F পৃষ্ঠা ২০
- English Word flagon Bengali definition [ফ্ল্যাগান্] (noun) (১) সাধারণ বোতলের প্রায় দ্বিগুণ ধারণক্ষমতাসম্পন্ন বৃহৎ গোলাকার বোতল, যাতে মদ, গাঁজানো আপেলের রস ইত্যাদি বেচা হয়; পেট-মোটা বোতল। (২) মদ পরিবেশনের জন্য হাতল, নল ও ঢাকনাযুক্ত পাত্র; সোরাহি।
- English Word flagrant Bengali definition [ফ্লেইগ্রান্ট্] (adjective) (অপরাধ, অপরাধী ইত্যাদি সম্বন্ধে) প্রকাশ্যভাবে এবং স্পষ্টত গর্হিত; ঘোর; বিষম; নিদারুণ; জাজ্বল্যমান; flagrant offences/sinners. flagrantly (adverb) জাজ্বল্যমানভাবে; প্রকাশ্যে ইত্যাদি।
- English Word flail Bengali definition [ফ্লেইল্] (noun) শস্য মাড়াতে সেকেলে যন্ত্রবিশেষ (একটি মজবুত কাঠির সঙ্গে একটি দীর্ঘ হাতল লাগিয়ে এই যন্ত্র তৈরি হতো), কস্তনি। □ (verb transitive) ঐরূপ যন্ত্র দিয়ে পিটানো।
- English Word flair Bengali definition [ফ্লেআ(র্)] [noun] [uncountable noun, countable noun] (কোনো কিছু ভালোভাবে সম্পন্ন করবার, বাছাই করবার, কোনটা সর্বোত্তম, সবচেয়ে কার্যকর ইত্যাদি চট করে বোঝার) স্বাভাবিক বা সহজাত ক্ষমতা; সহজ দক্ষতা/নৈপুণ্য: have a flair for languages.
- English Word flak Bengali definition [ফ্ল্যাক্] [noun] [uncountable noun] বিমানবিধ্বংসী কামান বা কামানের গোলাবর্ষণ; (লাক্ষণিক) সমালোচনা: get/take a lot of flak. flak jacket (noun) ধাতুর প্রলেপযুক্ত ভারী কাপড়ে তৈরি আচ্ছাদন।
- English Word flake Bengali definition [ফ্লেইক] [noun] [countable noun] ছোট ছোট হালকা পাতলা টুকরা; পরত; তবক; শকল: flake snow; soap flakes. □ (verb intransitive) flake off পরতে পরতে/ঝুরঝুর করে খসে পড়া। flaky (adjective) (flakier, flakiest) পরতে পরতে তৈরি। flakiness (noun) পরতের স্বভাব।
- English Word flam 1 Bengali definition [ফ্ল্যাম্] (noun) বানোয়াট গল্প; চালাকি; ধাপ্পা।
- English Word flam 2 Bengali definition [ফ্ল্যাম্] (noun) ঢাকের গায়ে একক বাড়ি।
- English Word flambeau Bengali definition [ফ্ল্যাম্বৌ] (noun) (বিশেষত অনেকগুলি মোমমাখা মোটা পলিতাযুক্ত) মশাল।
- English Word flamboyant Bengali definition [ফ্ল্যামবইআন্ট্] (adjective) (১) উজ্জ্বল বর্ণশোভিত; চিত্রবিচিত্র; জাঁকালো; বর্ণাঢ্য; জাঁকালো। (২) (ব্যক্তিচরিত্র ইত্যাদি) জৌলুসপূর্ণ; বর্ণ্যাঢ্য; জেঁকো। flamboyantly (adverb) বর্ণাঢ্যরূপে ইত্যাদি। flamboyance [ফ্ল্যামবআন্স্] (noun) বর্ণাঢ্যতা।
- English Word flame 1 Bengali definition [ফ্লেইম্] (noun) (১) [countable noun, uncountable noun] শিখা; অগ্নিশিখা; ফুৎশিখা; আগুনের শিষ; বহ্নিশিখা; অর্চি। flame thrower (noun) যুদ্ধাস্ত্রবিশেষ, যা অবিরল ধারায় জ্বলন্ত দাহ্যপদার্থ নিক্ষেপ করে; অগ্নিবর্ষুক। (২) [countable noun] আগুনের ঝলক বা হলকা; অগ্নিপ্রভা; উজ্জ্বল বর্ণ: the flames of sunset. (৩) [countable noun] ক্রোধ, ঘৃণা প্রভৃতি ভাবাবেগ: a flame of anger/ enthusiasm/indignation. (৪) [countable noun] (কথ্য) প্রেমিক বা প্রেমিকা।
- English Word flame 2 Bengali definition [ফ্লেইম্] (verb intransitive) শিখাবিস্তার করে জ্বলা; (দাউ দাউ করে) জ্বলে ওঠা; আরক্ত হওয়া; অগ্নিবর্ণ ধারণ করা; উদ্দীপ্ত হওয়া: make the fire flame up. Her face flamed with indignation.
