• Bengali Word die 1 English definition [ডাই] (noun) ১ (plural dice) দ্রষ্টব্যdice.
      (২) (plural dies) [ডাইজ্‌] মুদ্রা বানানোর ধাতব ছাঁচ। die-cast (adjective) ছাঁচে ধাতু ঢালাই করে বানানো: die-cast toys, ছাঁচে বানানো খেলনা, যেমন ছোট্ট খেলনা মোটরগাড়ি।
    • Bengali Word die 2 English definition [ডাই] (verb intransitive) (past tense, past participle died, pres.
      part dying) (১) প্রাণ হারানো; মারা যাওয়া: Plants die if they do not get water. die of রোগ; অনাহার বা দুঃখে মারা যাওয়া। die by one’s own hand আত্মহত্যা করা। die for one’s country দেশের জন্য আত্মদান করা। এ ছাড়া, to die through neglect; to die in battle; to die a beggar/martyr ইত্যাদি। (২) বিশেষার্থবোধক বাক্যাংশসমূহ, die in one’s bed স্বাভাবিক মৃত্যুবরণ করা। die with one’s boots on কর্মক্ষম অবস্থায়, যুদ্ধরত অবস্থায় মারা যাওয়া। die in the last ditch আত্মরক্ষার প্রাণপণ সংগ্রামের পর যারা যাওয়া। die in harness কর্মরত অবস্থায় মারা যাওয়া। (৩) be dieing for something to do something কোনোকিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করা: I am dieing for a cup of tea. She is dieing to know where you’ve been. (৪) অবলুপ্ত হওয়া: A few die-hards are trying to stop the reforms. His fame as a musician will never die. (৫) die-hard (attributive(ly)) অতিরিক্ত গোঁড়া সমর্থক: He is a die-hard Marxist. A few die-hards are trying to stop the reforms. (৬) বিবিধ ব্যবহার (adverbial particle-সহযোগে) die-away: আস্তে আস্তে ক্ষীণ হওয়া; মিলিয়ে যাওয়া; The noise soon died away. die down আগুনের আঁচ ক্রমে নির্বাপিত হওয়া; (শব্দ বা আওয়াজ) কমে যাওয়া: The fire/the noise died down. die off একে একে মরে যাওয়া: The plants of this garden are dieing off. die out অবলুপ্ত হওয়া: With the death of the youngest son, the family died out. Many old superstitions are dieing out.
    • Bengali Word diesel English definition [ডীজ্‌ল্] (noun) diesel engine জ্বালানি তেলচালিত ইনজিন (বাস বা ট্রেনের) যেখানে পেট্রল ব্যতীত অন্য তেল ব্যবহার করা হয়।
      dieseloil (noun) ভারী জ্বালানি তেলবিশেষ।
    • Bengali Word diet 1 English definition [ডাইআট্‌] (noun) ১ (কোনো ব্যক্তি বা গোষ্ঠীর) সাধারণ খাদ্য: The diet of our people comprise rice, fish and vegetables.
      (২) চিকিৎসাগত কারণে নির্ধারিত খাদ্য; বাছাই করা খাদ্যসামগ্রী: The doctor put me on a diet. □ (verb transitive), (verb intransitive) নিজেকে বা অন্যকে একটি নির্দিষ্ট খাদ্যতালিকায় সীমাবদ্ধ করা: He is still dieting. dietary [ডাইআটরি] (adjective) পণ্য ও পথ্যবিধিসংক্রান্ত: A patient must follow the dietary rules prescribed for him. dietary taboos খাদ্যবিষয়ক নিষেধ: Beef is a dietary taboos for Hindus. dietetics (noun) পথ্যব্যবস্থ্যাবিদ্যা। dietician (noun) পথ্যবিদ্যাবিশারদ।
    • Bengali Word diet 2 English definition [ডাইআট্] (noun) জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে আলোচনার জন্য সম্মেলনমালা।