F পৃষ্ঠা ১৪
- English Word fibula Bengali definition [ফিবিউলা] (noun) (anatomy) অনুজঙ্ঘাস্থি; পা ও হাঁটুর মধ্যকার দুটি লম্বা অস্থির মধ্যে যেটি বাইরের দিকে অবস্থিত।
- English Word Fickle Bengali definition [ফিক্ল্] (adjective) (আবহাওয়া, মনোভাব ইত্যাদি) প্রায়ই পরিবর্তনশীল; দৃঢ়ভাবে অনুগত নয় এমন: a Fickle lover; Fickle fortune. Fickleness (noun)
- English Word fiction Bengali definition [ফিক্শ্ন্] (noun) (১) [countable noun] কল্পিত বা বানানো কিছু; (সত্যের সঙ্গে বৈপরীত্যসূচক)। a legal/polite fiction সামাজিক বা আইনানুগ সুবিধার কোনো কিছুকে সত্য বলে ধরে নেওয়া যা প্রকৃত প্রস্তাবে সত্য না-ও হতে পারে। (২) [uncountable noun] গল্প, উপন্যাস, রোমান্স কাহিনি (সাহিত্যের শাখাবিশেষ) : Truth is often stranger than fiction! I prefer reading history to fiction.
- English Word fictitious Bengali definition [ফিক্টিশাস্] (adjective) বাস্তব নয়; কল্পিত বা আবিষ্কৃত: His experience is quite fictitious.
- English Word fiddle Bengali definition [ফিড্ল্] (noun) (১) (কথ্য) বেহালা; বেহালা গোত্রের অন্য যেকোনো বাদ্যযন্ত্র। have a face as long as a fiddle বিষণ্ণ মুখ; বিরস বদন। fit as a fiddle খুব ভালো; সুস্থ ও স্বাস্থ্যবান। play second fiddle (to) অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ। fiddle-stick (noun) বেহালার ছড়। fiddle-sticks (interjection) অর্থহীন; বাজে। (২) বেহালা বাজানোর কাজ। □ (verb transitive) (১) (কথ্য) বেহালা বাজানো; বেহালায় সুর তোলা। (২) fiddle (about) (with) উদ্দেশ্যহীনভাবে নাড়াচাড়া করা; উদ্দেশ্যহীনভাবে বাজানো (আঙুলে কিছু নিয়ে) বা খেলা করা: Stop fiddling! He was fiddling (about) with a place of thing. (৩) (ব্যবসার হিসাব ইত্যাদির ক্ষেত্রে) সততার পরোয়া না-করে ভুল হিসাবপত্র তৈরি রাখা: fiddle an incometex return. সঠিক কর প্রদান এড়িয়ে যাওয়ার জন্য আয়ের মিথ্যা বা ভুল হিসাব দেওয়া। fiddler (noun) (১) বেহালাবাদক। (২) প্রতারক; জোচ্চোর। (৩) কাঁকড়াজাতীয় ক্ষুদ্র প্রাণী। fiddling (adjective) (কথ্য) তুচ্ছ; গৌণ: fiddling little jobs.
- English Word fidelity Bengali definition [ফিডেলাটি] [noun] [uncountable noun] fidelity (to) (১) আনুগত্য; বিশ্বস্ততা: fidelity to one’s principles/religion/leader/husband/wife etc. (২) যথার্থতা; সত্যতা: When you translate something, please do it will the greatest fidelity; high fidelity equipment, উচ্চমানের শব্দ ধারণ; গ্রহণ ও প্রক্ষেপণ যন্ত্রাদি। দ্রষ্টব্যhi.fi.
- English Word fidget Bengali definition [ফিজিট্] (verb transitive), (verb intransitive) fidget (about) (with) শরীর বা শরীরের অংশবিশেষ অস্থিরভাবে নাড়াচড়া করা বা করানো; অধীর বা অস্থিরভাবে চলাফেরা করা; স্নায়বিক অস্থিরতায় ভোগা: The boy was fidgeting (about) with knife and fork. What’s fidgeting you? তোমার স্নায়বিক অস্থিরতার কারণ কী? □ (noun) (১) (সাধারণত the fidgets) অস্থিরতাপূর্ণ চলাফেরা: their children were in the fidgets. (২) যে ব্যক্তি অস্থিরভাবে চলাফেরা করে; যে ব্যক্তি অস্থিরতায় ভোগে: You are indeed, a fidget. fidgety (adjective) অস্থির; বিকারগ্রস্ত: a fidgety child.
