A পৃষ্ঠা ৩
- English Word ablaut Bengali definition [অ্যাব্লাউট্] (noun) (ভাষাবিজ্ঞান) ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহে ক্রিয়ারূপের স্বরধ্বনির নিয়মানুগ পরিবর্তন (যেমন take, took, taken); অবশ্রুতি।
- English Word ablaze Bengali definition [আব্লেইজ্] (predicatively adjective), (adverb) (১) জ্বলন্ত; বহ্নিমান: set something ablaze. (২) (লাক্ষণিক) উজ্জ্বল; জ্বলজ্বলে; চকমকে; উত্তেজিত।
- English Word able Bengali definition [এইব্ল্] (adjective) (১) be able to do something কোনো কিছু করতে সমর্থ/সক্ষম। দ্রষ্টব্যcan , দ্রষ্টব্যcould. (২) (abler, ablest) বিচক্ষণ; যোগ্য; দক্ষ; সমর্থ। able bodied [এইব্ল্ বডিড্] (adjective) শারীরিকভাবে সক্ষম। able seaman, able bodied seaman, (noun) (British/Britain) সংক্ষেপ= AB) জাহাজের সকল দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ বা সনদপ্রাপ্ত নাবিক। ably [এইব্লি] (adverb) সক্ষমতার সঙ্গে।
- English Word abloom Bengali definition [অ্যাব্লূম্] (adjective), (adverb) প্রস্ফুটিত; প্রস্ফুটিত অবস্থায়।
- English Word ablush Bengali definition [অ্যাব্লাশ্] (adverb) লজ্জিতভাবে, লজ্জাসহ: All ablush with joyous excitement she begged for a re-reading of the letter. ablushing (adjective) সলজ্জ।
- English Word ablution Bengali definition [আব্লূশ্ন্] (noun) (সাধারণত Plural) (আনুষ্ঠানিক) প্রক্ষালন; অভিসিঞ্চন; অজু: ablution before prayer is obligatory.
- English Word abnegation Bengali definition [অ্যাব্নিগেইশ্ন্] [Uncountable noun] (আনুষ্ঠানিক) আত্মবিলোপ; আত্মদান; আত্মোৎসর্গ; পরিত্যাগ। abnegate [অ্যাব্নিগেইট্] (verb) পরিত্যাগ করা, বঞ্চিত করা: It’s hard to abnegation bad habits. abnegated (past tense, past participle)
- English Word abnormal Bengali definition [অ্যাব্নোম্ল্] (adjective) অস্বাভাবিক; অস্বভাবী। abnormally (adverb) অস্বাভাবিকভাবে। abnormality [অ্যাব্নোম্যালিটি] [Uncountable noun, Countable noun] অস্বাভাবিকতা; অস্বভাবিতা।
- English Word aboard Bengali definition [আবোড্] (adverb), (preposition(al)) জাহাজ, বিমান বা রেলগাড়িতে চড়ে বসা; The ship sank with two hundred persons aboard.
- English Word abode 1 Bengali definition [আবাউড্] (noun) (১) (প্রাচীন বা সাহিত্যিক) বাসস্থান; বাড়ি; আবাস। (২) (আইন সম্বন্ধীয়) আবাসস্থল: of/with no fixed abode, স্থায়ী ঠিকানাবিহীন।
- English Word abode 2 Bengali definition abide-এর past tense, past participle
- English Word abolish Bengali definition [আবলিশ্] (verb transitive) (যুদ্ধ, দাসপ্রথা, প্রাচীনপ্রথা) লোপ করা; উচ্ছেদ করা। abolition [অ্যাবালিশ্ন্] (noun) [Uncountable noun] বিলোপসাধন; বিশেষত ১৮ ও ১৯ শতকে যুক্তরাষ্ট্রে দাসপ্রথার উচ্ছেদ। abolitionist [অ্যাবালিশানিস্ট্] noun (বিশেষত) নিগ্রো দাসপ্রথা বিলোপের পক্ষপাতী।
- English Word abominable Bengali definition [আবমিনাব্ল্] (adjevtive) (১) জঘন্য; ঘৃণ্য; ন্যক্কারজনক। (২) (কথ্য) অপ্রীতিকর; খারাপ; বিশ্রী: in abominable conditions; For God’s sake, stop these abominable things. abominable snowman ইয়েতি বা হিমালয়ের তুষারমানব। abominably [আবমিনাব্লি] (adverb) জঘন্যভাবে।
- English Word abominate Bengali definition [আবমিনেইট্] (verb transitive) প্রচণ্ড ঘৃণা করা বা বিরক্তিবোধ করা; (কথ্য) অপছন্দ করা। abomination [আবমিনেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] নিদারুণ ঘৃণা ও বিভীষিকা। (২) [Countable noun] ভীষণ ঘৃণ্য ও বিভীষিকাজনক ব্যক্তি বা বস্তু।
- English Word aboriginal Bengali definition [অ্যাবারিজান্ল্] (adjective) (জাতি, গোষ্ঠী বা জীবিত প্রাণী সম্বন্ধে) আদিম; কোনো এলাকার প্রাচীনতম কাল থেকে কিংবা ঐ এলাকা পরিচিতি-লাভের সময় থেকে বর্তমান। □ (noun) আদিবাসী; আদিম জন্তু, উদ্ভিদ ইত্যাদি। aborigines [অ্যাবারিজানীজ্] (noun), (plural) the aborigines আদিবাসী। aborigine [অ্যাবারিজানি] (noun) অস্ট্রেলীয় আদিবাসী।
- English Word abort Bengali definition [আবোট্] (verb transitive), (verb intransitive) (১) গর্ভপাত করা বা করানো: Many women abort now a days. The doctor refuses to abort her. (২) ব্যর্থ হওয়া: His attempts to defend him surely abort.
- English Word abortion Bengali definition [আবোশ্ন্] (noun) (১) [Uncountable noun] (আইন সম্বন্ধীয়) গর্ভপাতন; গর্ভনাশ। (২) [Countable noun] গর্ভপাত; গর্ভস্রাব। (৩) [Countable noun] গর্ভপাতজনিত জীব; গর্ভস্রাব; কদাকার বা বামনাকৃতি ব্যক্তি; (লাক্ষণিক) ভণ্ডুল পরিকল্পনা, প্রয়াস ইত্যাদি। abortionist [আবোশ্নিস্ট্] (noun) গর্ভপাতক; আইনসম্মত গর্ভপাতের সমর্থক।
- English Word abortive Bengali definition [আবোটিভ্] (adjective) ব্যর্থ; ভণ্ডুল; অসফল: an abortive coup, ব্যর্থ অভ্যুত্থান। abortively (adverb) ব্যর্থভাবে ইত্যাদি।
- English Word abound Bengali definition [আবাউন্ড্] (verb intransitive) abound in/with প্রাচুর্যপূর্ণ হওয়া; উপচেপড়া; প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা: The forest abounds in wild animals. Wild animals abound in the forest. abounding প্রাচুর্যপূর্ণ; সমৃদ্ধ; উচ্ছলিত।
- English Word about 1 Bengali definition [আবাউট্] (adverb) (of degree) সামান্য উনিশ-বিশ; সামান্য আগে-পরে; প্রায় কাছাকাছি: about as tall as the post; for about three days. It’s about time something is done, কিছু করার সময় সমাগত। That’s about (the size of) it (কথ্য) মোটের উপর এই রকম; আমার বিবেচনায় এই রকম।