A পৃষ্ঠা ২
- English Word abbess Bengali definition [অ্যাবেস্] (noun) সন্ন্যাসিনীদের আশ্রমের মোহান্ত; মঠাধ্যক্ষা (Mother Superior)।
- English Word abbey Bengali definition [অ্যাবি] (noun) (plural Abbeys) (১) যে ভবনে সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা ঈশ্বরের উপাসনায় নিবেদিত সম্প্রদায় হিসেবে বাস করে; ধর্মাশ্রম। (২) উক্ত আশ্রমে বসবাসরত সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর দল। (৩) যে গির্জা বা ভবন একসময়ে ধর্মাশ্রম বা ধর্মাশ্রমের অংশবিশেষ ছিল। the Abbey প্রায়ই লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবিকে বোঝায়।
- English Word abbot Bengali definition [অ্যাবাট্] (noun) মঠ বা আশ্রমের অধ্যক্ষ (Father Superior); মঠাধ্যক্ষ।
- English Word abbreviate Bengali definition [আব্রীভিএইট্] (verb transitive) (কোনো শব্দ, পদবি ইত্যাদি) সংক্ষিপ্ত করা; abbreviate Saturday to Sat. দ্রষ্টব্যabridge. abbreviation [আব্রীভিএইশ্ন্] (noun) (১) [Uncountable noun] সংক্ষেপকরণ। (২) [Countable noun] (বিশেষ করে কোনো শব্দের) সংক্ষেপ। দ্রষ্টব্য পরি. ২।
- English Word ABC Bengali definition [এই বী সী] (noun) (১) (রোমান) বর্ণমালার A থেকে Z পর্যন্ত বর্ণ। (২) কোনো বিষয়ের প্রথমেই শিক্ষণীয় সরলতম তথ্যসমূহ; অ-আ-ক-খ: ABC of surgery.
- English Word abdicate Bengali definition [অ্যাব্ডিকেইট্] (verb transitive), (verb intransitive) (১) ছেড়ে দেওয়া; দাবি ত্যাগ করা: The government should abdicate some of its responsibilities to the local bodies. (২) (পদে, অধিকার, বিশেষত সিংহাসন ইত্যাদি) ত্যাগ করা; The queen should abdicate in favour of her eldest son. abdication [অ্যাব্ডিকেইশন্] (noun) [Uncountable noun, Countable noun] অধিকার বা সিংহাসন ত্যাগ।
- English Word abdomen Bengali definition [অ্যাব্ডামান্] (noun) (১) (কথ্য = belly) শরীরের যে অংশে পাকস্থলী ও অন্ত্রাদি অবস্থিত; উদর; কুক্ষি। (২) কীটের দেহের তিনটি বিভাগের শেষ ভাগ; উদর। abdominal [অ্যাব্ডমিন্ল্] (adjective) উদরসংক্রান্ত; ঔদরিক: abdominal disorder.
- English Word abduct Bengali definition [অ্যাব্ডাক্ট্] (verb transitive) (প্রধানত শিশু বা স্ত্রীলোককে) অপহরণ করা। abduction [অ্যাব্ডাক্শ্ন্] (noun) অপহরণ।
- English Word abeam Bengali definition [আবীম্] (adverb) (নৌচালনবিদ্যা) জাহাজ বা বিমানের দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে: The warehouse is abeam of the frigate.