- English Word fie Bengali definition [ফাই] (interjection) অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্: fie upon.
- English Word field 1 Bengali definition [ফীল্ড্] (noun) [countable noun] (১) আবাদযোগ্য জমি বা গবাদি পশুর চারণভূমি যার চারপাশে ঝোপঝাড় বা বেড়ার ঘেরাও থাকে: What a fine field of paddy! The farmers are working in the fields. The cows are grazing in the field. (২) মাঠ; ময়দান; উন্মুক্ত প্রাঙ্গণ: an ice field, যেমন উত্তর মেরুর চারপাশে; a flying field, a landing field (উড়োজাহাজের জন্য); a cricket/hockey/football field. field events (noun) (plural) লাফ-ঝাঁপ-দৌড় ইত্যাকার বহিরাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা (কিন্তু ঘোড়দৌড়, ফুটবল, হকি ইত্যাদি নয়)। field glasses (noun) (plural) বহিরাঙ্গনে ব্যবহারের জন্য দূরপাল্লার দুরবিনবিশেষ। field sports (noun) (plural) শিকার; শুটিং ও মৎস্যশিকার। (৩) (সাধারণত যৌগশব্দে) যে জমি বা ভূমিতে খনিজ পদার্থ ইত্যাদি পাওয়া যায়: gold fields, oil field, coal fields. (৪) অধ্যয়ন বা কর্মক্ষেত্র বা এলাকা: the field of politics/arts/science/medicine/ literature that is outside my field, অর্থাৎ আমি যেসব বিষয় অধ্যয়ন করেছি বিষয়টি তার মধ্যে নেই। fieldwork (noun) [uncountable noun] গবেষণাগার বা বিদ্যায়তনের পরিধির বাইরে গিয়ে জরিপকাজ; ভূতত্ত্ববিদ বা সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী সরেজমিনে পরিদর্শন, পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ-আলোচনার আলোকে যেসব বৈজ্ঞানিক, কারিগরি বা সমাজতত্ত্বমূলক অনুসন্ধান পরিচালনা করে। (৫) আওতা; পরিধি (প্রয়োগের, কাজের ব্যবহারের); ক্রিয়াশীলতার এলাকা: a magnetic field, কোনো চুম্বকের চারপাশে যতদূর পর্যন্ত চৌম্বক শক্তি ক্রিয়াশীল থাকে; a wide field of vision; the earth’s gravitational field. (৬) যুদ্ধ সংঘটিত হয়েছে এমন ক্ষেত্রে: the field of battle; take the field যুদ্ধে যাওয়া; field artillery; field gun (noun(s)) যুদ্ধে ব্যবহার্য হালকা ও স্থানান্তরযোগ্য কামানসমূহ; লঘুভার গোলন্দাজবাহিনী। field day (noun) যেদিন সামরিক মহড়া, প্রদর্শনী ইত্যাদি হয়; (লাক্ষণিক) বিশেষ বা বড় উপলক্ষ্য। a field day (লাক্ষণিক) বিজয় দিবস; পরম দিবস। field-hospital (noun) যুদ্ধক্ষেত্রের পাশে অস্থায়ীভাবে স্থাপিত ছোট হাসপাতাল। Field Marshal (noun) সর্বোচ্চ পর্যায়ের সামরিক অফিসার। field-officer (noun) মেজর বা কর্নেল। field work (noun) যুদ্ধক্ষেত্রে সৈনিকরা যে অস্থায়ী দুর্গ তৈরি করে। (৭) (ক্রীড়া ও শরীরচর্চা;) (শৃগাল-শিকার) শিকারে যারা অংশ নেয় তারা সবাই, কোনো প্রতিযোগিতায়, বিশেষত ঘোড়দৌড়ে) সকল প্রতিযোগী; (ক্রিকেটে ও বেসবলে) যে টিম ব্যাট করছে না; যে টিম ফিল্ডিং (ক্রিকেটে) করছে।
