F পৃষ্ঠা ১৫
- English Word fight 2 Bengali definition [ফাইট্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle fought) [ফোট্] (১) যুদ্ধ করা; লড়াই করা; শক্রকে পরাজিত করার সম্ভাব্য সব শক্তি প্রয়োগ করা: to fight poverty. The dogs were fighting over a bone. The people of Bangladesh fought for their independence. fight to a finish সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ করা। fight shy of দূরে দূরে থাকা; জড়িত হয়ে না-পড়া। (২) দ্বন্দ্বে প্রবৃত্ত হওয়া: fight a battle/duel/an election. (৩) fight something down হারিয়ে দেওয়া; জয় করা। fight down a feeling of repugnance. fight somebody/something off দূর করা, তাড়িয়ে দেওয়া: He fought off a cold by taking medicine. fight ones way forward/out (of) যুদ্ধ করতে করতে এগিয়ে যাওয়া। fight it out নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া, শেষ পর্যন্ত সংগ্রাম করা: The captain fought his ship well. fighter (noun) যোদ্ধা; শত্রুর বোমারু বিমানকে ঘায়েল করার জন্য পাঠানো যুদ্ধবিমান: jet-fighter, (attributive(ly)) a fighter pilot. fighting [noun] [uncountable noun] street fighting. a fighting chance আপ্রাণ চেষ্টা করলে শেষ পর্যন্ত যে সাফল্য লাভ করা যেতে পারে। fighting cock (noun) লড়াকু মোরগ; ঝগড়াটে লোক; নাছোড়বান্দা।
- English Word figment Bengali definition [ফিগমন্ট্] [noun] [countable noun] কল্পিত বা আবিষ্কৃত কিছু: figments of the imagination.
- English Word figurative Bengali definition [ফিগ্যারাটিভ] (adjective) (শব্দ ও ভাষাসম্পর্কিত) আলংকারিক; আক্ষরিত অর্থে নয় বরং অন্য অর্থে (কল্পনাশ্রিত অর্থে) [যথা fiery শব্দের অর্থ ‘অগ্নিময়’ না-বুঝিয়ে ‘খিটেখিটে’ বোঝানো]। figuratively (adverb)
- English Word figure Bengali definition [ফিগা(র্)] America(n) [ফিগ্যার্] (noun) (১) সংখ্যা; রাশি; অঙ্ক; (বিশেষত ০ থেকে ৯ পর্যন্ত); মূল্য: He bought his new car at a low figure. double figures ১০ থেকে ৯৯ পর্যন্ত যেকোনো সংখ্যা। (২) (plural) পাটিগণিত: He is very good at figures. (৩) নকশা; উদাহরণ; চিত্র; জ্যামিতিক চিহ্ন বা চিত্র: The teacher drew a number of geometrical figures on the black board. (৪) মানবমূর্তি; প্রতিমা; আকার; প্রাণিমূর্তি; খোদাইকৃত মূর্তি; অঙ্কিত চেহারা। figurehead (noun) (ক) জাহাজ ইত্যাদির অগ্রভাগে শোভাবর্ধক হিসেবে স্থাপিত মূর্তি বা প্রতিমা। (খ) বিশাল ব্যক্তিত্ব (যে ব্যক্তির বেশ উঁচুতে অবস্থান, কিন্তু বা স্তর ক্ষমতা তেমন কিছু নেই)। (৫) মানব-আকৃতি, বিশেষত চেহারা: He keeps a good figure even in her fifties. You are a figure of distress. cut a fine/ poor/sorry, etc figure সুন্দরভাবে/নিঃস্বভাবে/ বেদনাহতভাবে আবির্ভূত হওয়া। (৬) কোনো ব্যক্তি, বিশেষত তার চরিত্র বা তার প্রভাব: figures like the Hitlers always determine a nation’s fate in a negative way. (৭) figure of speech বাক্যালংকার; উপমা, উৎপ্রেক্ষা ইত্যাদি। □ (verb intransitive), (verb transitive) (১) কল্পনা করা; মনের চোখ দিয়ে দেখা: figure something to