A পৃষ্ঠা ৯
- English Word acerbity Bengali definition [আসাবাটি] (noun) (১) [Uncountable noun] (কথায়, আচরণে, মেজাজে) তিক্ততা; রুক্ষতা। (২) [Countable noun] (plural acerbities) তিক্ত মন্তব্য ইত্যাদি।
- English Word acetic Bengali definition [আসীটিক্] (adjective) সির্কা বা সির্কাম্ল সম্বন্ধীয়। acetic acid যে অম্ল সির্কায় বিদ্যমান থাকে; সির্কাম্ল; অ্যাসিটিক এসিড। acetate [অ্যাসিটেইট্] (noun) সির্কাম্লঘটিত লবণ; অ্যাসিটেইট: acetate silk, অ্যাসিটেইট তন্তু দিয়ে তৈরি কৃত্রিম রেশম।
- English Word acetone Bengali definition [অ্যাসিটাউন্] [Uncountable noun] (রসায়ন) তীব্র গন্ধযুক্ত স্বচ্ছ তরলপদার্থবিশেষ, যা রঞ্জকদ্রব্য ও বার্নিশ পাতলা করতে এবং কিছু কিছু রাসায়নিক পদার্থ তৈরিতে লাগে; অ্যাসিটোন।
- English Word acetylene Bengali definition [আসেটালীন্] [Uncountable noun] (রসায়ন) বর্ণহীন গ্যাসবিশেষ (C2H2), যা জ্বললে উজ্জ্বল আলোক বিকিরণ করে, অঙ্গারক (carbide) বাতিতে এবং ধাতু ঝালাই ও কাটার কাজে এই গ্যাস ব্যবহৃত হয়। দ্রষ্টব্যoxyacetylene.
- English Word achar Bengali definition (অপিচ achaar) [আচার]) [Uncountable noun] তেল ও মসলার রুচিবর্ধক খাবার; আচার: mango achar, আমের আচার।
- English Word ache Bengali definition [এইক্] [Uncountable noun] (singular, indefinite article- সহ বা ব্যতীত) অবিরাম অস্বস্তিকর বেদনা; ব্যথা; শূল (কেবল back, ear, head, heart, stomach, tummy ও tooth-এর সঙ্গে যুক্ত হয়): have a head ache; suffer from tooth ache. heart ache, দ্রষ্টব্যheart (৯). □(verb intransitive) (১) ব্যথা করা। (২) ache (for) আকুল/বেদনাতুর হওয়া: My heart aches for you.
- English Word achieve Bengali definition [আচীভ্] (verb transitive) (১) অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া: Did you achieve what you wanted to do? (২) প্রচেষ্টা দ্বারা লাভ করা; অর্জন করা: achieve success/distinction. achievable [আচীভ্আব্ল্] (adjective) অর্জনীয়; অর্জনযোগ্য, কৃতীসাধ্য। achievement (noun) (১) [Uncountable noun] অর্জন; সিদ্ধি; সিদ্ধিলাভ। (২) [Countable noun] অর্জিত বস্তু; কৃতিত্ব; সিদ্ধি; মহৎ কৃতী: literary achievements.
- English Word Achilles Bengali definition [আকিলীজ্] (noun), অ্যাকিলিস। the heel of Achilles; Achilles’ heel (লাক্ষণিক) ক্ষুদ্র কিন্তু দুর্বল অংশ (যেমন কারো চরিত্রের)।
- English Word achkan Bengali definition [আচ্কান্] (অপিচ sherwani) (noun) সামনে বোতাম লাগানো হাঁটু পর্যন্ত লম্বা পুরুষের পোশাক; আচকান।
- English Word achromatic Bengali definition [আক্রাউম্যাটিক্] (adjective) বর্ণঘটিত অপেরণ না-ঘটিয়ে আলো সঞ্চালনে সক্ষম; বর্ণনিরপেক্ষ।
- English Word acid 1 Bengali definition [অ্যাসিড্] (adjective) (১) অম্লাক্ত, অম্লাস্বাদ; টক। (২) (লাক্ষণিক) তীক্ষ্ণ; বিদ্রূপাত্মক; শ্লেষাত্মক: an acid wit; acid remarks.
