A পৃষ্ঠা ৬৮
- English Word axle Bengali definition [অ্যাক্স্ল্] (noun) (১) যে দণ্ডকে কেন্দ্র করে চাকা ঘোরে; অক্ষদণ্ড। (২) যে দণ্ড দুটি চাকার কেন্দ্রকে সংযুক্ত করে; অক্ষদণ্ডবিশেষ; অক্ষাগ্র; অক্ষধুর: The back axle of a car.
- English Word ayah Bengali definition [আইআ] (noun) আয়া।
- English Word Ayatollah Bengali definition [আইআটলা] (noun) ইরানে মুসলিম ধর্মীয় নেতাদের খেতাববিশেষ; আয়াতুল্লাহ। দ্রষ্টব্যImam.
- English Word aye, ay Bengali definition [আই] (interjection), (adverb) (Scot ও আঞ্চলিক) হাঁ; (নৌচালনবিদ্যা) হুকুমের প্রচলিত প্রত্যুত্তর: Aye, aye, sir! □ (noun) (plural) কোনো প্রস্তাবের সমর্থক ব্যক্তি বা ভোট: The ayes have it, সমর্থকরাই জিতেছে।
- English Word Ayurveda Bengali definition [আউর্বেদ] (noun) ঐতিহ্যিক হিন্দু চিকিৎসাবিদ্যা; আয়ুর্বেদশাস্ত্র। Ayurvedic (adjective) আয়ুর্বেদশাস্ত্রবিষয়ক।
- English Word azalea Bengali definition [আজেইলিআ] (noun) রডোড্রেনড্রন জাতের গুল্মভেদ এবং এর ফুল; আজেলিয়া।
- English Word azimuth Bengali definition [অ্যাজিমাথ্] (noun) মধ্য থেকে দিগন্ত পর্যন্ত কৌণিক দূরত্ব; দিগংশ; (জরিপবিদ্যা) উত্তর বা দক্ষিণ দিক থেকে ঘড়ির কাঁটার গতিপথ অনুযায়ী প্রমিত কোণ; দিগংশ।
- English Word azure Bengali definition [অ্যাজা্(র্)] (adjective), (noun) (কাব্য.) উজ্জ্বল নীল; মহানীল; নীলিমা। azurely (adverb) azureness (noun) নীলিমা; নীলত্ব।
- English Word azzan Bengali definition [আ:জান্] (noun) (অপিচ azan) নির্ধারিত সময়ে নামাজ আদায়ের জন্য মসজিদ থেকে ইসলাম–ধর্ম নির্দেশিত সুনির্দিষ্ট বাক্যে মুয়াজ্জিনের আহবান; আজান।