A পৃষ্ঠা ৫
- English Word absentia Bengali definition [আব্সেন্শিআ] (noun) in absentia কোনো ব্যক্তির অনুপস্থিত থাকা অবস্থায় তার জন্য কিছু করা বা করানো: to confer a degree in absentia.
- English Word absinthe, absinth Bengali definition [অ্যাব্সিন্থ্] [Uncountable noun] ' ৬০ থেকে ৯০ সেন্টিমিটার উচ্চতার ধূসর-রেশম বর্ণের চিরল পাতাবিশিষ্ট ইউরোপীয় গুল্মলতা, বিলাতি অ্যাফসানটিন, কাশ্মীরে এই গুল্মের ফুল দিয়ে স্যানটোনিন নামক এক ধরনের টনিক ও মাদকদ্রব্য তৈরি করা হয়; এর বৈজ্ঞানিক নাম Artemisia absinthium.
- English Word absolute Bengali definition [অ্যাব্সালূট] (adjective) (১) সম্পূর্ণ; পরোৎকৃষ্ট; পরিপূর্ণ; অবিমিশ্র: absolute loyally; absolute secrecy. (২) অসীম; অসীম ক্ষমতাধর: an absolute ruler. (৩) প্রকৃত; সন্দেহাতীত: absolute fact, absolute freedom. (৪) নিঃশর্ত; শর্তহীন: absolute authority. (৫) অনন্যসাপেক্ষ; চূড়ান্ত; নির্বিকল্প; নিরঙ্কুশ; পরম; চরম; নিশ্চিত: absolute death. absolute zero তাত্ত্বিকভাবে সম্ভব সর্বনিম্ন তাপমাত্রা; চরম হিমাঙ্ক = -২৭৩.১৫০C। দ্রষ্টব্য পরি. ৫। absolutely (adverb) (১) সম্পূর্ণভাবে: absolutely impossible. (২) নিঃশর্তভাবে। (৩) [অ্যাব্সালূট্লি] (কথ্য, প্রশ্নের জবাবে বা মন্তব্য হিসাবে) অবশ্য; নিঃসন্দেহে।
- English Word absolution Bengali definition [অ্যাব্সালূশ্ন্] [Uncountable noun] (Roman Catholic গির্জা) গির্জার পুরোহিত বা ধর্মযাজক কর্তৃক পাপমুক্তির ঘোষণা; পাপমোচন: announce absolution from sin. দ্রষ্টব্যpenance.
- English Word absolutism Bengali definition [অ্যাব্সালূটিজাম্] (noun) (রাজনীতি) স্বৈরশাসন; যথেচ্ছাচার।
- English Word absolve Bengali definition [আব্জল্ভ্] (verb transitive) absolve (from) (দোষ, অনুতাপ, পাপবোধ, অঙ্গীকার, প্রতিশ্রুতি) মুক্তি দেওয়া; বিমুক্ত করা।
- English Word absorb Bengali definition [আব্সোব্, আব্জোব্] (verb transitive) (১) শুষে নেওয়া; আত্মীভূত করা: A sponge absorbs water; to absorb knowledge. (২) নিবিষ্ট/নিমগ্ন করা: That unusual sight absorbed everybody’s attention; to be absorbed in reading a book/in doing a thing etc. (৩) রাসায়নিক বা আণবিক উপায়ে বিশোষণ করা। absorbent [আবসোবান্ট্] (adjective), (noun) শোষণক্ষম; শোষক: absorbent cotton. absorption [আব্সোপ্শ্ন্, আব্জোব্শ্ন্] [Uncountable noun] বিশোষণ; নিমগ্নতা; নিবিষ্টতা; শোষণ।
- English Word abstain Bengali definition [আব্স্টেইন্] (verb intransitive) abstain (from) বিরত থাকা; পরিহার করে চলা। abstainer পরিহারকারী ব্যক্তি: total abstainer, মদ্যপান পরিহারকারী ব্যক্তি।
- English Word abstemious Bengali definition [আব্স্টীমিআস্] (adjective) বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী। abstemiously (adverb) সংযতভাবে। abstemiousness (noun) মিতাহার; মিতাচার।