- English Word acid 2 Bengali definition [অ্যাসিড্] (noun) (১) [Uncountable noun, Countable noun] (রসায়ন) হাইড্রোজেনযুক্ত পদার্থবিশেষ – যার সঙ্গে ধাতুর বিক্রিয়ায় লবণ গঠিত হয় এবং হাইড্রোজেন আলাদা হয়ে যায়; অম্ল; এসিড। amino acid [আমীনাউ অ্যাসিড্ America(n) আমাইনাউ অ্যাসিড্] [Countable noun] (রসায়ন) প্রোটিনে পাওয়া যায় এ রকম অনেকগুলো জৈব অম্লের যেকোনো একটি; আমিনো এসিড। acid rain (noun) (জীববিদ্যা) কলকারখানা থেকে নির্গত রাসায়নিক গ্যাসযুক্ত হয়ে অম্লে পরিণত বৃষ্টির পানি যা গাছপালা ও শস্যহানি করে; অম্লবৃষ্টি। acid test (noun) (লাক্ষণিক) যে পরীক্ষায় কোনো কিছুর মূল্য চূড়ান্তভাবে প্রমাণিত হয়; অম্লপরীক্ষা। (২) [Uncountable noun] (অপশব্দ) LSD, দ্রষ্টব্য পরি. acidify [আসিডিফাই] (verb intransitive, verb transitive) (past tense, past participle, acidfied) অম্লে পরিণত করা বা হওয়া; টকানো। acidity [আসিডাটি] [Uncountable noun] অম্লত্ব; অম্লরোগ; অম্বল। acidic [আসিডিক্] acidulated [আসিডিউলেইটিড্ America(n) আসিজুলেইটিড্] (adjective(s) ঈষৎ অম্লস্বাদের বা অম্লস্বাদযুক্ত। acidulous [আসিডিউলাস্ America(n) অ্যাসিজুলাস্] (adjective) (সাহিত্যিক বা লাক্ষণিক) টকো; অম্লাক্ত, তিক্ত; ঝাঁঝালো: an acidulous tone of voice.
- English Word acknowledge Bengali definition [আক্নলিজ্] (verb transitive) (১) স্বীকার করা; সত্যতা, অস্তিত্ব বা বাস্তবতা মেনে নেওয়া: He is an acknowledged authority in his field. (২) প্রাপ্তিস্বীকার করা: acknowledge (receipt of) a letter. (৩) ধন্যবাদ জানানো: We gratefully acknowledge your services. (৪) (অভিবাদন করে, মৃদু হেসে বা মাথা নেড়ে) কাউকে চিনতে পারার ইঙ্গিত দেওয়া; I nodded to him as he passed, but he did not acknowledge me. acknowledgement, acknowledgment (noun(s)) (১) [Uncountable noun] কৃতজ্ঞতাস্বীকার। (২) [Countable noun] প্রাপ্তিস্বীকার; স্বীকৃতি।
- English Word acme Bengali definition [অ্যাক্মি] (noun) the acme শীর্ষ; চূড়া; উন্নতির সর্বোচ্চ শিখর; পরোৎকর্ষ: the acme of one’s career.
- English Word acne Bengali definition [অ্যাক্নি] [Uncountable noun] (কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাপক) চর্মপীড়াবিশেষ, যাতে মুখমণ্ডল ও গলায় ফুসকুড়ি ও কালো উদ্ভেদ দেখা যায়; বয়োব্রণ।
- English Word acolyte Bengali definition [অ্যাকালাইট্] (noun) কোনো কোনো ধর্মানুষ্ঠানে, বিশেষত খ্রিস্টের নৈশ ভোজোৎসব-পর্ব উদযাপনে যে ব্যক্তি পুরোহিতকে সহায়তা করে।
- English Word aconite Bengali definition [অ্যাকানাইট্] (noun) (উদ্ভিদবিদ্যা) নীল বা রক্তবর্ণ ফুলের উদ্ভিদবিশেষ; বৎসনাভ; কাঠবিষ- যার শুষ্ক বিষাক্ত শিকড় থেকে তৈরি ওষুধ হৃদযন্ত্রের ক্রিয়া মন্থর করতে ব্যবহৃত হয়।
- English Word acorn Bengali definition [এইকোন্] (noun) ওক গাছের বীজ বা ফল।
- English Word acoustic Bengali definition [আকূস্টিক্] (adjective) (১) শাব্দ, শব্দবিজ্ঞান ও শ্রুতিবোধ সম্বন্ধীয়; শ্রৌত। (২) বিদ্যুতের সাহায্যে যে বাদ্যযন্ত্রের ধ্বনি বৃদ্ধি করা হয়: an acoustic guitar. □[Countable noun] শ্রুতিগুণের দিক থেকে হল, স্টুডিও ইত্যাদি (নীচে ২ দ্রষ্টব্য): We want a better acoustic. acoustics (noun) (১) (singular verb-সহ) শ্রুতিবিজ্ঞান; শব্দের বৈজ্ঞানিক পর্যেষণা। (২) (plural verb-সহ) শব্দের ভৌত গুণাবলী; হল, মিলনায়তন ইত্যাদির যে গুণসঙ্গীত, বক্তৃতা ইত্যাদি শোনার পক্ষে এসব স্থানকে ভালো বা খারাপ বলে প্রতিপন্ন করে; শ্রুতিগুণ: A music hall must have faultless acoustics.
- English Word acquaint Bengali definition [আকোয়েইন্ট্] (verb transitive) (১) acquaint somebody/oneself with পরিচিত করা; উদ্ঘাটন করা: acquaint somebody with the real situation, অবহিত করা। (২) be acquainted (with somebody) পরিচিত হওয়া: One who changes his residence in a new area should be acquainted with one’s neighbours.