A পৃষ্ঠা ৬৭
- English Word awake 2 Bengali definition [আওয়েইক্] (predicatively adjective) জাগ্রত; জাগরিত: You may see him, he is awake. awake to (সম্বন্ধে) সচেতন; সজাগ; অবহিত: be awake to a danger/to one’s surroundings.
- English Word awaken Bengali definition [আওয়েইকান্] (verb transitive) (১) =awake (লাক্ষণিক অর্থে "awaken trans" অধিক প্রচলিত)। (২) awaken somebody to something (কোনো কিছু সম্বন্ধে) সচেতন করা: I do not know how to awaken him to a sense of his responsibility. awakening [আওয়েইক্নিঙ্] (noun) (বিশেষত অপ্রীতিকর কিছু) উপলব্ধি; জাগরণ: The treachery of my most intimate friend came to me as a rude awakening.
- English Word award Bengali definition [আওয়োড্] (verb transitive) (সরকারি সিদ্ধান্ত অনুযায়ী) প্রদান করা; (পুরস্কার ইত্যাদিতে) ভূষিত করা; রায় দেওয়া; নিষ্পত্তি করা: The young artist was awarded the President’s gold medal. He was awarded € 3000 damages for loss of his eyesight. □ (noun) (১) বিচারক বা সালিসের সিদ্ধান্ত; রায়; নিষ্পত্তি; রোয়েদাদ। (২) ঐরূপ সিদ্ধান্ত অনুযায়ী প্রদত্ত পুরস্কার ইত্যাদি: This canvas was given the highest award at the exhibition. (৩) (ছাত্রদের জন্য) বৃত্তি; অনুদান।
- English Word aware Bengali definition [আওয়্যা(র্)] (predicatively adjective) aware of/that সচেতন; অবহিত; সাবধান; সতর্ক: He was not aware of his son’s involvement in the affair. awareness [Uncountable noun] সচেতনতা; সাবধানতা; সতর্কতা।
- English Word awash Bengali definition [আওয়শ্] (predicatively adjective) তরঙ্গের দ্বারা বিধৌত বা তরঙ্গের সমান উচ্চ; তরঙ্গবিধৌত: The low-lands of the coastal area were awash at high tide.
- English Word away Bengali definition [আওয়েই] (adverb particle) (১) (সংশ্লিষ্ট ব্যক্তি, স্থান, ইত্যাদি থেকে) দূরবর্তী; দূরে; অন্যত্র; The office is only a few metres away. It is an away match, নিজস্ব মাঠে নয়; অন্যত্র। (২) away with…..(ক্রিয়াপদহীন উচ্চভাষণে ব্যবহৃত): Away with them! সরিয়ে ফেলো! (৩) অবিরাম; অনবরত; অবিশ্রান্তভাবে: He was laughing/muttering/grumbling away, হেসেই যাচ্ছিল ইত্যাদি। দ্রষ্টব্যgrumble (১), দ্রষ্টব্যlaugh 2 (২), দ্রষ্টব্যmutter. (৪) (ক্ষয় পাওয়া, কমা; দুর্বল/পরিশ্রান্ত হওয়া বোঝানোর জন্য ক্রিয়াপদের সঙ্গে ব্যবহৃত)। দ্রষ্টব্যblaze 2 (৪), দ্রষ্টব্যboil 2 (৪), দ্রষ্টব্যdie 2(৩), দ্রষ্টব্যexplain (২), দ্রষ্টব্যmelt (১)। (৫) (বিশিষ্টার্থক বাক্যাংশে): far and away অত্যন্ত; বহুগুণে: This is far and away heavier. out and away তুলনাহীনভাবে: He is out and away the best candidate. right/straight away এখনি; এই মুহূর্তে; তখনি; তৎক্ষণাৎ; অবিলম্বে।
- English Word awe 1 Bengali definition [ও] [Uncountable noun] ভয় ও শ্রদ্ধামিশ্রিত সম্মানবোধ; সম্ভ্রম; আতঙ্ক; ত্রাস: His appearence inspired awe. awe inspiring (adjective) সম্ভ্রমোদ্দীপক; ত্রাসোদ্দীপক; আতঙ্কোদ্দীপক: an awe inspiring spectacle. awe stricken, awe–struck (adjective(s)) সম্ভ্রমোপহত; ভয়াপ্লুত। awesome [ওসাম্] (adjective) ভীষণ; দারুণ; ভয়ঙ্কর; ত্রাসোদ্দীপক।
- English Word awe 2 Bengali definition [ও] (verb transitive) awe (into) ভীত/আতঙ্কিত করা; সম্ভ্রম জাগানো; সম্ভ্রম জাগিয়ে কিছু করানো: She was awed by his stern look. The boys were awed into obedience.
