A পৃষ্ঠা ১১
- English Word actinium Bengali definition [অ্যাক্টিনিআম্] [Uncountable noun] (রসায়ন) ইউরেনিয়মের স্বাভাবিক ক্ষয়জনিত তেজস্ক্রিয় মৌলবিশেষ (প্রতীক Ac); অ্যাকটিনিয়াম।
- English Word activate Bengali definition [অ্যাক্টিভেইট্] (verb transitive) সক্রিয়/সচল করা; (রসায়ন) (তাপে) বিক্রিয়া ত্বরান্বিত করা; (পদার্থবিদ্যা) রশ্মি বিকীর্ণ করানো। activation [অ্যাক্টিভেইশ্ন্] (noun) সক্রিয়করণ।
- English Word active Bengali definition [অ্যাক্টিভ্] (adjective) (১) সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ: an active brain; an active volcano; an active imagination. on active service (নৌ-বাহিনী, সেনা-বাহিনী, বিমান-বাহিনী) (British/Britain) সক্রিয় সামরিক দায়িত্বে নিয়োজিত বিশেষত যুদ্ধকালে; (America(n) পূর্ণ কর্তব্যপালনে নিয়োজিত (মজুদ বাহিনীর অন্তর্ভুক্ত নয়)। under active consideration সক্রিয় বিবেচনাধীন। (২) (ব্যাকরণ) the active (voice) কর্তৃবাচ্য। দ্রষ্টব্যpassive. actively (adverb) সক্রিয়ভাবে।
- English Word activist Bengali definition [অ্যাক্টিভিস্ট্] [Countable noun] (রাজনৈতিক আন্দোলন ইত্যাদিতে) সক্রিয় অংশগ্রহণকারী ব্যক্তি। activism [অ্যাক্টিভিজম্] (noun) (সাধারণত) কোনো বিতর্কিত রাজনৈতিক ইস্যুতে নানা পন্থায় প্রকাশ্য অথবা গোপনে আন্দোলন: They split bitterly on the role of women’s activist.
- English Word activity Bengali definition [অ্যাক্টিভাটি] (noun) (plural activities) (১) [Uncountable noun] সক্রিয়তা; কর্মপরায়ণতা; কর্মিষ্ঠতা। (২) [Countable noun] কার্যকলাপ; কাজকর্ম।
- English Word actor Bengali definition [অ্যাক্টা(র্)] (noun) (১) অভিনেতা; নট। (২) উল্লেখযোগ্য ঘটনা প্রভৃতিতে অংশগ্রহণকারী ব্যক্তি; নট; পাত্র।
- English Word actress Bengali definition [অ্যাক্ট্রাস্] (noun) অভিনেত্রী।
- English Word actual Bengali definition [অ্যাক্চুআল্] (adjective) প্রকৃত; সত্যিকার; বাস্তব। actually [অ্যাক্চুআলি] (adverb) (১) প্রকৃতপক্ষে; বস্তুত; সত্যিকারভাবে। (২) আশ্চর্য মনে হলেও বা অবিশ্বাস্য হলেও; সত্যি সত্যি: The prices of consumer goods have actually been falling in recent times. actuality [অ্যাক্চুঅ্যালাটি] (noun) (plural actualities) (১) [Uncountable noun] প্রকৃত অস্তিত্ব; বাস্তবতা; সত্যতা; প্রকৃতত্ব। (২) [Countable noun সাধারণত plural] প্রকৃত অবস্থা বা তথ্য; বাস্তবতা; বাস্তব অবস্থা।
- English Word actuary Bengali definition [অ্যাক্চুআরি America(n) অ্যাক্চুএরি] (noun) (plural actuaries) (মৃত্যুর হার, অগ্নিকাণ্ডের পৌনঃপুন, চুরি, দুর্ঘটনা ইত্যাদি পর্যেষণা করে) বিমার কিস্তির পরিমাণ গণনায় বিশেষজ্ঞ ব্যক্তি; আহিলকার। actuarial [অ্যাক্চুএআরিআল্] (adjective) আহিলকারবিষয়ক; আহিলকারী।
- English Word actuate Bengali definition [অ্যাক্চুএইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (কর্মে) প্রবর্তিত/ প্রণোদিত/প্রবৃত্ত করা: Actuated by love of humanity, he dedicated himself to the service of his fellow human beings.
