• Bengali Word boil 2 English definition [বয়ল্‌] (verb intransitive), (verb transitive) ১ তরল পদার্থ উত্তপ্ত করে ফুটানো; যে পাত্রে তরল পদার্থ ফুটানো হয়: I’ll boil the kettle; তরল পদার্থে যা ফুটানো হয়: Boil the potatoes.
    Keep the pot boiling (লাক্ষণিক) হাঁড়ি চড়ার ব্যবস্থা করা, আহার্য জোগাতে যথেষ্ট অর্থ টাকা কামানো। boiling-point স্ফুটনাঙ্ক; যে তাপে তরল পদার্থ বাষ্পীভূত হয়। boiling hot (কথ্য) খুব গরম। (২) (সমুদ্র সম্বন্ধে) ফুটন্ত পানির মতো টগবগ করা: the boiling sea; (ব্যক্তি সম্বন্ধে) অতিশয় ক্রুদ্ধ হওয়া: Any complain makes her blood boil. (৩) ফুটন্ত পানিতে রান্না করা; গরম পানিতে সিদ্ধ করা: We boil eggs in water. □(noun) ফুটন্ত অবস্থা: Give the water a good boil before you drink it. (৪) boil away সবটুকু বাষ্পীভূত হয়ে উবে না-যাওয়া পর্যন্ত ফুটানো; ফুটতে ফুটতে কমানো: The water boiled away; ক্রমে শান্ত হওয়া: His anger boiled away when the work started. boil down আয়তনে কমে যাওয়া; বক্তব্য বা প্রস্তাবের সারসংক্ষেপ বিধৃত হওয়া: The matter boils down to accepting money from him or not. boil something down তাপে ফুটিয়ে কমানো; সারসংক্ষেপের মাধ্যমে কলেবর কমানো: to boil down a text. boil dry তাপে বাষ্পীভূত করা: Don’t let the water boil dry. boilover তাপে স্ফীত হয়ে উথলে পড়া। boil up রান্না করা বা গরম করা; (লাক্ষণিক) বিপজ্জনক অবস্থায় সৃষ্টি হওয়া: Troubles are boiling up in many parts of the world. bring something to the boil ফুটন্ত না-হওয়া পর্যন্ত উত্তপ্ত করা। come to the boil ফুটন্ত অবস্থায় আসা; (লাক্ষণিক) বিপজ্জনক অবস্থায় উপনীত হওয়া।