A পৃষ্ঠা ৬৫
- English Word autocue Bengali definition [ওটাকিঊ] [Countable noun] বক্তার সামনে স্থাপিত টেলিভিশন পর্দার মতো যান্ত্রিক কৌশল, যা ইলেকট্রনিকভাবে লেখা ইত্যাদি এমনভাবে বিবর্ধিত করে যে মনে হয় বক্তা লেখ্যসাহায্য ছাড়াই কথা বলছেন; স্বতঃসংকেত।
- English Word autograph Bengali definition [ওটাগ্রা:ফ্ America(n) ওটাগ্র্যাফ্] (noun) স্বহস্তলিপি; বিশেষত স্বাক্ষর: autograph book/album, যে পুস্তক বা অ্যালবামে সাধারণত বিখ্যাত ব্যক্তিদের স্বাক্ষর সংগৃহীত হয়; স্বহস্তলিপি পুস্তক। □ (verb transitive) স্বহস্তে লেখা বা স্বাক্ষর করা। autographed (participial adjective) স্বাক্ষরযুক্ত; স্বাক্ষরিত।
- English Word automate Bengali definition [ওটামেইট্] (verb transitive) (বিজ্ঞান, বাণিজ্য) স্বয়ংক্রিয় ব্যবস্থায় রূপান্তরিত করা; স্বতশ্চালিত করা। automated (participial adjective) স্বতশ্চালিত; স্বতোনিয়ন্ত্রিত।
- English Word automatic Bengali definition [ওটাম্যাটিক্] (adjective) (১) স্বতশ্চল; স্বতঃক্রিয়; স্বয়ংক্রিয়: an automatic pilot, (বিমানে) গতিপথ, উন্নতি ইত্যাদি নির্ধারণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা; স্বতশ্চালনব্যবস্থা। automatic gear-change, (মোটরযানে) স্বয়ংক্রিয় গতিপরিবর্তন। automatic weapons, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। (২) (কার্যকলাপ) চিন্তাভাবনা ব্যতিরেকে কৃত; স্বতশ্চল: The function of the heart is automatic. □ (noun) ক্ষুদ্র স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রবিশেষ। automatically [ওটাম্যাটিক্লি] (adverb) স্বয়ংক্রিয়ভাবে; স্বতশ্চলভাবে।
- English Word automation Bengali definition [ওটামেইশন্] [Uncountable noun] মানুষের কায়িক শ্রম লাঘবের জন্য উদ্ভাবিত পদ্ধতি ও যন্ত্রপাতি এবং তার ব্যবহার; স্বতশ্চলন; স্বতশ্চলীকরণ।
- English Word automaton Bengali definition [ওটমাটান্ America(n) ওটমাটন্] (noun) (plural automatons, automata [ওটমাটা]) সক্রিয় বুদ্ধিবৃত্তির দ্বারা কিংবা অজ্ঞানত কাজ করে যাচ্ছে বলে মনে হয়; এ রকম ব্যক্তি; স্বতশ্চল মূর্তি; রোবট।
- English Word automobile Bengali definition [ওটামাবীল্ America(n) ওটামাবীল্] (noun) (বিশেষত America(n)) মোটরগাড়ি।
- English Word autonomous Bengali definition [ওটানামাস্] (adjective) (রাষ্ট্র/প্রতিষ্ঠান সম্বন্ধে) স্বশাসিত; স্বায়ত্তশাসিত; স্বাধীন। autonomy [ওটনামি] (noun) (plural autonomies) [Uncountable noun, Countable noun] স্বশাসন; স্বাধীনতা; স্বতন্ত্রতা।
- English Word autopsy Bengali definition [ওটপ্সি] (noun) (plural autopsies) [Countable noun] (চিকিৎসাশাস্ত্র) মৃত্যুর কারণ নির্ণয়ে (ব্যবচ্ছেদপূর্বক) শবদেহ পরীক্ষা; ময়নাতদন্ত।
- English Word autostrada Bengali definition [আউটোউস্ট্রা:ডা] (noun (plural autostradas, (ইতালিয়) autostradade [আউটোউস্ট্রা:ডেই]) (ইতালিয়) মোটরপথ।
- English Word autumn Bengali definition [ওটাম্] [Countable noun] (America(n) = fall) পাশ্চাত্য ঋতুবিভাগ অনুযায়ী বছরের তৃতীয় ঋতু (উত্তর গোলার্ধে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস); শরৎকাল; হেমন্ত: in the autumn of 1990; (লাক্ষণিক) in the autumn of his life, জীবনসায়াহ্নে; (attributive(ly)) শারদীয়/হৈমন্তী: autumn weather/fashions. autumnal [ওটাম্নাল্] (adjective) শারদীয়; হৈমন্তী।
