A পৃষ্ঠা ৮
- English Word accost Bengali definition [আকস্ট্ America(n) আকোস্ট্] (verb transitive) বিশেষত প্রকাশ্যস্থলে অপরিচিতের সঙ্গে গায়ে পড়ে আলাপ করা; (বারবনিতা সম্বন্ধে) আহ্বান জানানো/গায়ে পড়া; উপযাচিকা হওয়া।
- English Word account 1 Bengali definition [আকাউন্ট্] (noun) (১) [Countable noun] (বাণিজ্য.) (পণ্য, সেবা ইত্যাদি জন্য) প্রাপ্ত/পরিশোধিত (বা প্রাপ্তব্য/পরিশোধ্য) অর্থসংক্রান্ত বিবরণ; হিসাব। open an account; open a bank/post office, etc. account হিসাব খোলা। ask a shop/shopkeeper/store to put something down to one’s account পরে মূল্য শোধ করা হবে বলে ক্রেতার নামে লিখে রাখতে বলা। settle one’s account (with) হিসাব/পাওনা মিটিয়ে দেওয়া; (লাক্ষণিক) আঘাত, অপমান ইত্যাদির প্রতিশোধ নেওয়া। send in/render an account দেনার লিখিত বিবৃতি পাঠানো। account rendered প্রেরিত হিসাব (এখনো অপরিশোধিত)। balance/square accounts (with somebody) দেনা-পাওনার হিসাব মেলানো (দুয়ের মধ্যকার পার্থক্য দূর করে); (লাক্ষণিক) শাস্তি দিয়ে বা মেনে নিয়ে মানুষে মানুষে নৈতিক মনোমালিন্য দূর করা। budget account (দোকানের সঙ্গে) পণ্যক্রয়, বিল পরিশোধ ইত্যাদির জন্য দোকানে নিয়মিত অর্থ জমা করে যে হিসাব খোলা হয়; (ব্যাংকের সঙ্গে) বিল ইত্যাদি পরিশোধের জন্য যে ব্যাংক নিয়মিত অর্থ কর্তন করে সেই ব্যাংকে খোলা বিশেষ হিসাব; বাজেট হিসাব। current account, deposit account; joint account; savings account; দ্রষ্টব্যcurrent 1 (৩), deposit 1 (১), joint 2 এবং save 1 (২)। (২) (পুরাতনী) গণনা; গণন; বিগণন। money of account অর্থের অঙ্ক বোঝাতে ব্যবহৃত: এই পরিমাণ অর্থের কোনো মুদ্রা বা ব্যাংকনোট নেই; হিসাবি অর্থ, যেমন, guinea (দ্রষ্টব্য), ৩ (কেবল singular) সুবিধা; মুনাফা; লাভ। turn/put something to (good) account অর্থ; সামর্থ্য, মেধা ইত্যাদি লাভজনকভাবে ব্যবহার করা। work on one’s own account নিজের উদ্দেশ্য সিদ্ধি ও লাভের জন্য নিজ দায়িত্বে কাজ করা। (৪) [Uncountable noun] call/bring somebody to account কাউকে তার আচরণের যৌক্তিকতা প্রতিপন্ন করতে বলা; কৈফিয়ত দিতে/জবাবদিহিতে/ দায়দায়িত্ব স্বীকারে বাধ্য করা। (৫) [Countable noun] give a good account of oneself ভালো করা; কৃতিত্বের পরিচয় দেওয়া। (৬) [Countable noun] প্রতিবেদন; বর্ণনা; বিবরণ: a graphic account of the events. by one’s own account নিজের বর্ণনা অনুযায়ী। by/from all accounts সর্বজনের বিবরণ অনুযায়ী। (৭) [Uncountable noun] বিবেচনা; বিচার; মূল্যায়ন। be (reckoned) of some/small account কিছুটা মূল্যবান/নগণ্য (বলে বিবেচিত) হওয়া। take something into account; take account of something বিবেচনা করা; মনোযোগ দেওয়া; হিসাবের মধ্যে নেওয়া। leave something out of account; take no account of something বিবেচনা না-করা; বিবেচনার বাইরে রাখা। (৮) [Uncountable noun] যুক্তি; হেতু; কারণ। on account of কারণে। on this/that account এই কারণে, সেই হেতু। on no account; not on any account কোনো অবস্থাতেই/ কোনোক্রমেই নয়।
