F পৃষ্ঠা ১৮
- English Word firth Bengali definition [ফাথ্] (noun) সাগরের সংকীর্ণ শাখা; খাঁড়ি; (বিশেষত স্কটল্যান্ডে) নদীর মোহনা।
- English Word fiscal Bengali definition [ফিস্ক্ল্] (adjective) সরকারি রাজস্বসংক্রান্ত। দ্রষ্টব্য year(s).
- English Word fish 1 Bengali definition [ফিশ্] (noun) (plural 'fishs' বা 'fishes') (১) [countable noun] মাছ; মৎস্য; মীন। a pretty kettle of fish বিশৃঙ্খল অবস্থা। have other fish to fry আরো জরুরি কিছু করার থাকা। There’s as good fish in the sea as ever came out of it (প্রবাদ) একটি সুযোগ নষ্ট হলেও সুযোগের অভাব হবে না। (২) [uncountable noun] খাদ্য হিসেবে মাছ। (৩) (যৌগশব্দ) fish bone (noun) (মাছের) কাঁটা। fishcake (noun) আলু, ডিম, পাউরুটির টুকরা ইত্যাদি মেশানো কোপ্তা-করা মাছের বড়াবিশেষ; মাছের বড়া। fish and chips গরম তেলে ডুবিয়ে ভাজা মাছ ও আলুর ফালি। fish creel মাছের ঝুড়ি। fish finger (noun) (America(n) fish stick) পাউরুটির ভেতরের অংশ দিয়ে মাখানো মাছের ছোট ছোট সরু টুকরা, যা ভেজে বা সেকে যেতে হয়। fish hook (noun) বড়শি। fish knife (noun) মাছ খাওয়ার ছুরি। fishmonger (noun) মৎস্যব্যবসায়ী; মেছো। fish paste (স্যান্ডউইচ ইত্যাদির উপর লাগানো) মাছের পিষ্টক। fish-slice (noun) মাছ কেটে পরিবেশনের জন্য টেবিলে ব্যবহৃত ছুরিবিশেষ। fishwife (noun) (কথ্য) অমার্জিত; দুর্মুখ স্ত্রী। fishy (adjective) (১) মাছের গন্ধ বা স্বাদযুক্ত; মেছো; আঁশটে: a fishy smell. (২) (কথ্য) সন্দেহজনক: a fishy story.
- English Word fish 2 Bengali definition [ফিশ্] (verb intransitive), (verb transitive) মাছ ধরা; মৎস্য শিকার করা; (লাক্ষণিক) পরোক্ষ উপায়ে পাওয়ার চেষ্টা করা: fish for information/ compliments. fish in troubled waters বিশৃঙ্খল অবস্থার সদ্ব্যবহার করে নিজের জন্য সুবিধা আদায়ের চেষ্টা করা; ঘোলাজলে মৎস্য শিকার করা। (২) (নদী, জলাশয় ইত্যাদিতে) মাছ ধরার চেষ্টা করা: fish a river/a pool ধরার চেষ্টা করা: fish catfish. (৩) fish up (out of)/(from); fish out (of/from) তোলা; তুলে নেওয়া; ওঠানো; out a ring from a tub. fishing (noun) [uncountable noun] মৎস্যশিকার; মাছ ধরা। fishing-line (noun) (মাছ ধরার জন্য) বড়শিসহ সুতা। fishing-rod (noun) মাছ ধরার ছিপ। fishing-tackle (noun) [uncountable noun] মাছ ধরার সরঞ্জাম।
- English Word fisher Bengali definition [ফিশা(র্)] (noun) (প্রাচীন প্রয়োগ) জেলে; ধীবর। fisher man [ফিশামান্] (noun) (plural fisher men) মৎস্যজীবী; জেলে; ধীবর।
- English Word fishery Bengali definition [ফিশারি] (noun) (১) (plural fisheries) সাগরের যে অংশে মাছ ধরা হয়; মৎস্যশিকার এলাকা। (২) মাছের খামার; মৎস্যচাষ।
- English Word fishplate Bengali definition [ফিশপ্লেইট্] (noun) যে দুটি (লোহার) পাতের সাহায্যে স্লিপারের সঙ্গে রেলকে যুক্ত করা হয়, তাদের যেকোনো একটি।
