A পৃষ্ঠা ৬২
- English Word au pair Bengali definition [ওউ পেআ(র)] (noun) (ফরাসি) (British/Britain) বহিরাগত যেসব তরুণী গৃহস্থালির টুকিটাকি দায়িত্ব পালনের বিনিময়ে আহার, বাসস্থান এবং লেখাপড়া, বিশেষ করে ভাষাশিক্ষার সুযোগ পায়; প্রত্যাবাসিকা।
- English Word au revoir Bengali definition [ওউরাভোয়া:(র্)] (interjection) (ফরাসি) আবার দেখা হবে; খোদা হাফেজ।
- English Word aubade Bengali definition [ঔউবেইড্] (noun) প্রভাতসংগীত; প্রভাতী; বৈতালিকী।
- English Word aubergine Bengali definition [ওউবাজীন্] [Countable noun] বেগুন; বার্তাকু।
- English Word aubrietia Bengali definition [ওব্রীশা] (noun) পাথুরে দেওয়াল; কৃত্রিম শিলাময় উদ্যান ইত্যাদিতে উৎপন্ন দীর্ঘজীবী বামন উদ্ভিদবিশেষ, যা বসন্তকালে পুষ্পিত হয়; ওব্রিশা।
- English Word auburn Bengali definition [ওবান্] (adjective) ( চুল) লালচে বাদামি; কপিশ।
- English Word auction Bengali definition [ওক্শ্ন্] [Countable noun, Uncountable noun] নিলাম: sale by auction; auction sale; ridge দ্রষ্টব্যbridge 2. □ (verb transitive) auction (off) নিলামে বিক্রি করা। auctioneer [ওকশানিআ(র্)] (noun) নিলামদার; নিলামওয়ালা।
- English Word audacious Bengali definition [ওডেইশাস্] (adjective) (১) দুঃসাহসী; অসমসাহসী। (২) ধৃষ্ট; প্রগল্ভ। (৩) দুর্বিনীত। audaciously (adverb) দুঃসাহসভরে; ধৃষ্টতাসহকারে; দুর্বিনীতভাবে। audacity [ওড্যাসাটি] (noun) দুঃসাহস; স্পর্ধা; ধৃষ্টতা; প্রগল্ভতা।
- English Word audible Bengali definition [ওডাব্ল্] (adjective) শ্রোত্রগাহ্য; শ্রবণসাধ্য; শ্রুতিগোচর: The speech was scarcely audible. audibly [ওডাবিলাটি] (adverb) শ্রোত্রগ্রাহ্যরূপে। audibility [ওডাবিলাটি] (noun) শ্রোত্রগ্রাহ্যতা; শ্রুতিগোচরতা।
- English Word audience Bengali definition [ওডিআন্স্] (noun) (১) শ্রোতৃমণ্ডলী: The lecture was attended by a large audience. A broadcasting station has to satisfy a varied audience. (২) (বই সম্বন্ধে) পাঠকসম্প্রদায়; পাঠকসমাজ: The book was highly acclaimed by the audience. (৩) রাষ্ট্রপ্রধান; পোপ প্রভৃতি কর্তৃক প্রদত্ত আনুষ্ঠানিক সাক্ষাৎকার; দর্শন: The king granted her an audience.
- English Word audio- Bengali definition [ওডিওউ] (prefix) শ্রবণবিষয়ক; শ্রুত্য। audio-visual aids শিক্ষার সহায়ক উপকরণ, যেমন টেপ-রেকর্ডার, চিত্র প্রক্ষেপক ইত্যাদি; দৃষ্টি ও শ্রবণ সহায়ক উপকরণ। audio-lingual methods শিক্ষার পদ্ধতিবিশেষ, যাতে টেপ–রেকর্ডার, ভাষা–উদযোগশালা ইত্যাদি ব্যবহৃত হয়; শ্রুত্যভাষিক পদ্ধতি। audio frequency (বেতার) তরঙ্গের পৌনঃপুন্য, যা শব্দতরঙ্গে রূপান্তরিত হলে শ্রুতিগোচর হয়; শ্রুত্য কম্পাঙ্ক। audio-typist যে ব্যক্তি যন্ত্রের সাহায্যে ধারণকৃত শ্রুতলিপি থেকে চিঠিপত্র, দলিল ইত্যাদি টাইপ করেন; শ্রুত্য-মুদ্রাক্ষরিক।
- English Word audiophile Bengali definition [ওডিওউফিল্] [Countable noun] যিনি উন্নতমানের অডিও যন্ত্রপাতি পছন্দ ও সংগ্রহ করেন; অডিওফিল: I know a few audiophiles who have admitted they cannot tell the difference.
- English Word audit Bengali definition [ওডিট্] (noun) সরকারিভাবে হিসাবের শুদ্ধতাপরীক্ষণ; হিসাবপরীক্ষণ; গণিতশোধন। □ (verb transitive) হিসাব-নিরীক্ষণ করা; গণিত শুদ্ধ করা। audited (participial adjective) নিরীক্ষিত।
- English Word audition Bengali definition [ওডিশ্ন্] (noun) (১) [Countable noun] নিয়োগের জন্য আবেদনকারী গায়ক-গায়িকা, বক্তা প্রভৃতি কিংবা নাটকে অভিনয়েচ্ছু অভিনেতা–অভিনেত্রীর কণ্ঠস্বর পরীক্ষার মহড়া; কণ্ঠস্বর পরীক্ষণ; আকর্ণন। (২) [Uncountable noun] শ্রবণশক্তি; শ্রবণ। □ (verb transitive) কণ্ঠস্বরের পরীক্ষা নেওয়া।
- English Word auditor Bengali definition [ওডিটা(র্)] (noun) (১) শ্রোতা। (২) হিসাবনিরীক্ষক; গণিতশোধক।
- English Word auditorium Bengali definition [ওডিটোরিআম্] (noun) (plural auditoriums) শ্রোতাদের বসার ভবন বা ভবনের অংশবিশেষ; মিলনায়তন; শ্রবণশালা।
- English Word auditory Bengali definition [ওডিট্রি America(n) ওডিটোরি] (adjective) শ্রবণেন্দ্রিয় সম্পর্কিত; শ্রাবণ; শ্রাবণিক: the auditory nerve, শ্রাবণিক স্নায়ু।
- English Word Augean Bengali definition [ওজিআন্] (adjective) অতিশয় জঞ্জালপূর্ণ। to cleanse the Augean stable (গ্রিকপুরাণ) ওজিয়াসের গোয়াল সাফ করা; বহুদিনের জঞ্জাল সাফ করা।
- English Word auger Bengali definition [ওগ(র্)] (noun) (১) কাঠে বড় ছিদ্র করার হাতিয়ার; তুরপুন। (২) মাটিতে গর্ত করার জন্য যন্ত্রবিশেষ।
- English Word aught Bengali definition [ওট্] (noun) (পুরাতন) যা-কিছু; কিঞ্চিন্মাত্র: for aught I know/care, আমি কিছুমাত্র জানি না/পরোয়া করি না।