- English Word acuity Bengali definition [আকিঊআটি] [Uncountable noun] (আনুষ্ঠানিক) তীক্ষ্ণতা; সৌক্ষ্ম্য; বিচক্ষণতা; তৈক্ষ্ণ্য।
- English Word acumen Bengali definition [আকিঊমেন্, অ্যাকিঊমেন্] [Uncountable noun] তীক্ষ্ণ বিচারবুদ্ধি/ধীশক্তি; বুদ্ধিপ্রকর্ষ।
- English Word acupuncture Bengali definition [অ্যাকিউপাঙ্কচা(র্)] [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) মানবদেহের জীবন্ত কোষসমূহে সুচ ফুটিয়ে বা খুঁচিয়ে রোগ নিরাময়, বেদনার উপশম কিংবা স্থানিক অসাড়তা সৃষ্টির পদ্ধতিবিশেষ; আকুপাংচার।
- English Word acute Bengali definition [আকিঊট্] (adjective) (১) (ইন্দ্রিয়বোধ, সংবেদন, ধীশক্তি) তীক্ষ্ণ; ক্ষিপ্র; সূক্ষ্ম; সূচ্যগ্র, তীব্র; বেধক। (২) (রোগ) হঠাৎ সংকটজনক হয়ে ওঠে এমন; বিষম। (৩) (ধ্বনি) উচ্চ; সুতীক্ষ্ণ। (৪) acute angle ৯০ ডিগ্রির চেয়ে ক্ষুদ্র কোণ; সূক্ষ্মকোণ। (৫) acute accent স্বরবর্ণের উপর লিখিত বা মুদ্রিত চিহ্নবিশেষ ( © ), যেমন née-এর e স্বরধ্বনির উপর; তীক্ষ্ণ প্রস্বনচিহ্ন। acutely (adverb) তীক্ষ্ণভাবে; সূক্ষ্মভাবে ইত্যাদি। acuteness, (noun) তীক্ষ্ণতা; সূক্ষ্মতা; তীব্রতা; বেধকতা।
- English Word ad Bengali definition [অ্যাড্] [Countable noun] (কথ্যসংক্ষেপ) =advertisement বিজ্ঞাপন।
- English Word ad hoc Bengali definition [অ্যাড্হক্] (adjective), (adverb) (লাতিন) বিশেষ উদ্দেশ্যে গঠিত; অপূর্বনির্ধারিত; অনানুষ্ঠানিক: an ad hoc committee.
- English Word ad infinitum Bengali definition [অ্যাড্ ইন্ফিনাইটাম্] (adverb) (লাতিন) সীমাহীনভাবে; চিরদিন; অনন্তকাল; অনাদি পরম্পরায়।
- English Word ad interim Bengali definition [অ্যাড্ইনটেরিম্] (adjective) (লাতিন) অন্তর্বর্তীকালীন; মধ্যকালীন।
- English Word ad lib Bengali definition [অ্যাড্ লিব্] (adverb) (ad libitum-এর সংক্ষেপ) (কথ্য) যথেচ্ছভাবে; নিয়ন্ত্রণবিহীনভাবে। ad-lib (verb intransitive) (adlibbed, adlibbing, adlibs) (কথ্য) (অভিনয়, আবৃত্তি ইত্যাদিতে) উপস্থিতমতো যোগ করা। (attributive(ly)) (adjective) উপস্থিতমতো উদ্ভাবিত: ad lib comments.
- English Word ad libitum Bengali definition [অ্যাড্লিবিটাম্] (adverb) (লাক্ষণিক, সংক্ষেপ 'ad lib') (সংগীত) যথেচ্ছ বাদ দিয়ে পরিবেশনীয়। দ্রষ্টব্যobbligato (২).