F পৃষ্ঠা ১৬
- English Word film 2 Bengali definition [ফিল্ম্] (verb transitive), (verb intransitive) (১) চলচ্চিত্র তৈরি করা: film a play. The TV crews could not film on account of bad weather. (২) film (over) হালকা আবরণী বা ফিল্ম দিয়ে আবৃত করা বা হওয়া: Her eyes filmed over with tears. (৩) চলচ্চিত্রের উপযোগী করা বা চলচ্চিত্রে অভিনীত করানো: She films well. filmable [আব্ল্] (adjective) চলচ্চিত্রায়নের উপযোগী (কোনো উপন্যাস, নাটক ইত্যাদি)।
- English Word filter Bengali definition [ফিলটা(র্)] (noun) (১) জল বা তরল পদার্থ পরিস্রুত করার যন্ত্র; ফিল্টার; (ক্যামেরায় ব্যবহৃত) রঙিন কাচবিশেষ; (রেডিও) অবাঞ্ছিত সংকেত বাতিল করার যন্ত্র। filter tip সিগারেটের গোড়ায় লাগানো বস্তু যা ধূম্র ছাঁকনির কাজ করে। filter tipped (adjective) □ (verb transitive), (verb transitive) ফিল্টার ব্যবহারের মাধ্যমে পরিস্রুত করা; বিশোধন করা; চোয়ানো: filter paper চোষকাগজবিশেষ; ছিদ্রময় একপ্রকার কাগজ যা পরিস্রাবণকার্যে ব্যবহৃত। (২) (আলংকারিক অর্থ খবর, ধারণা, রাস্তায় চলাচল ইত্যাদি অর্থে) পথ করে নেওয়া; প্রবাহিত হওয়া বা করা। (৩) ( গ্রেট ব্রিটেনে ট্রাফিকসম্পর্কিত) লাল ট্রাফিক সিগন্যাল জ্বলে ওঠার কারণে যদি সোজাসুজি বা ডানে যাওয়া না-যায় তবে বামদিকে যাওয়ার অনুমতি প্রদান।
- English Word filth Bengali definition [ফিল্থ্] [noun] [uncountable noun] নোংরা বস্তু; ময়লা; অশ্লীলতা; যা পঙ্কিল করে। filthy (adverb) (filthier, filthiest) বিরক্তিকরভাবে নোংরা; অশ্লীল; (কথ্য) অতি নোংরা। filthy rich (কথ্য) খুব সমৃদ্ধ। filthily (adjective) filthiness (noun)
- English Word filtrate Bengali definition [ফিলট্রেইট্] (verb transitive), (verb intransitive) =filter (noun) (১)) filtration [ফিলট্রেইশন্] [noun] uncountable noun] ফিল্টার করার প্রক্রিয়া; পরিস্রুতকরণ প্রক্রিয়া। □ (noun) [ফিলট্রেইট্] পরিস্রুত তরল পদার্থ।
- English Word fin Bengali definition [ফিন্] (noun) মাছ বা অন্যান্য জলচর প্রাণীর ডানা যা সাঁতারের সময় ব্যবহৃত হয়; অনরূপ বস্তু, যথা: tail fin বিমানের অনুরূপ আকৃতির ডানা।
- English Word final Bengali definition [ফাইন্ল্] (adjective) (১) সর্বশেষ; চরম; পরম: There was a great crowd of people on the final day of the festival. (২) চূড়ান্ত; সব সন্দেহ ও যুক্তিতর্কের শেষে সিদ্ধান্তে উপনীত: After long conversations we come to a final decision. □ (noun) (১) (প্রায়ই plural) কোনো পরীক্ষা বা প্রতিযোগিতার সর্বশেষ পর্যায়: the law final(s); the tennis final(s), প্রতিযোগিতার শেষে; the Cup Final, একটি প্রতিযোগিতার সর্বশেষ ফুটবল ম্যাচ। (২) (কথ্য) একইদিনে প্রকাশিত খবরের কাগজের সর্বশেষ সংস্করণ: Late night final. finalist [ফাইনালিস্ট্] (noun) (১) যে খেলোয়াড় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উন্নীত। (২) যে স্নাতকপর্ব শিক্ষার্থী শেষ বর্ষে পদার্পণ করেছে। finally [ফাইনালি] (adverb) (১) সবশেষে; উপসংহারে। (২) চিরকালের জন্য: Let us settle the matter finally.
- English Word finale Bengali definition [ফিনা:লি America(n) ফিন্যালি] (noun) (সংগীতে) কোনো সংগীত বা সিম্ফনির সর্বশেষ স্পন্দন; কোনো নাটক বা অপেরার শেষ দৃশ্য; পরিসমাপ্তি।
- English Word finality Bengali definition [ফাইন্যালাটি] [noun] [uncountable noun] চূড়ান্ত অবস্থা; যার পর আর কিছু থাকে না: ‘There’s nothing to explain’, she said with (an air of) grim finality.