- English Word flame war Bengali definition [ফ্লেইম্ ওঅ(র্)] (noun) (কথ্য) (plural flames) ইন্টারনেট মেসেজ বোর্ড বা ফোরাম থেকে রূঢ় ও বাজে ভাষা ভাষায় লেখা ই-মেইল বিনিময়ের সময়কাল: When people engage in flame wars, they often do battle from behind the cloak of anonymity.
- English Word flaming Bengali definition (adjective) জ্বলন্ত; অগ্নিবর্ষী: a flaming sun; (কথ্য, অশিষ্ট, গুরুত্বসূচক): bloody(৩): You flaming fool!
- English Word flamingo Bengali definition [ফ্লামিঙগোউ] (noun) (plural flamingos, flamingoes [গোউজ]) গোলাপি পালক, লম্বা লম্বা পা ও দীর্ঘ গলাযুক্ত বৃহৎ জলচর পাখিবিশেষ; কানঠুটি; কলহংস।
- English Word flammable Bengali definition [ফ্ল্যামাব্ল্] (adjective) (= inflammable; যুক্তরাষ্ট্রে ও প্রযুক্তিগত প্রসঙ্গে অধিক প্রচলিত) শিখাবিস্তার করে জ্বলে উঠে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার প্রবণতাবিশিষ্ট; দাহ্য; আশুদাহ্য।
- English Word flan Bengali definition [ফ্ল্যান্] [noun] [countable noun] ফলাদি যোগে তৈরি পেস্ট্রিবিহীন কেকবিশেষ।
- English Word flange Bengali definition [ফ্ল্যান্জ্] (noun) যথাস্থানে নিবন্ধ রাখার জন্য (চাকা প্রভৃতির) প্রলম্বিত কানা; ধার; কিনার; বেড়।
- English Word flank Bengali definition [ফ্ল্যাঙ্ক্] (noun) (১) মানুষ বা জন্তুর শেষ পাঁজর ও নিতম্বের মাংসল অংশ; কক্ষ; কুক্ষি; পার্শ্বাঙ্গ। (২) ভবন বা পর্বতের পার্শ্বদেশ; উৎসঙ্গ; সানুদেশ। (৩) সেনাদলের ডান বা বাম পার্শ্ব। □ (verb transitive) (১) পার্শ্বদেশে অবস্থিত হওয়া। (২) (শত্রুপক্ষের) পার্শ্বদেশ ঘুরে যাওয়া।
- English Word flannel Bengali definition [ফ্ল্যান্ল্] (noun) (১) [uncountable noun] আলগাভাবে বোনা পশমি বস্ত্রবিশেষ; ফ্ল্যানেল। (২) (plural) গ্রীষ্মকালীন খেলাধুলায় ব্যবহারের জন্য ফ্ল্যানেলের প্যান্ট। (৩) [countable noun] ঘষামাজা ইত্যাদির জন্য ফ্ল্যানেলের টুকরা। (৪) [uncountable noun] (অপশব্দ) বাজে কথা; আবোলতাবোল। flannelette [ফ্ল্যানলেট্] (noun) [uncountable noun] ফ্ল্যানেলসদৃশ সুতি বস্ত্রবিশেষ।