- English Word abed Bengali definition [আবেড্] (adverb) বিছানায়; শয্যায়; শয্যাশায়ী অবস্থায়।
- English Word aberration Bengali definition [অ্যাবারেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] (সাধারণত লাক্ষণিক) বিপথগমন; বিপথগামিতা; নীতিভ্রংশ; বিচ্যুতি; অপেরণ। (২) [Countable noun] দোষ; বিচ্যুতি; চ্যুতি। aberrant [অ্যাবারান্ট্] (adjective) বিপথগামী; স্বাভাবিক, যথাযথ বা ঈপ্সিত পথ বা লক্ষ্য থেকে বিচ্যুত; উন্মার্গগামী; অস্বাভাবিক।
- English Word abet Bengali definition [আবেট্] (verb transitive) ( abetted, abetting, abets) (আইন সম্বন্ধীয়) অপরাধ সংঘটনে/দুষ্কর্মে সহায়তা করা বা উৎসাহ দেওয়া। aid and abet somebody (আইন সম্বন্ধীয়) দুষ্কর্মে সহযোগী হওয়া।
- English Word abeyance Bengali definition [আবেইআন্স্] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) স্থগিতাবস্থা; সাময়িক নিষ্ক্রিয়াবস্থা; মুলতবি অবস্থা। fall/go into abeyance (আইন সম্বন্ধীয়) (কোনো আইন, প্রথা, নিয়ম ইত্যাদির ক্ষেত্রে) স্থগিত বা মুলতবি হওয়া; অপ্রচলিত/অচল হয়ে যাওয়া।
- English Word abhor Bengali definition [আব্হো(র্)] (verb transitive) (abhorred, abhorring, abhors) ঘৃণা বা অবজ্ঞা করা; ঘৃণাভরে পরিহার করা। abhorrence [আব্হরান্স্ America(n) আবহোর্ন্স্] [Uncountable noun] ঘৃণা; বিতৃষ্ণা; জুগুপ্সা: regard something with abhorrence; an object of abhorrence. abhorrent [আব্হরান্ট্ America(n) আব্হোর্ন্ট্] (adjective) ঘৃণ্য; জঘন্য; বিতৃষ্ণাজনক।
- English Word abide Bengali definition [আবাইড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle (১, ২, ৪) abided, (৩) abode [আবাউড্]) (১) abide by (আনুষ্ঠানিক) কোনো কিছুর প্রতি বিশ্বস্ত থাকা; মেনে চলা: abide by a decision. (২) (বিশেষত can’t বা couldn’t-সহ) সহ্য/বরদাস্ত করা। Mr. Karim can’t abide your brother. (৩) (প্রাচীন বা সাহিত্যিক) থাকা; (সঙ্গে) থাকা: abide with somebody. (৪) (সাহিত্যিক) প্রতীক্ষা করা: abide somebody’s coming. abiding (adjective) (সাহিত্যিক) স্থায়ী; চিরন্তন।
- English Word ability Bengali definition [আবিলাটি] (noun) (১) [Uncountable noun] সামর্থ্য; সক্ষমতা: to the best of one’s ability. (২) [Uncountable noun] বুদ্ধিমত্তা; ধীশক্তি; নৈপুণ্য; দক্ষতা: a man of great ability. (৩) [Countable noun] (plural abilities) কোনোকিছু উত্তমরূপে করার স্বাভাবিক বিশেষ ক্ষমতা; প্রতিভা; নৈসর্গিক ক্ষমতা: a man of may abilities.
- English Word abject Bengali definition [অ্যাব্জেক্ট্] (adjective) (১) (অবস্থা) অত্যন্ত দুর্দশাগ্রস্ত; শোচনীয়: abject poverty. (২) (ব্যক্তি, তার কাজ বা ব্যবহার) হীন; ঘৃণার্হ; পতিত; কাপুরুষোচিত: abject behaviour. abjectly (adverb) হীনভাবে ইত্যাদি। abjection [অ্যাব্জেক্শ্ন্] (noun) শোচনীয়তা; হীনতা।
- English Word abjure Bengali definition [আব্জুআ(র্)] (verb transitive) (আনুষ্ঠানিক) (বিশ্বাস, অধিকার, পাপাচার ইত্যাদি) পরিহার করার জন্য শপথপূর্বক বা প্রকাশ্যে প্রতিশ্রুতি দেওয়া: abjure idolatry, abjure a harmful policy. abjuration [অ্যাব্জুআরেইশ্ন্] (noun) [Uncountable noun, Countable noun] শপথপূর্বক পরিত্যাগ: an abjuration of faith.
- English Word ablation Bengali definition [অ্যাব্লেইশ্ন্] (noun) অপসারণ।
- English Word ablative Bengali definition [অ্যাব্লাটিভ্] (adjective), (noun) (ব্যাকরণ) হেতু, কারণসূচক লাতিন শব্দরূপ; অপাদান। the ablative case অপাদান কারক।