- English Word finalize, finalise Bengali definition [ফাইনালাইজ] (verb transitive) চূড়ান্ত রূপ দেওয়া।
- English Word finance Bengali definition [ফাইন্যান্স্ America(n) ফিন্যান্স্] (noun) (১) [uncountable noun] টাকা-পয়সা হিসাব ও ব্যবস্থাপনাবিদ্যা: He is an outstanding expert in finance, the Minister of Finance (British/Britain) (the chancellor of the Exchequer). finance house/company যে সংস্থা বা কোম্পানি অর্থ সংস্থান করে। (২) ( plural finances) অর্থ; আর্থিক অবস্থা (কোনো সরকার বা ব্যবসায়ী কোম্পানির) : The finances of the company are not good. □ (verb transitive) অর্থ প্রদান করা (স্কিম ইত্যাদির জন্য)।
- English Word financial Bengali definition [ফাইন্যানশ্ল্ America(n) ফিন্যানশ্ল্] (adjective) অর্থসংক্রান্ত; আর্থিক: Now-a-days I am in financial difficulties. a financial centre, যথা লন্ডন বা নিউইয়র্ক। the financial year অর্থবছর। financially [ফাইন্যানশালি] (adverb)
- English Word financier Bengali definition [ফাইন্যানসিআ(র্) America(n) ফিনানসিয়ার] (noun) অর্থবিশেষজ্ঞ; আর্থিক ব্যাপারে পন্ডিত; ধনিক; পুঁজিপতি।
- English Word finch Bengali definition [ফিন্চ্] (noun) এক রকম ক্ষুদ্র পাখি: chaf finch, green finch, bull finch ইত্যাদি।
- English Word find 1 Bengali definition [ফাইন্ড্] [noun] [countable noun] প্রাপ্তি; প্রাপ্তবস্তু (বিশেষ মূল্যবান) : I made a great find in a secondhand bookshop yesterday, বিরল বা পুরনো মূল্যবান গ্রন্থ পেয়েছি।
- English Word find 2 Bengali definition [ফাইন্ড্] (verb transitive) (past tense, past participle found (ফাউন্ড্) (১) খুঁজে পাওয়া; (হারানো বা বিস্মৃত কাউকে, কোনো কিছুকে); Would you please help me lo find my pen? The missing child has not been found yet. find one’s place (বইপুস্তক ইত্যাদিতে) সেই পৃষ্ঠা খোলা যে পৃষ্ঠা থেকে কেউ শুরু করতে চায়। find one’s voice/tongue কথা বলতে সমর্থ হওয়া (লজ্জা বা সেই রকম কোনো কারণে চুপ থাকার পর)। (২) পাওয়া; আবিষ্কার করা (এমন কিছু যা হারিয়ে যায়নি বা যা বিস্মৃত নয়): At last she found the solution to this sum. Doctors did not find a remedy for cancer till now. Do you find anything new to say on this subject? find favour with somebody, দ্রষ্টব্যfavour 1 (১) find fault (with), দ্রষ্টব্যfault. find one’s feet (ক) দাঁড়াতে ও হাঁটতে সক্ষম হওয়া (যেমন একজন শিশুর বেলায়) : Is the baby old enough to find its feet? How old were you when you began to find your feet? (খ) অন্যদের সাহায্য বা পরামর্শ ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে সমর্থ হওয়া। find oneself নিজেদের পেশা বা বৃত্তি ঠিক করতে পারা; নিজের শক্তি-সামর্থ্য সম্পর্কে সচেতন হওয়া এবং তাকে যথার্থভাবে ব্যবহার করতে শেখা।দ্রষ্টব্য নিচের ৫। find it in one’s heart/oneself to do something (can/could সহযোগে মূলত negative(ly) ও interrogative) নির্দয় বা উদাসীন হওয়া: How can you find it in your heart to drown these little kittens? (৩) স্বাভাবিকভাবে এসে পড়া বা পৌঁছে যাওয়া: Rivers find their way to the sea. Water always finds its own level. (৪) হঠাৎ ধরে ফেলা; আকস্মিকভাবে পাওয়া; Fahim was found injured beside the road. (৫) (অভিজ্ঞতাসূত্রে বা বিচারপূর্বক কারো সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে) সংবাদ তথ্য আহরণ করা বা পাওয়া: He was found guilty. They found him (to be) the right man for the job. I find it difficult to understand him. find oneself + adjective/adverb উপলব্ধি করা; আবিষ্কার করা: When he regained consciousness, he found himself