oneself. (২) figure (in) আবির্ভূত হওয়া; অংশ হয়ে দেখা দেওয়া: প্রধান হয়ে ওঠা: He figures in all the books of the subject. (৩) figure something/somebody out কোনো বিষয় পূর্ণভাবে না-বোঝা পর্যন্ত চিন্তা করা; গভীর চিন্তায় সমাধান নির্ণয় করা; খুঁজে বের করা: It’s really hard to figure him out in the crowd. (৪) figure (on) (America(n)) ভরসা করা; হিসাবে ধরা; সিদ্ধান্তে পৌঁছা। figured (that) he was honest. figured (adjective) অলংকৃত a figured glass window, যে জানালার কাচে বিবিধ নকশা অঙ্কিত আছে।
- English Word filament Bengali definition [ফিলামানট্] [noun] [countable noun] খুব সরু সুতার ন্যায় জিনিস (যেমন বৈদ্যুতিক বাল্বের ভিতরে থাকে); সূত্র; আঁশ।
- English Word filbert Bengali definition [ফিলবাট্] (noun) [countable noun] কৃষিজাত hazel বৃক্ষের বাদাম।
- English Word filch Bengali definition [ফিলচ্] (verb transitive) চুরি; ছিঁচকে চুরি করা।
- English Word file 1 Bengali definition [ফাইল্] (noun) কাঠ, লোহা বা সেই ধরনের কঠিন বস্তু মসৃণ করা বা কাটার জন্য ব্যবহৃত যন্ত্রবিশেষ, উখা। □ (verb transitive) উখা দিয়ে কাটা বা মসৃণ করা ইত্যাদি। file ones finger-nails, হাতের নখ কেটে মসৃণ করা: file an iron rod in two, একটি লৌহদণ্ড কেটে দুভাগ করা। fillings [ফাইলিঙস্] (noun) (plural)
- English Word file 2 Bengali definition [ফাইল্] [noun] [countable noun] কাগজপত্র গেঁথে বা সাজিয়ে রাখতে তার বাক্সখাতা বা অন্য কোনো অনুরূপ বস্তু; নথি; ফাইল: Please keep this letter in the relevant file. on file ফাইলের মধ্যে। □ (verb transitive) ফাইলে বা নথিতে রাখা; লিপিবদ্ধ করা: Have you filed your application? a filling clerk যে করণিক ফাইল রক্ষণাবেক্ষণ করে বা ফাইলের দায়িত্বে আছে।
- English Word file 3 Bengali definition [ফাইল্] (noun) একজনের পেছনে আরেকজন সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থা; মানবসারি; (সামরিক) সামনের সারির ঠিক পেছনে দাঁড়ানো অন্য সৈনিক। (in) single file; (in) Indian file এক সারিতে; একজনের পেছনে আরেকজন। the rank and file যেসব সৈনিক অফিসার নন; (আলংকারিক অর্থ) সাধারণ; অপরিচিত ব্যক্তি। □ (verb intransitive) সারিবদ্ধভাবে বা এক লাইনে এগিয়ে যাওয়া: The men filed in/out; যারা লাইনে ঢুকলেন/লাইন থেকে বেরিয়ে এলেন।
- English Word filial Bengali definition [ফিলিয়াল্] (adjective) সন্তানসংক্রান্ত বা সন্তানোচিত: filial duty/piety.
- English Word filibuster Bengali definition [ফিলিবাস্টা(র্)] (noun) (১) যে ব্যক্তি সংসদ বা কোনো সভায় দীর্ঘ বক্তৃতা দিয়ে সিদ্ধান্ত গ্রহণে বিঘ্ন ঘটায়। (২) অনুরূপ দীর্ঘ বক্তৃতা। (৩) দস্যুবৃত্তিধারী সৈনিক বা নাবিক। □ (verb intransitive) (১) সভার কাজে বিঘ্ন ঘটানো; সিদ্ধান্ত গ্রহণে বাধা দেওয়া। (২) বিনা অধিকারে যুদ্ধ বাধানো।
- English Word filigree Bengali definition [ফিলিগ্রী] [noun] [uncountable noun] সোনা ও কপার ঝালরের কারুকার্যবিশেষ; (attributive(ly)) a filigree brooch; filigree earings.
- English Word filings Bengali definition [ফাইলিংজ্] (filings) দ্রষ্টব্য file 1.