- English Word fissile Bengali definition [ফি্সাইল্ America(n) ফিস্ল্] (adjective) বিদীর্ণ হওয়ার প্রবণতাবিশিষ্ট; বিদারপ্রবণ: fissile material (যেমন যে ধরনের পদার্থকে পারমাণবিক চুল্লিতে বিদীর্ণ করা যেতে পারে)।
- English Word fission Bengali definition [ফিশ্ন্] [noun] [uncountable noun] বিদারণ, বিভাজন; ( যেমন এক কোষ ভেঙে দুই কোষ হওয়া কিংবা পারমাণবিক বোমা বিস্ফোরণে ইউরেনিয়াম প্রভৃতি পরমাণুকেন্দ্রের বিদারণ)। fissionable [ফিশ্নাব্ল্] (adjective) বিদারণীয়।
- English Word fissiparous Bengali definition [ফিসিপারাস্] (adjective) (কোষ) বিদারণজনিত।
- English Word fissure Bengali definition [ফিশা(র্)] [noun] [countable noun] চিড়; ফাটল; রন্ধ্র; সন্ধি।
- English Word fist Bengali definition [ফিস্ট্] (noun) মুষ্টি; মুঠা। fisti-cuffs [ফিস্টিকাফ্স্] (noun) (plural) (সাধারণত হাস্যরসাত্মক) মুষ্টামুষ্টি; ঘুসাঘুসি।
- English Word fistula Bengali definition [ফিস্টিউলা] (noun) সরু মুখবিশিষ্ট নলসদৃশ দীর্ঘ ক্ষত; ভগন্দর; নালিব্রণ।
- English Word fit 1 Bengali definition [ফিট্] (adjective) (fiter, fitest) (১) fit (for) যোগ্য; উপযুক্ত; যোগ্যতাসম্পন্ন: It is not fit for human consumption. (২) উচিত; সঙ্গত: It is not fit that you should abuse that innocent boy. think/see fit (to do something) উপযুক্ত মনে করা; মনস্থির করা: I don’t see fit to comply with your request. (৩) প্রস্তুত; ভালো অবস্থায়; (অপিচ, কথ্য adverb রূপে): We kept on marching till we were fit to sink to the ground. (৪) খেলাধুলা করার উপযুক্ত; সুস্থসবল; শারীরিকভাবে উপযুক্ত: fit for work; keep fit. fitly (adverb) উপযুক্ত রকম; উচিতভাবে ইত্যাদি। fitness (noun) [uncountable noun] (১) উপযোগিতা; ঔচিত্য: the fitness of things, যা ন্যায়সঙ্গত ও যথোপযোগী। (২) শারীরিক যোগ্যতা; স্বাস্থ্য-সবলতা।
- English Word fit 2 Bengali definition [ফিট্] (verb transitive), (verb intransitive) (fitted, fitting, fits) (১) মানানসই/মাপসই হওয়া; (গায়ে, পায়ে ইত্যাদিতে লাগা; মেলা: The frock fits her well. (২) fit (on) (বিশেষত বস্ত্র) ঠিকমতো গায়ে লাগে কি না; যাচাই করে দেখা। (৩) fit (on) লাগানো; বসানো: fit a new coat-hanger on a wall. (৪) fit (for) তৈরি করা; উপযুক্ত/মানানসই/লাগসই/যোগ্য করা: This training will fit you for the job. (৫) fit in (with) খাপ খাইয়ে নেওয়া; সামঞ্জস্যপূর্ণ/উপযোগী করা বা হওয়া: The programme must fit in with my holidays. (৬) fit somebody/something out/up সুসজ্জিত করা; প্রয়োজনীয় সাজসরঞ্জাম সরবরাহ করা; তৈরি/প্রস্তুত করা: a conference room fitted up with modern amenities. □ (noun) (সাধারণত a + adj + fit) কোনো বস্তু (পোশাক) যেভাবে মানায়: The suit is a perfect fit.