- English Word field 2 Bengali definition [ফীল্ড্] (verb transitive), (verb intransitive) (১) (ক্রিকেট ও বেসবলে) বল ধরা বা থামিয়ে দেওয়া: He fielded the ball smartly. (২) (ফুটবল, হকি) মাঠে নামানো: This year a balanced team is being fielded by West Germany for the World Cup. fielder; fieldsman [ফীল্ড্মান] (noun) (fieldsmen), (ক্রিকেটে ইত্যাদিতে) যে ব্যক্তি বল ধরে বা থামায়; যে ফিল্ডিং করে।
- English Word fiend Bengali definition [ফীন্ড্] (noun) শয়তান; অতি দুষ্ট বা নিষ্ঠুর ব্যক্তি; কোনো কিছুতেই আসক্ত ব্যক্তি: a drug fiend; a fresh air fiend. fiendish [ফীন্ড্ইশ্] (adjective) বর্বর ও নিষ্ঠুর। fiendishly (adverb)
- English Word fierce Bengali definition [ফিআস্] (adjective) (fiercer, fiercest) (১) হিংস্র ও রাগী: fierce dogs/wind; have a fierce look on one’s face. (২) (উত্তাপ, ইচ্ছা) তীব্র প্রচণ্ড: fierce hatred. fiercely (adverb) fierceness (noun)
- English Word fiery Bengali definition [ফাইআরি] (adjective) (১) অগ্নিময়; শিখায়িত; অগ্নিগর্ভ; আগুনের মতো গরম: a fiery sky. (২) (ব্যক্তি, ব্যক্তির আচরণ ইত্যাদি) খিটখিটে; একটুতেই উত্তেজিত: a fiery temper. fierily [ফাইআলি] (adverb) fieriness (noun)
- English Word fiesta Bengali definition [ফিএস্টা] (noun) (স্পেনীয়) ধর্মীয় উৎসব; ছুটির দিন, উৎসব; পর্ব।
- English Word fife Bengali definition [ফাইফ্] (noun) ক্ষুদ্র বাঁশিবিশেষ (সামরিক বাদ্যের সঙ্গে ব্যবহৃত): a drum and fife band.
- English Word fifteen Bengali definition [ফিফ্টীন্] (noun), (adjective) পনেরো, দ্রষ্টব্য পরি. (৪); রাগবি খেলোয়াড়দের দল। fifteenth [ফিফটীন্থ] (noun), (adjective) পঞ্চদশ।
- English Word fifth Bengali definition [ফিফ্থ] (noun), (adjective) পঞ্চম; দ্রষ্টব্য পরি. (৪)। fifth column (noun) শত্রুর সঙ্গে গোপনে সহযোগিতাকারী দেশদ্রোহী দল বা বাহিনী। fifthly (adverb) in the fifthly place.
- English Word fifty Bengali definition [ফিফ্টি] (noun) (fifties) (adjective) পঞ্চাশ। দ্রষ্টব্য পরি. (৪) the fifties ৫০- ৫৯। go fifty-fifty (with); be on a fifty basis (with) সমান অংশ পাওয়া। a fifty-fifty chance সমান সম্ভাবনা। fiftieth [ফিফটিআথ্] (noun), (adjective) দ্রষ্টব্য পরি(৪)।
- English Word fig Bengali definition [ফিগ্] (noun) ডুমুর গাছ বা ফল। not care/give a fig (for) মোটেও গ্রাহ্য না-করা; মূল্যহীন ও গুরুত্বহীন বিবেচনা করা। fig-leaf (আদম ও হাওয়ার গল্পে উল্লিখিত) প্রাচীন চিত্র, মূর্তি প্রভৃতিতে যৌনাঙ্গ ঢেকে রাখার সনাতন পন্থা।
- English Word fight 1 Bengali definition [ফাইট্] (noun) (১) [countable noun] যুদ্ধ; লড়াই। put up a good/poor fight সাহস ও সংকল্পের সঙ্গে/সাহসহীন ও সংকল্পহীনভাবে যুদ্ধ করা। a free fight, দ্রষ্টব্যfree 1 (৩). a stand up fight, দ্রষ্টব্যstand 2 (১১). (২) [uncountable noun] যুদ্ধ করার ক্ষমতা, সাহস, ইচ্ছা ইত্যাদি। As soon as the guerilla leader surrender, all the fight seemed to have taken out from his followers. show fight যুদ্ধ করার প্রস্তুতি প্রদর্শন।