A পৃষ্ঠা ৬১
- English Word attend Bengali definition [আটেন্ড্] (verb intransitive), (verb transitive) (১) attend (to) মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা; যত্নবান হওয়া; যত্ন নেওয়া: attend to one’s work; attend to what somebody is saying, মনোযোগ সহকারে শোনা; attend to the wants of customers. He is not being attended to. (২) attend (on/upon) পরিচর্যা/সেবা/তত্ত্বাবধান করা; যত্ন নেওয়া: Dr Jones is attending the patient. The old woman has three servants attending upon her. (৩) হাজির/উপস্থিত থাকা; যাওয়া: attend school/church; attend a meeting/lecture. (৪) (আনুষ্ঠানিক) সঙ্গী/সহচর/সহগামী/অনুষঙ্গী হওয়া: an expedition attended by great danger. May good luck attend you! (আনুষ্ঠানিক) ভাগ্য আপনাদের সুপ্রসন্ন হোক।
- English Word attendance Bengali definition [আটেন্ডান্স্ ] (noun) (১) [Uncountable noun] in attendance (on/upon) পরিচর্যায়; যত্নে; তত্ত্বাবধানে: The state minister is in attendance upon the visiting king. Dr Ford is in attendance upon the ailing Prime Minister. দ্রষ্টব্যdance 2 (২)। (২) [Countable noun, Uncountable noun] (স্কুল ইত্যাদিতে) উপস্থিতি: he made few attendances during the year. (৩) [Countable noun] (adjective(s)-সহ) উপস্থিত ব্যক্তিবর্গ; উপস্থিতি: The large attendance at the meeting showed his popularity.
- English Word attendant Bengali definition [আটেন্ডান্ট্] (noun) (১) সেবক; পরিচর; অনুচর; সহচর; সঙ্গী। (২) medical attendant চিকিৎসক। (৩) (Plural) কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সহচরবৃন্দ; পারিষদবর্গ: the President and his attendants. □ (adjective) (১) অনুগামী; অনুষঙ্গী: War and its attendant evils. (২) সেবারত; তত্ত্বাবধানে নিযুক্ত: an attendant nurse.
- English Word attention Bengali definition [আটেন্শ্ন্] (noun) (১) [Uncountable noun] মনোযোগ; অভিনিবেশ; অবধান; মনোনিবেশ: I did not pay attention to what he said. The advocate called/invited attention to the statement of the investigating officer. You need not shout to attract attention. Attention Mr Dickson. (বাণিজ্যিক বা দাফতরিক পত্রবিনিময়ে) দৃষ্টি-আকর্ষণ; মি: ডিকসন। (২) (প্রায়ই plural) যত্ন; খাতির: The fellow travellers showed the lonely woman many little attentions. তার সুখস্বাচ্ছন্দ্যের প্রতি খেয়াল রেখেছে। As a pretty and wealthy young lady she received attentions from a host of admirers. pay one’s attentions to a lady প্রণয়নিবেদন করা; হৃদয়জয়ের চেষ্টা করা। (৩) [Uncountable noun] (সামরিক) অস্ত্রাভ্যাসকালে ঋজু ও স্থির হয়ে দাঁড়ানোর ভঙ্গিবিশেষ; সাবধান: come to/stand at attention; (সামরিক হুকুম): Attention! (সংক্ষিপ্তরূপ ’shun [শান্]).
- English Word attest Bengali definition [আটেস্ট্] (verb transitive), (verb intransitive) (১) প্রমাণ/প্রমাণিত করা; প্রত্যয়ন করা: was amply attested by the subsequent events. There is enough evidence to attest fact that ….. attest a signature স্বাক্ষর সত্যায়িত/প্রত্যায়িত করা। attested milk/cattle (জীবাণু/রোগমুক্ত বলে) সত্যায়িত দুধ/গবাদি পশু। (২) শপথপূর্বক ঘোষণা করা; (কাউকে) হলফ করানো; শপথপূর্বক ঘোষণা করানো: The witness was not ready to attest what he said. (৩) (আনুগত্যের শপথ উচ্চারণের মাধ্যমে) সেনাবাহিনীতে ভর্তি করা। (৪) attest to সাক্ষ্য দেওয়া; প্রমাণ করা; প্রতিপন্ন করা: facts which attest to his extraordinary merits. attestation [আটেস্টেইশ্ন্] (noun) সাক্ষ্য; প্রত্যয়ন; প্রতিপাদন।
- English Word attic Bengali definition [অ্যাটিক্] (noun) ছাদের তলবর্তী স্থান; চিলেকুঠুরি: a room in the attic, চিলেকোঠা; চিলেঘর।
- English Word attire Bengali definition [আটাইআ(র্)] [Uncountable noun] (সাহিত্যিক বা কাব্যিক) পরিচ্ছদ; পোশাক: in ceremonial attire. □ (verb transitive) (প্রাচীন) পরিচ্ছদ পরানো: attired in crimson/brocade.