- English Word fit 3 Bengali definition [ফিট্] (noun) (১) রোগের আকস্মিক (সাধারণত ক্ষণস্থায়ী) আক্রমণ বা প্রকোপ; দমক; আবেশ: a fit of coughing; a fainting fit, মূর্ছা। (২) চৈতন্যলোপ ও প্রচণ্ড আক্ষেপসহ সন্ন্যাস, মৃগী বা পক্ষাঘাত রোগের আকস্মিক আক্রমণ; মূর্ছা; উন্মাদাবেশ: fall down in a fit, মূর্ছিত/মূর্ছাপ্রাপ্ত হওয়া। give somebody a fit (কথ্য) (বিস্ময়ে, মানসিক আঘাতে) হতচেতন করা; ভিরমি লাগানো। have a fit (কথ্য) হতচেতন হওয়া; ভিরমি খাওয়া। (৩) স্বল্পস্থায়ী; আকস্মিক প্রকাশ; স্ফুরণ: a fit of energy enthusiasm/anger. by/in fits and starts থেকে থেকে; অনিয়মিতভাবে। (৪) মেজাজ; উদ্দীপনা: He will work frenziedly while the fit is on. fitful [ফিট্ফল্] (adjective) থেকে থেকে ঘটে বা আসে-যায় এমন; ক্ষণস্থায়ী; দমকা: a fitful breeze; fitful bursts of enthusiasm. fitfully [ফিট্ফালি] (adverb) থেকে থেকে; দমকে দমকে।
- English Word fitment Bengali definition [ফিটমান্ট্] (noun) সাজসরঞ্জাম; আসবাব: kitchen fitment, যেমন সিংক, তাক, কাজ করার টেবিল, বিশেষত যখন এগুলি একটিকে তার একক হিসেবে তৈরি করা হয়।
- English Word fitter Bengali definition [ফিটা(র্)] (noun) (১) (দরজির ব্যবসায়ে) যে ব্যক্তি পোশাক কেটে-ছেঁটে মাপসই করে। (২) (প্রকৌশল) যে কারিগর ইনজিন, যন্ত্র ইত্যাদির তৈরি অংশসমূহ সংযোজিত ও সমন্বিত করে; ফিটার-মিস্ত্রি।
- English Word fitting Bengali definition [ফিটিঙ্] (adjective) (১) উপযুক্ত; সমুচিত; যোগ্য; সঙ্গত; যথাযথ। □ (noun) মানানসই/লাগসই করার কাজ: requries a fitting. (২) কোনো ভবনে সংযোজিত প্রয়োজনীয় সাজসরঞ্জামবিশেষ; স্থায়ীভাবে সংযোজিত বস্তুসমূহ (plural); সংযোজনাদি: gas and electric light fittings. (৩) (plural) সরঞ্জাম: office fittings.
- English Word five Bengali definition [ফাইভ] (noun), (adjective) পাঁচ; পঞ্চ; দ্রষ্টব্য পরি. ৪, ৫। fivefold (adjective) পাঁচ অংশযুক্ত; পঞ্চধা; পাঁচ গুণ। five ence [ফাইফ্পান্স্] (noun) পাঁচ পেনির মুদ্রা। five penny [ফাইফপানি](adjective) পাঁচ পেনি দামের। fiver [ফাইভা(র্)] (noun) (কথ্য) (British/Britain) পাঁচ পাউন্ডের নোট; (America(n)) পাঁচ ডলারের নোট।