in hospital. He found himself alone with a strange woman. (৬) find (out) অধ্যয়ন করে, হিসাব করে বা তদন্ত করে শেখা বা জানা: What do you find the total? Please find out when the train starts. find somebody out অপকর্মে লিপ্ত থাকাকালে কাউকে ধরে ফেলা: The police succeeded in finding the hijackers out. (৭) (subject যখন one বা you তখন আবিষ্কার বা ‘অনুসন্ধান’ অর্থে ব্যবহৃত হয় না): One doesn’t/you don’t find much vegetation in this area. (৮) সরবরাহ; সংগ্রহ; অর্জন: Our secretary will find the money for this picnic. all found আহার, বাসস্থান ও অন্যান্য সুযোগ ও সুবিধাসহ: Wanted a good cook, Tk 1000.00 a month and all found, অর্থাৎ বেতন বাদে থাকা, খাওয়া সবকিছু ফ্রি। (৯) রায় প্রদান করা (আইন) : The jury found the accused man guilty. find for কারো সপক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা: find for the defendant. finder (noun) ১ প্রাপক; যে খুঁজে পাবে: Lost, a certificate-finder will be rewarded. (২) ক্যামেরার যন্ত্রাংশবিশেষ ( view; finder) বা টেলিস্কোপ যা দিয়ে যে বস্তুর ছবি তোলা হবে সেটিকে দেখা যায়। findings (noun) (সাধারণত plural) (১) তদন্ত বা অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য: the findings of the commission. (২) জুরিগণ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত ইত্যাদি।
- English Word fine 1 Bengali definition [ফাইন্] [noun] [countable noun] আইন বা বিধি ভাঙার কারণে জরিমানা হিসেবে প্রদত্ত টাকা; অর্থদণ্ড। □ (verb transitive) fine (for) অর্থদণ্ড দিয়ে শাস্তি প্রদান: fine somebody for an offence. fineable (অপিচ finable) (adjective) জরিমানার যোগ্য।
- English Word fine 2 Bengali definition [ফাইন্] (noun) (কেবল) in fine (প্রাচীন প্রয়োগ) উপসংহারে; সংক্ষেপে।
- English Word fine 3 Bengali definition [ফাইন্] (adjective) (finer, finest) (১) (আবহাওয়া) উজ্জ্বল; ফর্সা; বৃষ্টি নেই এমন: We are having fine weather now. one fine day (গল্প বলার সময়ে) অতীতে বা ভবিষ্যতে কোনো একদিন। one of these fine days ভবিষ্যতে কোনো এক (অস্পষ্ট) সময়। (২) মনোরম; চমৎকার: Have a fine time. Its a fine view. That’s a fine excuse, (পরিহাসছলে) যে সাফাই তেমন গ্রহণযোগ্য নয়। (৩) সূক্ষ্ম; মিহি: fine workmanship; fine silk. (৪) ক্ষুদ্রকণিকা দিয়ে তৈরি; ক্ষুদ্র কণিকাময়: fine dust. (৫) সরু; পাতলা; তীক্ষ্ণ: This is a pencil with a fine point. not to put too fine a point on it সাদামাটাভাবে বর্ণনা করা। fine-tooth comb, দ্রষ্টব্যtooth (২). (৬) খাঁটি; বিশুদ্ধ (ধাতুসম্পর্কিত):fine gold. (৭) কষ্ট করে দেখতে হয় এমন; সহজে দেখা যায় না এমন: a fine distinction. খুব সূক্ষ্মভাবে অনুভবযোগ্য: a fine sense of hurmour, a fine taste in art. the fine arts; fine art চিত্রাঙ্কন; ভাস্কর্য প্রভৃতি চারুকলা; চারুকলা। (৮) (বক্তৃতা বা রচনা) খুব বেশি অলংকৃত বা সজ্জিত। (৯) সুস্বাস্থ্যসম্পন্ন: I am feeling fine. finely (adverb) (১) চমৎকারভাবে: finely dressed. (২) ছোট ছোট টুকরো করা হয়েছে এমনভাবে: Carrots finely chopped up. fineness (noun)
- English Word fine 4 Bengali definition [ফাইন্] (adverb) (১) (কথ্য) খুব ভালো: That may suit me fine. (২) ( যৌগশব্দে) fine drawn সূক্ষ্ম; fine spoken যে প্রশংসায় আন্তরিকতার ঘাটতি আছে। fine-spun মিহি; সূক্ষ্মভাবে বোনা। (৩) cut it fine দ্রষ্টব্যcut 1( ৭ ).
- English Word finery Bengali definition [ফাইনারি] [noun] [uncountable noun] জাঁকালো পোশাক বা অলংকার ইত্যাদি: young men in their finery (চমৎকার পোশাক); the garden in its summer finery (বাগানের উজ্জ্বল ফুল, সবুজ লন ইত্যাকার শোভা)।