- English Word attitude Bengali definition [অ্যাটিটিঊড্ America(n) অ্যাটিটূড্] [Countable noun] (১) ভঙ্গি; দেহভঙ্গি: The woman sat on the floor in a helpless attitude. strike an attitude অকস্মাৎ নাটকীয়ভাবে কোনো ভঙ্গি অবলম্বন করা। (২) অনুভূতি; চিন্তা বা আচরণের ভঙ্গি; মনোভঙ্গি; মনোভাব; প্রতিন্যাস: I did not like his attitude towards the point at issue. attitudinize [অ্যাটিটিঊডিনাইজ্ America(n) অ্যাটিটূডানাইজ] (verb intransitive) ভঙ্গি/ঢং/ভড়ং অবলম্বন করা; কৃত্রিম ভঙ্গিতে লেখা, বলা, আচরণ করা; ভড়ং করা।
- English Word attorney Bengali definition [আটানি] (noun) (attorneys) (১) ব্যবসায় বা আইনগত ব্যাপারে অন্যের প্রতিনিধিত্ব করার জন্য আইনসম্মত অধিকারপ্রাপ্ত ব্যক্তি; আমমোক্তার; প্রতিপুরুষ: letter/warrant of attorney, আমমোক্তারনামা power of attorney, প্রতিনিধিত্বের ক্ষমতা। Attorney general (ক) রাষ্ট্রের পক্ষে যেকোনো মামলায় প্রতিনিধিত্ব করার ক্ষমতাপ্রাপ্ত আইনসম্পর্কিত কর্মকর্তাবিশেষ; মহাপ্রতিভূ, সাধারণত district attorney. (খ) (America(n), কোনো কোনো অঙ্গরাজ্যে) সরকারি উকিল। দ্রষ্টব্যjustice (৪). (2) = solicitor ব্যবহারদেশক।
- English Word attract Bengali definition [আট্রাক্ট্] (verb transitive) (১) আকর্ষণ করা: A magnet attracts iron. (২) আকৃষ্ট করা; মুগ্ধ করা: Some insects are attracted by light. He was attracted by her good looks.
- English Word attraction Bengali definition [আট্র্যাকশ্ন্] (noun) (১) [Uncountable noun] আকর্ষণ; প্রসক্তি: Gravity is the force attraction between any two objects. He had to yield to the attraction of the pretty girl. (২) [Countable noun] যা আকর্ষণ করে; আকর্ষণীয় বস্তু: The attractions of a big city.
- English Word attractive Bengali definition [আট্র্যাক্টিভ] (adjective) আকর্ষণীয়; মনোহর; প্রীতিকর; চিত্তহারী: an attractive young lady; attractive prices. attractively (adverb) আকর্ষণীয়ভাবে; চিত্তগ্রাহীরূপে।
- English Word attribute 1 Bengali definition [আট্রিবিঊট্] (verb transitive) attribute to আরোপ করা: The poem has been attributed to Chandidas. (কোনো গুণের) আধার বলে গণ্য করা: Discernment and judgement I would not attribute to him, কারণ বা উৎসরূপে গণ্য করা: Do you attribute your achievement to mere good luck? attributable [আট্রিবিঊটাবল্] (adjective) আরোপণীয়। attribution [অ্যাট্রিবিঊশ্ন্] [Uncountable noun] আরোপণ; [Countable noun] আরোপিত গুণ, ধর্ম ইত্যাদি।
- English Word attribute 2 Bengali definition [আট্রিবিঊট্] (noun) (১) [Countable noun] স্বাভাবিক গুণ; ধর্ম: Imagination is an attribute of a poet. Wisdom is an attribute of God. (২) কোনো ব্যক্তির বা তার পদমর্যাদার প্রতীকরূপে স্বীকৃত বস্তু; প্রতীক: attribute of royal authority.
- English Word attributive Bengali definition [আট্রিবিউটিভ] (adjective) attributive adjective বিশেষ্যের গুননির্দেশের জন্য বিশেষ্যের সঙ্গে ব্যবহৃত বিশেষণ। attributively (adverb) বিশেষকরূপে।
- English Word attrition Bengali definition [আট্রিশ্ন্] [Uncountable noun] ঘর্ষণজনিত ক্ষয়: war of attrition শক্তিক্ষয়ের যুদ্ধ।
- English Word attune Bengali definition [আটিঊন্ America(n) আটূন্] (verb transitive) attune to সুর মেলানো; সুর বাঁধা; সামঞ্জস্যপূর্ণ করা: words attuned to the inner feeling; অভ্যস্ত করা: ears attuned to noise music.
- English Word atypical Bengali definition [এইটিপিক্ল্] (adjective) প্রতিনিধিত্ব করে না এমন; অপ্রতিরূপক; অপ্রতিবিম্বক। atypically [এইটিপিক্লি] (adverb) অপ্রতিরূপকভাবে।
- English Word au fait Bengali definition [ওইফেই] (predicatively adjective) (ফরাসি) অবহিত; ওয়াকেবহাল: put somebody au fait of something, তাকে অবহিত করা।
- English Word au fond Bengali definition [ওই ফন্] (adverb) (ফরাসি) তলিয়ে দেখলে; আসলে; প্রকৃতপক্ষে; মূলত ।