- English Word account 2 Bengali definition [আকাউন্ট্] (verb transitive, verb intransitive) (১) account for (ক) ব্যাখ্যাস্বরূপ হওয়া; কারণ ব্যাখ্যা করা: That accounts for his conduct. There’s no accounting for tastes রুচির কোনো ব্যাখ্যা নেই। (খ) হিসাব দেওয়া: You are to account for the money you have been entrusted with. (গ) ধ্বংস করা; হত্যা করা; ধরা বা বন্দী করা: They accounted for a pair of pheasants. (২) বিবেচনা করা: The accused should be accounted innocent until he is proved guilty. accountable [আকাউন্টাব্ল্] (adjective) দায়ী; জবাবদিহি। accountable (to somebody) (for something) দায়ী; জবাবদিহি: accountable to the people. accountability (noun) জবাবদিহিতা।
- English Word accountancy Bengali definition [আকাউন্টান্সি] [Uncountable noun] হিসাববিদ্যা; হিসাবরক্ষক বা গাণনিকের পেশা।
- English Word accountant Bengali definition [আকাউন্টান্ট্] [Countable noun] (British/Britain) ব্যবসার হিসাব রাখা ও পরীক্ষা করা যার পেশা; হিসাবরক্ষক; জমানবিশ; গাণনিক। chartered accountant (সংক্ষেপ CA), দ্রষ্টব্যcharter (verb transitive) (১) (America(n) =certified public accountant, সংক্ষেপ CPA).
- English Word accoutrements Bengali definition [আকূটামান্ট্স্] (America(n) = accouterments) [আকূটারমান্ট্স্] (noun) (plural) সাজসরঞ্জাম; বেশভূষা; (সামরিক) (পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র বাদে) সৈনিকের ব্যক্তিগত জিনিসপত্র: They will report on board in working suits, carrying their arms and accouterments. accountre [অ্যাকুন্টা(র্)] (verb) রণসজ্জায় সজ্জিত করা।
- English Word accredit Bengali definition [আক্রেডিট্] (verb transitive) (সাধারণত passive) (১) সরকারি পরিচয়পত্রসহ দূত হিসাবে পাঠানো বা নিয়োগ করা। (২) =credit 2. accredited, (participial adjective) সরকারিভাবে স্বীকৃত (ব্যক্তি); সর্বজনস্বীকৃত (বিশ্বাস, মতামত ইত্যাদি); অনুমোদিত গুণবিশিষ্ট বলে নিশ্চয়কৃত।
- English Word accretion Bengali definition [আক্রীশ্ন্] (noun) (১) [Uncountable noun] জৈবিক সংযোজনের দ্বারা বৃদ্ধি, বিবৃদ্ধি; পৃথক পৃথক বস্তুর এক বস্তুতে পরিণত হওয়া। (২) [Countable noun] সংযোজন; বিবৃদ্ধি; উপলেখ।
- English Word accrue Bengali definition [আক্রূ] (verb intransitive) accrue (to somebody) (from something) স্বাভাবিক বিকাশ বা বৃদ্ধি হিসাবে আসা; উপচিত হওয়া: accrued interest.
- English Word acculturation Bengali definition [আকাল্চারেইশ্ন্] (noun) ভিন্ন সংস্কৃতির উপাদান আত্তীকরণ। acculturate (verb)
- English Word accumulate Bengali definition [আকিঊমিউলেইট্] (verb intransitive, verb transitive) সংখ্যা বা পরিমাণে বৃদ্ধি পাওয়া বা বাড়ানো; পুঞ্জীভূত/ স্তূপীকৃত/ সঞ্চিত হওয়া; জমা বা জমানো: accumulate wealth.
