• Bengali Word melt English definition [মেল্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (past tense, past participle melted pp as adjective) (ধাতু সম্পর্কে 'molten') ১ গলা বা গলানো।
    melt away গলে যাবার ফলে কমে যাওয়া; নিশ্চিহ্ন হয়ে যাওয়া। melt something down (কোনো ধাতব দ্রব্য) গলিয়ে ফেলা। (২) (নরম খাবার সম্পর্কে) সহজে নরম হয়ে বা গলে যাওয়া। (৩) দ্রবীভূত হওয়া (গলে যাওয়া): Sugar melts in hot tea; দ্রবীভূত করা: Hot tea melts sugar. (৪) আর্দ্র হওয়া বা করা: Her heart melted with pity. (৫) ক্ষীণ হওয়া; ধীরে ধীরে মিলিয়ে যাওয়া। melting (adjective) (লাক্ষণিক) নরম; আবেগপ্রবণ। melting-point যে তাপমাত্রায় কোনো ঘন পদার্থ তরল হয়ে যায়; গলনাঙ্ক। melting-pot (noun) (ক) যে পাত্রে ধাতু ইত্যাদি গলানো হয়। go into the melting pot (লাক্ষণিক) আমূল পরিবর্তিত হওয়া;(খ) যে দেশে বা জায়গায় বহু দেশের লোক আত্তীকৃত হয়।