- English Word abstention Bengali definition [আব্স্টেন্শ্ন্] [Uncountable noun], abstention (from) পরিহার; বর্জন।
- English Word abstinence Bengali definition [অ্যাব্স্টিনান্স্] [Uncountable noun] abstinence (from) সংযম; মিতাচার; নিবৃত্তি; উপরতি। total abstinence মদ্যপানে সম্পূর্ণ বিরতি/নিবৃত্তি।
- English Word abstract 1 Bengali definition [অ্যাব্স্ট্র্যাক্ট্] (adjective) (১) বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক: Truth is an abstract concept. abstract art বিমূর্ত শিল্পকলা। দ্রষ্টব্যrealism (১)। abstract (noun) (ব্যাকরণ) ভাববাচক/গুণবাচক বিশেষ্য। (২) in the abstract আদর্শগত বা তত্ত্বগতভাবে।
- English Word abstract 2 Bengali definition [অ্যাব্স্ট্র্যাক্ট্] (verb transitive) abstract (from) নিষ্কাশিত করা, পৃথক করা: abstract essence from flower. abstracted (adjective) আনমনা; অন্যমনস্ক, আবিষ্ট। abstractedly (adverb) অন্যমনস্কভাবে।
- English Word abstract 3 Bengali definition [আব্স্ট্র্যাক্ট্] [Countable noun] সারসংক্ষেপ; নির্যাস; চুম্বক: an abstract of an account, সংক্ষিপ্ত হিসাব; গোসোয়ারা।
- English Word abstraction Bengali definition [আব্স্ট্র্যাক্শ্ন্] (noun) (১) [Uncountable noun] নিষ্কাশন; বিমূর্তন; সারসংক্ষেপণ। (২) [Uncountable noun] অন্যমনস্কতা। (৩) [Countable noun] মনঃকল্পনা; নিষ্কর্ষ: People prefer concrete facts to abstractions. (৪) [Uncountable noun] বস্তু থেকে বিচ্ছিন্ন করে কোনো গুণের ধারণা; নিষ্কর্ষ।
- English Word abstruse Bengali definition [আব্স্ট্রূস্, অ্যাব্স্ট্রূস্] (adjective) দুর্বোধ্য; গূঢ়; নিগূঢ়। abstrusely, (adverb) নিগূঢ়ভাবে। abstruseness (noun) দুর্বোধ্যতা; নিগূঢ়তা।
- English Word absurd Bengali definition [আব্সাড্] (adjective) অযৌক্তিক; উদ্ভট; অদ্ভুত; অসমঞ্জস; হাস্যকর; কিম্ভূতকিমাকার; নিরর্থক। absurdly (adverb) উদ্ভটরূপে ইত্যাদি। absurdity (noun) (plural absurdities) (১) [Uncountable noun] উদ্ভটত্ব; অযৌক্তিকতা। (২) [Countable noun] উদ্ভট উক্তি বা কার্যকলাপ।
- English Word abundance Bengali definition [আবান্ডান্স্] (noun) (১) [Uncountable noun] অতিপ্রাচুর্য: live in abundance. (২) (indefinite article–সহ) প্রয়োজনাধিক পরিমাণ; প্রাচুর্য: an abundance of wealth.
- English Word abundant Bengali definition [আবান্ডান্ট্] (adjective) (১) প্রচুর; অঢেল। (২) abundant in সমৃদ্ধ; ধনী: abundant in natural resources. abundantly (adverb) পর্যাপ্তভাবে; প্রয়োজনাতিরিক্তভাবে।
- English Word abuse 1 Bengali definition [আবিঊস্] (noun) (১) [Uncountable noun, Countable noun] abuse (of) অপব্যবহার; অন্যায় সুবিধা গ্রহণ; অমর্যাদা: abuse of power. (২) [Countable noun] কুপ্রথা; কুচল; অপপ্রথা। (৩) [Uncountable noun] গালাগালি; কটুকাটব্য; খিস্তি: The demonstrators on the street hurled abuses at the police.