F পৃষ্ঠা ১৯
- English Word fives Bengali definition [ফাইভজ] (noun) (British/Britain) বলের খেলাবিশেষ যা দেওয়ালঘেরা কোর্টে হাত বা ব্যাট দিয়ে খেলা হয়।
- English Word fix 1 Bengali definition [ফিক্স্] (verb transitive), (verb intransitive) (১) নিবদ্ধ/নিবিষ্ট করা; পোঁতা; প্রোথিত করা; সংলগ্ন করা; সাঁটা; আঁটা: fix a post in the ground; fix dates/facts etc. in one’s mind. (২) fix on (দৃষ্টি, মনোযোগ ইত্যাদি) নিবন্ধ করা। (৩) (বস্তু সম্বন্ধে) দৃষ্টি বা মনোযোগ আকৃষ্ট বা নিবন্ধ করে রাখা: The uncommon beauty of the girl fixed his attention. (৪) স্থির/নির্ধারণ/ অবধারণ করা; ব্যবসিত করা: fix a date for a meeting; fixed price, fixed odds, দ্রষ্টব্যodds. (৫) (ফিল্ম, রং ইত্যাদি) প্রক্রিয়াজাত করা (যাতে আলোতে তা বিবর্ণ না-হয়) ; পাকা করা। (৬) (কারো প্রতি) বিশেষভাবে দৃষ্টিপাত করা; দৃষ্টিক্ষেপ করা: fix a man with an angry stare. (৭) fix somebody up (with something); fix something up (with somebody) (চাকরি ইত্যাদির) ব্যবস্থা করা; জোগানো; আয়োজন/বন্দোবস্ত করা; গোছানো: fix somebody up with a job; fix up a friend for the night, থাকার ব্যবস্থা করা; fix one’s room/drawers up. (৮) fix on/upon নিতে মনস্থ করা; পছন্দ করা: We’ve fixed upon an independent house. (৯) (ক) ঘুষ, প্রতারণা, অবৈধ প্রভাব ইত্যাদির আশ্রয় নেওয়া; হাত করা: The accused is trying to fix the investigating officer. (খ) (কারো উপর) শোধ তোলা; উচিত শিক্ষা দেওয়া: I’ll fix that fellow. (১০) (কথ্য) গোছানো; পরিপাটি করা; ঠিক করা; তৈরি করা: fix one’s hair; fix a radio; fix a salad. fixed [ফিকস্ট্] (adjective) অটল; স্থির; অনড়; নিশ্চল; অপরিবর্তিত; বাঁধা: fixed costs, উপরি ব্যয় (=overhead expenses); a fixed idea, বদ্ধমূল ভাবনা যা মনকে অতিমাত্রায় জুড়ে থাকে; a fixed star, স্থির নক্ষত্র (আপাতদৃষ্টিতে একই স্থানে অবস্থান করে বলে মনে হয়)। fixedly [ফিক্সিড্লি] (adverb) স্থিরভাবে; একদৃষ্টে: look/gaze fixedly at somebody.
- English Word fix 2 Bengali definition [ফিকস্] (noun) (১) be in/get oneself into a fix উভয় সংকটে/ফাঁপরে/বিব্রতকর অবস্থায় পড়া। (২) গ্রহনক্ষত্রের পর্যবেক্ষণ থেকে অবস্থান নির্ণয় করা; ঐরূপ নির্ণীত অবস্থান। (৩) (অপশব্দ) মাদকদ্রব্যের (যেমন হেরোইন) ইনজেকশন।
- English Word fixate Bengali definition [ফিকসেইট্] (verb transitive) (১) স্থির বা একদৃষ্টিতে তাকানো। (২) (সাধারণত passive) দ্রষ্টব্য fixation( 2). fixated (on) (কথ্য) কোনো কিছুতে একনিবিষ্ট (= obsessed).
- English Word fixation Bengali definition [ফিক্সেইশ্ন্] (noun) (১) সন্নিবেশ; সংস্থাপন; সংযোজন: fixation of a photographic film. (২) [countable noun] fixation (on) (মন.) অপরিণত বয়সে কারো প্রতি অস্বাভাবিক আসক্তি, যা অন্যের সঙ্গে স্বাভাবিক সম্বন্ধ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে; (কথ্য) বদ্ধমূল ভাবনা; বন্ধন; সংসক্তি।
- English Word fixative Bengali definition [ফিক্সাটিভ্] (noun) ফিল্ম, রং ইত্যাদি পাকা করতে ব্যবহৃত দ্রব্য; আণুবীক্ষণিক পরীক্ষায় যথাস্থানে রাখতে ব্যবহৃত দ্রব্য; বন্ধনী; আসঞ্জনদ্রব্য।
- English Word fixture Bengali definition [ফিক্স্চা(র্)] [noun] [countable noun] (১) যথাস্থানে নিবদ্ধ সামগ্রী, বিশেষত (plural) দেওয়ালে সাঁটা তাক, আলমারি, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি, যা বাড়ির স্থায়ী উপকরণ হিসেবে বাড়ির সঙ্গেই কেনা হয়; নিবদ্ধ সামগ্রী; সাটান; স্থাবর দ্রব্যাদি: fixtures and fittings. (২) ক্রীড়ানুষ্ঠান এবং অনুষ্ঠানের নির্দিষ্ট দিন: hockey fixtures. (৩) (কথ্য) এমন বস্তু বা ব্যক্তি যার কোনো নির্দিষ্ট স্থান থেকে সরা বা চলে যাওয়ার সম্ভাবনা নেই; স্থায়ী অঙ্গ: Dr. Fahim seems to be a fixture in the hospital.