- English Word fill 1 Bengali definition [ফিল্] (noun) (১) [uncountable noun] পরিপূর্ণ সরবরাহ; পূর্ণ পরিমাণ; যে পরিমাণ দ্বারা পরিপূর্ণ বা পরিতৃপ্ত হওয়া যায়: eat/drink one’s fill. have one’s fill (of something) (কথ্য) যতটুকু বহনযোগ্য ততটুকু নেওয়া। (২) [countable noun] পূর্ণ করার পক্ষে যথেষ্ট: Mr. Rafiq is having a fill of tobacco in his pipe. filling (noun) [countable noun] ভরা; ভরাটকরণ ( একটার ভেতর আরেকটা কিছু দিয়ে): a filling in a tooth.
- English Word fill 2 Bengali definition [ফিল্] (verb transitive), (verb intransitive) (১) fill (with) পূরণ করা; পূর্ণ হওয়া; প্রাপ্ত সবটুকু স্থান অধিকার করা: The tank is filled with water. Tears filled her eyes. The auditorium soon filled. I filled the saucepan and put it on the oven. fill in যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে পূর্ণ করা: Please fill in your application with all the necessary particulars. fill in an outline বিস্তারিত তথ্য যুক্ত করা। fill out (ক) স্ফীত করা বা হওয়া (যথোচিত মাত্রায়): His checks began to fill out. (খ) বিশেষত (America(n)): fill in. fill up সম্পূর্ণ পূর্ণ করা বা হওয়া; শূন্যস্থান পূর্ণ করা বা হওয়া: The channel of the river is filled up with mud and sand. filling station (noun) যেখানে গাড়িচালকদের কাছে পেট্রল, তেল ইত্যাদি বিক্রি করা হয়; পেট্রল পাম্প। (তুলনীয় service station যেখানে মোটরগাড়ি মেরামত করা হয়)। (২) কাউকে বিশেষ পদে বা অবস্থানে বসানো (বিশেষত শূন্যপদে) : The vacancy has already been filled. fill somebody’s shoes কারো জায়গায় অন্য কারো নিযুক্তি এবং নিযুক্ত ব্যক্তি প্রথমোক্ত ব্যক্তির সমকক্ষ হওয়া: Munier Chowdhury was a wonderful teacher, it is really difficult to find somebody to fill his shoes. fill the bill (কথ্য) চাহিদা পূরণ করা; প্রত্যাশা পূর্ণ করা: These new machines really fill the bill.
- English Word fillet Bengali definition [ফিলিট্] (noun) (১) (মাথায় জড়ানো বা চুল বাঁধার) দড়ি বা ফিতা (অলংকার)। (২) মাছের কাঁটাহীন বা মাংসের হাড়বিহীন টুকরা। □ (verb transitive) (মাছ ইত্যাদি) টুকরা করে কাটা: filleted piece.
- English Word fillip Bengali definition [ফিলিপ্] [noun] [countable noun] আঙুলের দ্বারা সৃষ্ট টোকা বা টুসকি (দ্রুতলয়ে); (আলংকারিক অর্থ) উৎসাহ/প্রেরণা: Advertisement companies often give a fillip to sales.
- English Word filly Bengali definition [ফিলি] (noun) (fillies) বাচ্চা ঘোটকী, দ্রষ্টব্য colt 1 ; (আলংকারিক অর্থ) চঞ্চলা স্বাস্থ্যবতী বালিকা বা ছুকরি।
- English Word film 1 Bengali definition [ফিল্ম্] [noun] [countable noun] পাতলা চামড়া; ছাল; ঝিল্লি; হালকা আবরণী: a film of oil on water. (২) [countable noun, uncountable noun] আলোকচিত্র গ্রহণের ফিল্ম: a roll (America(n) = spool) of film. film stock চলচ্চিত্রের যে ফিল্মে এখনো আলোকচিত্র গ্রহণ করা হয়নি। filmstrip একটা লম্বা ফিল্ম যার মধ্যে অনেকগুলো আলোকচিত্র গ্রহণ করা হয়েছে (চলচ্চিত্রের ক্ষেত্রে নয়)। (৩) [countable noun] বায়স্কোপ; চলচ্চিত্র। the films চলচ্চিত্র। film test সিনেমায় অভিনয়েচ্ছুদের জন্য আলোকচিত্র পরীক্ষা (অর্থাৎ আলোকচিত্র গ্রহণের পর তাদের চেহারা, অভিনয় ইত্যাদির উপযুক্ততা পরীক্ষা)। film-star সিনেমার বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী। filmy (adjective) (filmier, filmiest) film (১) এর মতো; filmy clouds.