A পৃষ্ঠা ৬৬
- English Word ave Bengali definition [আ:ভেই,আ:ভি,আ:ভী] (interjection) কল্যাণ হোক; জয়তু। □ (noun) মরিয়মের উদ্দেশ্যে সম্ভাষণ বা প্রার্থনা জয়তু মারিয়া।
- English Word avenge Bengali definition [আভেন্জ্] (verb transitive) প্রতিশোধ/শোধ নেওয়া; প্রতিকার করা; প্রতিহত করা: avenge an insult; oneself/be avenged on an enemy. avenger (noun) প্রতিহিংসক; প্রতিহন্তা।
- English Word avenue Bengali definition [অ্যাভানিঊ America(n) অ্যাভানূ] (noun) (১) দুই পাশে বৃক্ষশোভিত প্রশস্ত পথ, বিশেষত গ্রামস্থ বৃহৎ বাসভবনের সম্মুখে নিজস্ব প্রবেশপথ; তোরণ। (২) এক পাশে বা উভয় পাশে ইমারত শ্রেণীসহ প্রশস্ত রাজপথ; প্রবেশপথ। (৩) avenue (to) (লাক্ষণিক) (কোনো লক্ষ্য বা উদ্দেশ্য-সিদ্ধির) পথ; রাজপথ: avenues to success/promotion.
- English Word aver Bengali definition [আভা(র্)] (verb transitive) (averred, averring, avers) aver (that) (প্রাচীন প্রয়োগ) হলফ করে বলা; দৃঢ়তার সঙ্গে বলা।
- English Word average Bengali definition [আভারিজ্] (noun) (১) [Countable noun] গড়। (২) [Uncountable noun] গড়পড়তা মান; মধ্যমান: His work is above (the) average. on (an/the) average গড়ে; গড়পড়তা: He earns € 500 a month on (an/the) average. (১) গড়: average temperature/height. (২) গড়পড়তা; মাঝারি; মধ্যম: of average ability/intelligence. □ (verb transitive), (verb intransitive) (১) গড় নির্ণয় করা। (২) গড়ে হওয়া, ওঠা ইত্যাদি: The age of the boys averages fifteen.
- English Word averse Bengali definition [আভাস্] (adjective) averse from/to বিমুখ; পরাঙ্মুখ; বিরোধী; অনীহ; অনিচ্ছু: I am not averse to hard work. They are averse from taking tough measures.
- English Word aversion Bengali definition [আভাশ্ন্ America(n) আভাজন্] [Countable noun, Uncountable noun] aversion to বিরূপতা; অনীহা; অপ্রবৃত্তি; পরাঙ্মুখতা; বৈমুখ্য; অরুচি; বিরাগ; বিরক্তি: Fahim has a strong aversion to dogs. I have taken an aversion to that troublesome boy. (২) [Countable noun] অপ্রিয় বস্তু বা ব্যক্তি; বিরক্তি ইত্যাদির পাত্র। pet aversion বিশেষ অপ্রিয় বস্তু।
- English Word avert Bengali definition [আভাট্] (verb transitive) (১) avert (from) (দৃষ্টি, চিন্তা ইত্যাদি) ফিরিয়ে নেওয়া; বিবর্তিত করা: avert one’s thoughts from unpleasant memories. (২) এড়ানো; নিবারিত করা; ব্যাহত করা: avert an accident; avert suspicion.