- English Word auxiliary Bengali definition [ওগ্জিলিআরি] (adjective) সহায়ক: auxiliary troops; an auxiliary (verb), গৌণক্রিয়া। □ (noun) (plural auxiliaries) (১) গৌণক্রিয়া। (২) (সাধারণত plural) সহায়ক বাহিনী (বিশেষত বিদেশ বা মিত্রদেশ থেকে ভাড়া করা)।
- English Word avail Bengali definition [আভেইল্] (verb transitive), (verb intransitive) (১) avail oneself of (সুযোগ) গ্রহণ করা; (সুযোগের) সদ্ব্যবহার করা; কাজে লাগানো: I did not avail myself of the opportunity to meet him. (২) (সাহিত্যিক) উপকারে আসা; কাজে লাগা; সাহায্য করা: Even his sharp intelligence did not avail against brute force. □ (noun) of no/little avail কোনো কাজে এলো না; উপকার হলো না: My efforts were of little avail, আমার সব চেষ্টাই ব্যর্থ হলো। without avail, to no avail বৃথা; কিছুতেই কিছু হলো না: He tried to prevent his son joining a political party, but to no avail.
- English Word available Bengali definition [আভেইলাব্ল্] (adjective) available (for) (১) (বস্তু) পাওয়া যায় বা মেলে এমন; প্রাপ্তিসাধ্য; লভ্য; গ্রহণযোগ্য: The article is not easily available. (২) (ব্যক্তি) পাওয়া যায় এমন; উপস্থিত থাকতে সক্ষম: He was not available yesterday. availability [আভেইলাবিলাটি] [Uncountable noun] প্রাপ্যতা; লভ্যতা।
- English Word avalanche Bengali definition [অ্যাভালা:ন্শ্) America(n) অ্যাভাল্যান্শ্] (noun) পর্বতের শিখরদেশে সঞ্চিত তুষার বা বরফের বিশাল স্তূপ, যা নিজের ভারে অনেক সময়ে হাজার হাজার টন শিলাসহ নিচের দিকে স্খলিত হয় এবং কখনো কখনো বনজঙ্গল, ঘরবাড়ি ইত্যাদি নিশ্চিহ্ন করে ফেলে; তুষারধস; হিমপ্রপাত; নীহারস্ফোট; (লাক্ষণিক) তোড় বা তুবড়ি: an avalanche of words/letters/questions.
- English Word avant–grade Bengali definition [অ্যাভন্ গা:ড্] (noun) (ফরাসী) (১) অগ্রব্যূহ; অগ্রসেনা; সেনামুখ; (লাক্ষণিক) (শিল্প, সাহিত্য, নাটক ইত্যাদিতে) যেকোনো আন্দোলনের অগ্রসর নেতা বা নেতৃবৃন্দ; অগ্রদূত; অগ্রসেনা; পুরোধা; পুরোগ; (attributive(ly)) পুরোগামী: avant–garde writers/artists. (২) শিল্পসাহিত্যে এমন বিষয়বস্তু বা শৈলী যা অভিনব বা পরীক্ষামূলক।
- English Word avarice Bengali definition [অ্যাভারিস্] [Uncountable noun] (ধন বা বিষয়সম্পত্তির) লোভ; লালসা; ধনলিপ্সা; ধনগৃধ্নুতা; ধনতৃষ্ণা; বিষয়লালসা; কৃপণতা; ব্যয়কুণ্ঠতা। avaricious [অ্যাভারিশাস্] (adjective) avaricious (of) (অর্থ, ক্ষমতা ইত্যাদি) লোলুপ; গৃধ্নু; লোভী; ধনলোভী; লিপ্সু; লালসাগ্রস্ত। avariciously (adverb) লোভীর মতো; জিঘৃষ্ণাসহকারে ইত্যাদি।
- English Word avast Bengali definition [আভা:স্ট্ America(n) অভ্যাস্ট্] (interjection) (নৌচালনবিদ্যা) রোখো! থামো!
- English Word avatar Bengali definition [অ্যাভাটা:(র্)] (noun) (হিন্দু ও বৌদ্ধপুরাণ) মানুষরূপে জন্মগ্রহণকারী দেবতা; অবতার।
- English Word avaunt Bengali definition [আভোন্ট্] (interjection) দূর হও; ভাগো!