F পৃষ্ঠা ৪৭
- English Word furbish Bengali definition [ফাবিশ] (verb transitive) ঘষামাজা করা; ঘষেমেজে উজ্জ্বল করা; নতুনের মতো করা; ঝকঝকে করা: furbish a sword.
- English Word furcate Bengali definition [ফাকেইট্] (adjective) বিভক্ত; শাখাবিভক্ত। □ (verb intransitive) বিভক্ত হওয়া।
- English Word furious Bengali definition [ফিউ্যআরিআস্] (adjective) উচণ্ড; উন্মত্ত; ক্রোধোন্মত্ত; ক্ষিপ্ত; উৎকট; অসংযত: a furious struggle/quarre/storm. fast and furious প্রচণ্ড হৈহুল্লোড়পূর্ণ। furiously (adverb) উচ্চণ্ডভাবে।
- English Word furl Bengali definition [ফাল্] (verb transitive), (verb intransitive) (পাল, পতাকা, ছাতা ইত্যাদি সম্বন্ধে) গুটানো; সংবৃত করা বা হওয়া।
- English Word furlong Bengali definition [ফালঙ America(n) ফালোঙ্] (noun) এক মাইলের ১/৮ অংশ; ২২০ গজ (= ২০১ মিটার) ; ফার্লং।
- English Word furlough Bengali definition [ফালোউ] noun [countable noun, uncountable noun] (বিশেষত বিদেশে কর্মরত সরকারি চাকুরে সশস্ত্রবাহিনীর সদস্যদের) ছুটি; ফুরসত: six months’ furlough দ্রষ্টব্যleave 2
- English Word furnace Bengali definition [ফানিস্] (noun) (১) নলের মাধ্যমে গরম জল বা বাষ্পচালিত করে বাড়ি গরম রাখতে আবৃত অগ্নিকুণ্ড; চুল্লি। (২) ধাতু গলানো, কাচ বানানো ইত্যাদি কাজের জন্য পরিবেষ্টিত স্থান; অগ্নিকুণ্ড; হাপর।
- English Word furnish Bengali definition [ফানিশ্] (verb transitive) furnish something (to somebody); furnish somebody/something with something সরবরাহ করা; জোগানো; সজ্জিত করা: furnish a room; a furnished house/flat, আসবাব সজ্জিত ভাড়াটে বাড়ি/মহল। furnishing (noun) (plural) আসবাবপত্র ও সাজসরঞ্জাম।
- English Word furniture Bengali definition [ফানিচা(র্)] (noun) [uncountable noun] আসবাবপত্র; গৃহসজ্জা।
- English Word furore Bengali definition (America(n) = furor) [ফিউরোরি America(n) ফিউরোর্] (noun) হৈচৈ; উন্মাদনা; সাড়া: Her novel created a furore.
- English Word furrier Bengali definition [ফারিআ(র্)] (noun) (পশুর) লোমশ চামড়ার কারবারি।
- English Word furrow Bengali definition [ফারোউ] (noun) [countable noun] (১) ভূমিতে লাঙলের ফলার গভীর দাগ; হলরেখা; সীতা; হলি। (২) মুখমণ্ডলের, বিশেষত কপালের চামড়ার রেখা; ভাঁজ; কুঞ্চন; বলি। □ (verb transitive) হলরেখা ফেলা; বলি-অঙ্কিত করা: a forehead furrowed by old age.
- English Word furry Bengali definition [ফারি] দ্রষ্টব্য fur.
- English Word further Bengali definition [ফাদা(র্)] (adverb), (adjective) (১) (প্রায়ই farther- এর স্থলে ব্যবহৃত হয়) আরো/অধিকতর দূরে: They did not go further. (২) (এই অর্থে farther- এর স্থলে ব্যবহার করা যায় না) অধিকতর; অতিরিক্ত; আরো; until further order. We received no further advice. (৩) (অপিচ further more, নিচে দ্রষ্টব্য) অধিকন্তু; তাছাড়া; অপিচ: She said it was too late to go for a walk and further, that it was raining. □ (verb transitive) আনুকূল্য করা; প্রবর্ধিত করা; এগিয়ে নেওয়া: further somebody’s interests; further the cause of peace. further education (noun) [uncountable noun] বিদ্যালয় ত্যাগ করার পরে প্রদত্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ব্যতীত অন্যবিধ আনুষ্ঠানিক শিক্ষা; অধিকতর শিক্ষা। furtherance [ফাদারান্স্] (noun) [uncountable noun] অগ্রনয়ন; প্রবর্ধন; উন্নতিবিধান: for the furtherance of public welfare. furthermore [ফদিমো(র)] (adverb) অধিকন্তু; তাছাড়া; এতদ্ব্যতীত। furthermost [ফাদামোউস্ট্] (adjective) দূরতম; সবচেয়ে দূরবর্তী।
- English Word furthest Bengali definition [ফাদিস্ট্] (adjective), (adverb) =farthest.
- English Word furtive Bengali definition [ফটিভ] (adjective) চোরা; অলক্ষিত; গোপন; লুকাছাপা: a furtive glance; furtive behaviour. furtively (adverb) অলক্ষিতে; চুপিসারে; চুরি করে। furtiveness (noun) লুকাছাপা।
- English Word furuncle Bengali definition [ফিউআরাঙক্ল] (noun) ফোড়া; ব্রণ।
- English Word fury Bengali definition [ফিউআরি] (noun) (plural furies) (১) [uncountable noun] প্রচণ্ড উত্তেজনা, বিশেষত ক্রোধ; রোষ: the fury of the elements, প্রচণ্ড ঝড়; ঝঞ্ঝা। (২) [countable noun] অসংযত আবেগের বিস্ফোরণ; ক্ষিপ্ততা; ক্রোধোন্মত্ততা: to fly into a fury, ক্ষিপ্ত হয়ে ওঠা। (৩) [countable noun] অতীব ক্রুদ্ধ বা ভয়ঙ্কর নারী। (৪) the Furies অপরাধের শাস্তিবিধানের জন্য পাতাল থেকে প্রেরিত গ্রিক পুরাণোক্ত সর্পকেশী দেবীত্রয় (আলেক্তো, তিসিফোনি ও মেগাইরা)।
- English Word furze Bengali definition [ফাজ্] (noun) [uncountable noun] = gorse; অনাবাদি জমিতে উদ্গত, হলুদ ফুলবিশিষ্ট কণ্টকিত চিরহরিৎ গুল্মবিশেষ।
- English Word fuscous Bengali definition [ফাস্ক্যাস] (adjective) মলিন; বিষণ্ণ; কৃষ্ণবর্ণ।