী first name (noun) (পারিবারিক নামের সঙ্গে বৈপরীত্যক্রমে) প্রদত্ত নাম; প্রথম নাম। first night (noun) (নাটক, অপেরা ইত্যাদি মঞ্চায়নের) প্রথম রজনী। সুতরাং, first-nighter (noun) যে ব্যক্তি নিয়মিতভাবে নাটক ইত্যাদির প্রথম রজনীতে দর্শক হিসেবে উপস্থিত থাকে। first mate (noun) দ্রষ্টব্যmate (২)। first of fender যে অপরাধী পূর্বে কখনো দণ্ডিত হয়নি; প্রথম অপরাধী। first person (ব্যাকরণ) উত্তম পুরুষ। first-rate (adjective) সর্বোৎকৃষ্ট শ্রেণির; শ্রেষ্ঠ; অত্যুত্তম; a first rate novel. □(adverb) (কথ্য) চমৎকারভাবে: getting on first rate . firstly (adverb) প্রথমত; সর্বপ্রথমে।
- English Word first 2 Bengali definition [ফাস্ট্] (adjective) (১) (জোর দেওয়ার জন্য অনেক সময় first of all; first and foremost) সবার আগে; সর্বাগ্রে; সর্বপ্রথম: I came first. Women and childern first. পুরুষদের আগে নারী ও শিশুরা। First come, first serverd যারা আগে আসবে তারা অগ্রাধিকার পাবে; প্রথমাগতের অগ্রাধিকার। last in, first out (বিশেষ) বরখাস্তের ক্ষেত্রে সবশেষে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে আগে বরখাস্ত করা। first and last সব মিলিয়ে; সামগ্রিকভাবে। firstborn (noun), (adjective) প্রথম/জ্যেষ্ঠ-(সন্তান)। (২) প্রথমবার: I met him first in a party. (৩) আগে: You should go to the station first. (৪) বরঞ্চ; পছন্দনীয়ভাবে: I would beg first, অসৎপথে জীবিকা অর্জন করার চেয়ে ভিক্ষা করাও উত্তম।
- English Word first 3 Bengali definition [ফাস্ট্] (noun) (১) at first প্রথমে। from the first প্রথম/শুরু থেকে। (২) (পরীক্ষা বা প্রতিযোগিতা) প্রথম শ্রেণি; প্রথম শ্রেণিতে উত্তীর্ণ: She hopes to get a first in Chemistry.