- English Word fizz Bengali definition [ফিজ্] (verb intransitive) হিসহিস করা; (যেমন তরল পদার্থ থেকে গ্যাস নির্গমনকালে)। □ (noun) [uncountable noun] হিসহিস; কার্বন ডাই-অক্সাইড-যোজনা: The beer is going to lose its fizz. fizzy (adjective) (fizzier, fizziest) হিসহিসি; গ্যাসযুক্ত।
- English Word fizzle Bengali definition [ফিজ্ল্] (verb intransitive) আস্তে আস্তে হিসহিস করা; ভুড়ভুড়/ভুসভুস করা। fizzle out দুর্বলভাবে শেষ হয়ে যাওয়া; মিইয়ে যাওয়া।
- English Word fjord Bengali definition [ফিওড্] (noun) লম্বা, সরু ও পর্বতঘেরা উপসাগর বা সামুদ্রিক খাঁড়ি; (যেমন নরওয়েতে আছে)।
- English Word flabbergast Bengali definition [ফ্ল্যাবাগা:স্ট্ America(n) ফ্ল্যাবাগ্যাস্ট্] (verb transitive) (কথ্য) বিস্ময়ে অভিভূত করা; হতভম্ব করা।
- English Word flabby Bengali definition [ফ্ল্যাবি] (adjective) (flabbier, flabbiest) (১) (মাংস ও পেশি) কোমল; শিথিল; ঢিলা; থলথলে। (২) (লাক্ষণিক) দুর্বল; নিস্তেজ: a flabby will/character. Flabbily [ফ্ল্যাবিলি] (adverb) শিথিলভাবে; দুর্বলভাবে; শ্লথভাবে। flabbiness (noun) শিথিলতা।
- English Word flaccid Bengali definition [ফ্ল্যাক্সিড্] (adjective) থলথলে; ঢিলমিলে। flaccidity [ফ্ল্যাক্সিডাটি] (noun) থলথলে ভাব; শিথিলতা।
- English Word flag Bengali definition [ফ্ল্যাগ্] (noun) পতাকা; নিশান; ঝাণ্ডা; কেতন। flag of convenience কর ফাঁকি দিতে জাহাজের সত্যিকার মালিকানা গোপন করার উদ্দেশ্যে ব্যবহৃত পানামা, লাইবেরিয়া প্রভৃতি দেশের পতাকা; ভুয়া পতাকা। lower/strike one’s flag (আত্মসমর্পণের সংকেতরূপে) পতাকা নামানো। flag captain (noun) জাহাজের অধ্যক্ষ। flag day (ক) দাতব্য কাজের জন্য প্রকাশ্যে চাঁদা সংগ্রহের দিন (চাঁদাদাতাদের ছোট ছোট পতাকা উপহার দেওয়া হয় বলে)। (খ) (America(n)) পতাকাদিবস (১৪ই জুন; ১৭৭৭ তারিখের এই দিনে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা আনুষ্ঠানিক স্বীকৃতি পায়)। flag officer (noun) অ্যাডমিরাল। flagpole (noun) পতাকার খুঁটি। flagship (noun) পতাকাবাহী জাহাজ (যে জাহাজে একজন অ্যাডমিরাল থাকেন)। flagstaff: flagpole। অপিচ দ্রষ্টব্যblack, দ্রষ্টব্যwhite 2 ও দ্রষ্টব্যyellow. □ (verb transitive) (flagged, flagging, flags) (১) পতাকা টানানো বা উত্তোলন করা; পতাকাশোভিত করা। (২) flag (down) (কারো কাছে) সংকেত দেওয়া; প্রসারিত বাহু উঁচুনিচু করে বা পতাকা দুলিয়ে ট্রেন, গাড়ি ইত্যাদি থামানো। দ্রষ্টব্যsemaphore.
- English Word flag 2 Bengali definition [ফ্ল্যাগ্] (verb intransitive) (flagged, flagging, flags) (উদ্ভিদ ইত্যাদি) মিইয়ে/নেতিয়ে পড়া; ঝুলে পড়া; (লাক্ষণিক) নিস্তেজ অবসন্ন হয়ে পড়া।
- English Word flag 3 Bengali definition [ফ্ল্যাগ্] (noun) (অপিচ flagstone) মেঝে, রাস্তা বা ফুটপাতে বসানোর জন্য চ্যাপটা, বর্গাকার বা আয়তাকার প্রস্তরখণ্ড; প্রস্তরফলক।
- English Word flag 4 Bengali definition [ফ্ল্যাগ্] (noun) বার্চজাতীয় উদ্ভিদ।
- English Word flagelet Bengali definition [ফ্ল্যাজোলেট্] (noun) ফুঁ দিয়ে বাজানোর ক্ষুদ্র বাঁশি।
- English Word flagellant Bengali definition [ফ্ল্যাজালান্ট্] (noun) যে ব্যক্তি ধর্মীয় প্রায়শ্চিত্ত হিসেবে নিজের বা অন্যের শরীরে কশাঘাত করে; আত্মনিগ্রাহক। flagellate [ফ্ল্যাজালেইট্] (verb transitive) চাবুক মারা; কশাঘাত করা। flagellation [ফ্ল্যাজালেইশ্ন্] (noun) কশাঘাত।
- English Word flagitious Bengali definition [ফ্ল্যাজিশাস্] (adjective) অতিদুর্বৃত্ত; অতিপাপিষ্ঠ; নারকীয়; পৈশাচিক। flagitiously (adverb) নারকীয়ভাবে ইত্যাদি। flagitiousness (noun) দুর্বৃত্তপনা; নারকীয়তা; পৈশাচিকতা; পাপিষ্ঠতা।