- English Word accumulation Bengali definition [আকিঊমিউলেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] সঞ্চয়ন; পুঞ্জীভবন; উপচয়ন; রাশীকরণ: accumulation of facts/wealth. (২) [Countable noun] পুঞ্জীভূত/উপচিত বস্তু ইত্যাদি; উপচয়। accumulative [আকিঊমিউলাটিভ্ America(n) আকিঊমিউলেইটিভ্] (adjective) পুঞ্জীভূত; উপচিত; স্তূপীকৃত।
- English Word accumulator Bengali definition [আকিঊমিউলেইটা(র্)] [Countable noun] (১) (British/Britain) বিদ্যুৎশক্তি সঞ্চয়কারী ব্যাটারি (যেমন মোটরগাড়ির); সঞ্চয়ী বিদ্যুৎকোষ: charge/discharge an accumulator. (২) (কম্পিউটার) সংখ্যা বা রাশি সঞ্চিত করার এবং উত্তরোত্তর রাশির সঙ্গে রাশি যুক্ত করার কৌশলবিশেষ; সঞ্চায়ক।
- English Word accurate Bengali definition [অ্যাকিউআরাট্] (adjective) (১) যথাযথ; সতর্ক। (২) নির্ভুল। accurately, (adverb) যথাযথভাবে; নির্ভুলভাবে। accuracy [অ্যাকিউআরাসি] [Uncountable noun] যথার্থতা; নির্ভুলতা; শুদ্ধতা।
- English Word accursed Bengali definition [আকাসিড্] accurst [আকাস্ট্] (adjective(s) (কাব্যিক) অভিশপ্ত; জঘন্য; ঘৃণ্য।
- English Word accusation Bengali definition [অ্যাকিঊজেইশ্ন্] [Uncountable noun, Countable noun] অভিযোগ; নালিশ; false accusation, ভিত্তিহীন অভিযোগ; মিথ্যা দোষারোপ।
- English Word accusative Bengali definition [আকিঊজাটিভ্] (adjective), (noun) (ব্যাকরণ) কর্ম; কর্মকারক। the accusative case, দ্রষ্টব্যcase 1 (৩).
- English Word accuse Bengali definition [আকিঊজ্] (verb transitive) accuse (of something) অভিযুক্ত/দোষী করা। the accused (ফৌজদারি মামলায়) অভিযুক্ত ব্যক্তি (বর্গ); আসামি। accuser (noun) অভিযোক্তা; বাদী; ফরিয়াদি। accusingly [আকিঊজিঙ্লি্] (adverb) অভিযোগ আরোপের ভঙ্গিতে।
- English Word accustom Bengali definition [আকাস্টাম্] (verb transitive) accustom (oneself) to অভ্যস্ত করা। become/be accustomed to অভ্যস্ত হওয়া। accustomed (participial adjective) আভ্যাসিক; অভ্যস্ত।
- English Word ace Bengali definition [এইস্] (noun) (১) [Countable noun] তাস, ডোমিনো বা অক্ষের উপর একক চিহ্ন; টেক্কা। an ace in the hole (America(n) অপশব্দ) এমন কোনো সংরক্ষিত বস্তু যা ব্যর্থতাকে সাফল্যে পরিণত করতে পারে; ওস্তাদের মার। (২) (কথ্য) কোনো বিষয়ের শ্রেষ্ঠ বা বিশেষজ্ঞ ব্যক্তি, বিশেষত শ্রেষ্ঠ বৈমানিক বা ধাবনগাড়ির চালক। (৩) within an ace of অল্পের জন্য ব্যর্থ হওয়া বা বেঁচে যাওয়া: within an ace of being run over. (৪) to have an ace up one’s sleeve কিছু জানা বা কিছু করতে সক্ষম হওয়া, যা গোপন রাখা হয়েছে এবং যা জয়ী হতে বা সাফল্য অর্জনে সহায়ক হতে পারে: He thinks he’s won, but I’ve an ace up my sleeve. (৫) to hold all the ace কোনো প্রতিযোগিতায় জয়ী হওয়ার নিমিত্ত সব সুযোগসুবিধা আয়ত্তাধীন থাকা: In the debate on this issue, the opposition and the party in power got to grips in parliament, with the former holding all the aces.