- English Word aweary Bengali definition [আওয়্যারি] (adjective) পরিশ্রান্ত; ক্লান্ত।
- English Word aweigh Bengali definition [আওয়েই] (adverb) (নৌচালনবিদ্যা, নোঙর) সমুদ্রতল থেকে মাত্র বিযুক্ত করা হয়েছে এমন অবস্থায় ঝুলন্ত; সমুদ্রতল ছুঁই ছুঁই।
- English Word awful Bengali definition [ওফল্] (adjective) (১) ভয়ানক; ভীষণ; ভয়াবহ; ভয়ঙ্কর: The accident produced an awful sight. (২) (কথ্য তীব্রতাসূচক) অত্যন্ত খারাপ; অতি বিরাট; চরম; ভীষণ; ভয়ানক; সাংঘাতিক; জঘন্য: What awful manners! awfully [ওফলি] (adverb) (প্রধানত কথ্য) অত্যন্ত; অত্যধিক; সাংঘাতিক; ভীষণ; অসম্ভব: He is awfully clever.
- English Word awhile Bengali definition [আওয়াইল্ America(n) আহোয়াইল্] (adverb) ক্ষণিক; খানিক; কিছুক্ষণ; একটুখানিক: Stay awhile.
- English Word awkward Bengali definition [ওক্য়াড্] (adjective) (১) (স্থান ও বস্তু) ব্যবহারোপযোগী করে নির্মিত নয় এমন; বেঢপ; বেমানান; বিরূপ; অদক্ষ; আনাড়ি; (পরিস্থিতি ইত্যাদি) বিঘ্ন বা ক্লেশের কারণস্বরূপ; অনুপযোগী; বিব্রতকর; নাজুক; বিশ্রী; বিসদৃশ: This is an awkward bridge. He left me in an awkward situation. an awkward customer. (কথ্য) বাগ মানানো কঠিন এমন ব্যক্তি বা জানোয়ার; বিপজ্জনক মক্কেল; কঠিন মক্কেল/ঠাঁই। (২) (মানুষ বা প্রাণী সম্বন্ধে) অপটু; আনাড়ি; অদক্ষ; বেঢপ: He excels in drawing, but is awkward with a brush. The awkward age যে বয়সে কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাসের অভাব থাকে; কাঁচা/অপরিণত বয়স। (৩) বিব্রত; বিব্রতকর; বিপন্ন; অপ্রতিভ: an awkward silence/pause.
- English Word awl Bengali definition [ওল্] (noun) বিশেষত চামড়া বা কাঠে ফুটো করার জন্য ছোটো সুচালো হাতিয়ারবিশেষ; বেধনিকা।
- English Word awning Bengali definition [ওনিঙ্] (noun) (রোদ বা বৃষ্টি ঠেকাতে) ক্যানভাসের আচ্ছাদন (জাহাজের ডেকের উপর কিংবা দরজা–জানালার উপরে বা সামনে); বিতান; কানাত; পাইল; চাঁদোয়া।
- English Word awoke, Bengali definition দ্রষ্টব্যawake.
- English Word awry Bengali definition [আরাই] (adverb), (predicatively adjective) কুটিল (ভাবে); তির্যক বা তির্যকভাবে; ভুল: All our projects went awry, ব্যর্থ হলো; ভেস্তে গেল।
- English Word ax, axe Bengali definition [অ্যাক্স্] (noun) (plural axes [অ্যাকসিজ্]) কুঠার; কুড়াল; পরশু। have an axe to grind (লাক্ষণিক) ব্যক্তিস্বার্থ থাকা। get the axe (কথ্য) চাকরি থেকে বরখাস্ত হওয়া। □ (verb transitive) (কথ্য) (ব্যয়, জনসাধারণের সেবামূলক কর্মকাণ্ড ইত্যাদি) হ্রাস করা; ছাঁটা; ছেঁটে ফেলা; বরখাস্ত করা: The servant had been axed to reduce household expenditure.
- English Word axiom Bengali definition [অ্যাক্সিআম্] (noun) প্রমাণ বা যুক্তি ব্যতিরেকে সত্য বলে গৃহীত উক্তি; স্বতঃসিদ্ধ। axiomatic [অ্যাক্সিআম্যাটিক্] (adjective) স্বতঃসিদ্ধ; স্বয়ংপ্রমাণ।
- English Word axis Bengali definition [অ্যাক্সিস্] (noun) (plural axes [অ্যাক্সীজ্]) (১) যে রেখাকে কেন্দ্র করে কিছু আবর্তিত হয়; অক্ষ; অক্ষরেখা। the earth’s axis মেরুরেখা। (২) যে রেখা কোনো সুষম মূর্তিকে দুটি প্রতিসম অংশে বিভক্ত করে; অক্ষ। (৩) দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক সম্বন্ধ (যা জোটবদ্ধতা না-ও হতে পারে); অক্ষ; মেরু: The Berlin-Rome-Tokyo Axis (১৯৩৯ সালের আগে); Axis powers, অক্ষশক্তি।