- English Word aviary Bengali definition [এইভিআরি America(n) এইভিএরি] (noun) (aviaries) পক্ষীশালা; কুলায়িকা।
- English Word aviation Bengali definition [এইভিএইশ্ন্] [Uncountable noun] বিমানচালনা। aviation spirit বিমানের ইনজিনে ব্যবহৃত উচ্চ অকটেনযুক্ত মোটর স্পিরিট। aviator [এইভিএইটা(র্)] (noun) বিমান, নভোযান বা বেলুনের চালক; বৈমানিক।
- English Word avid Bengali definition [অ্যাভিড্] (adjective) avid for উৎসুক; উন্মুখ; গৃধ্নু; লোলুপ: avid for fame/applause. avidly (adverb) লুব্ধভাবে। avidity [আভিডাটি] [Uncountable noun] ঔৎসুক্য; উন্মুখতা; লোলুপতা; লালসা; গৃধ্নুতা; অতিস্পৃহা।
- English Word avocado Bengali definition [অ্যাভাকা:ডো] (noun) (plural avocados) [অ্যাভাকা:ডোজ] (অপিচ alligator pear) নাশপাতির আকারের উষ্ণমণ্ডলীয় অঞ্চলের হালকা সবুজ ফলবিশেষ; আভোকাদো।
- English Word avocation Bengali definition [অ্যাভোকেইশ্ন্] (noun) (১) (যথাযথ অর্থে) নিজের নিয়মিত কর্ম থেকে নিবৃত্তি; বিনোদন; বিকর্ম। (শিথিল অর্থে) বৃত্তি; পেশা। (২) (পুরাতনী) অমনোযোগ; বৈচিত্ত্য। (৩) মামলা উচ্চতর আদালতে প্রেরণ।
- English Word avocet Bengali definition [আভোসিট্] (noun) লম্বা ও সরু ঠোঁটের সাদাকালো রঙের পাখিবিশেষ।
- English Word avoid Bengali definition [আভয়ড্] (verb transitive) এড়ানো; এড়িয়ে যাওয়া/চলা; পরিহার/বর্জন করা: I did everything to avoid an accident. avoidable [আভয়ডআব্ল্] (adjective) পরিহারযোগ্য; পরিহরণীয়। avoidance [আভয়ডআন্স্] [Uncountable noun] পরিহার: the avoidance of early marriage.
- English Word avoirdupois Bengali definition [অ্যাভডাপয়জ্] (noun) মেট্রিক পদ্ধতি প্রচলিত হওয়ার আগে অধিকাংশ ইংরেজিভাষী দেশে ব্যবহৃত ওজনের মাপ (১ পাউন্ড = ১৬ আউন্স)- মূল্যবান ধাতু, রত্ন ও ওষুধ ছাড়া অন্য সকল ক্ষেত্রেই এই প্রণালী ব্যবহৃত হতো; পাউন্ড–আউন্স পদ্ধতি। দ্রষ্টব্য পরি ৫।
- English Word avow Bengali definition [আভাউ] (verb transitive) (আনুষ্ঠানিক) স্বীকার/অঙ্গীকার করা; কবুল করা; প্রকাশ্যে ঘোষণা করা: avow a fault, দোষ স্বীকার করা। avowed myself (to be) a anarchist. avowal [আভাউআল্] [Countable noun, Uncountable noun] অবাধ ও প্রকাশ্য স্বীকারোক্তি; অঙ্গীকরণ; ব্যক্তিকরণ। make an avowal of one’s secret thoughts. avowed (participial adjective) বিঘোষিত; অঙ্গীকৃত। avowedly [আভাউইড্লি] (adverb) অঙ্গীকারত; স্পষ্টত। Harry is avowedly a communist.
- English Word avuncular Bengali definition [আভাঙ্কিউলা(র্)] (adjective) (কৌতুকাত্মক) চাচাসংক্রান্ত বা চাচাসুলভ; পিতৃসুলভ; পৈতৃব্যিক।
- English Word await Bengali definition [আওয়েইট্] (verb transitive) (১) (ব্যক্তি সম্বন্ধে) (জন্য) অপেক্ষা/প্রতীক্ষা করা; প্রতীক্ষায় থাকা: Let us await further information. (২) মজুত থাকা; প্রতীক্ষায়/অপেক্ষায় থাকা: A great treat awaits him at home.
- English Word awake 1 Bengali definition [আওয়েইক্] (verb intransitive) (past tense awoke [আওয়োক্] past participle (বিরল) 'awoken' বা 'awaked') (১) =wake (লাক্ষণিক অর্থে 'intrans awake' এবং 'trans awaken' অধিক প্রচলিত) জাগা বা জাগানো; জাগ্রত করা বা হওয়া; প্রবুদ্ধ/উদ্বুদ্ধ করা বা হওয়া; উদ্দীপ্ত/সজাগ/সচেতন করা বা হওয়া। (২) awake to সজাগ/সচেতন হওয়া; উপলব্ধি করা: One must awake to the fact that like causes produce like results. He awoke to the precariousness of his existence.