A পৃষ্ঠা ৪০
- English Word anticyclone Bengali definition [অ্যান্টিসাইক্লোউন্] [Countable noun] (আবহবিদ্যা) যে অঞ্চলের বায়ুচাপ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় উঁচু এবং যার বায়ুপ্রবাহ বহির্গামী হয়, ফলে আবহাওয়া শান্ত ও স্থির থাকে। দ্রষ্টব্যdepression (৪)
- English Word antidepressant Bengali definition [অ্যান্টিডিপ্রেস্ন্ট্] (noun), (adjective) (চিকিৎসাশাস্ত্র) মানসিক বিষণ্ণতার প্রতিক্রিয়া লাঘব করার জন্য ব্যবহৃত; (ওষুধ)। দ্রষ্টব্যdepression (১).
- English Word antidote Bengali definition [অ্যান্টিডোউট্] [Countable noun] বিষ বা রোগ প্রতিষেধক ওষুধ: an antidote against/for/to snakebite/cholera.
- English Word antifreeze Bengali definition [অ্যান্টিফ্রীজ্] [Uncountable noun] অন্য এক তরল পদার্থের হিমাঙ্ক নামিয়ে আনতে যে (সাধারণত তরল) পদার্থ মেশানো হয়, যথা মোটরগাড়ির রেডিয়েটরে ব্যবহৃত রাসায়নিক তরল।
- English Word antihero Bengali definition [অ্যান্টিহিআরোউ] (noun) (নাটক-উপন্যাসে) সাহস ও মর্যাদাবোধের মতো নায়কোচিত বৈশিষ্ট্যহীন নায়ক।
- English Word antihistamine Bengali definition [অ্যান্টিহিস্টামীন্] [Countable noun, Uncountable noun] অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত ওষুধবিশেষ।
- English Word antiknock Bengali definition [অ্যানটিনক্] [Uncountable noun] মোটরগাড়ির শব্দ কমানোর জন্য জ্বালানিতে ব্যবহৃত পদার্থবিশেষ। দ্রষ্টব্যknock 2 (৩).
- English Word antilogarithm Bengali definition [অ্যান্টিলগারিদম্] (noun) কোনো লগারিদম যে সংখ্যার সাথে যুক্ত, সেই সংখ্যা: ৩, ২ ও ১–এর লগারিদম ১০০০, ১০০ ও ১০।
- English Word antimony Bengali definition [অ্যানটিমানি America(n) অ্যানটিমোউনি] (noun) খাদ, বিশেষত ছাপার অক্ষর তৈরির কাজে ব্যবহৃত ভঙ্গুর রুপালি সাদা ধাতু (প্রতীক Sb).
- English Word antipathy Bengali definition [অ্যান্টিপাথি] (noun) antipathy (to/towards/against) (দুজনের মধ্যে 'between') [Uncountable noun] পারস্পরিক বিদ্বেষ; [Countable noun] যে ব্যক্তি বা বস্তু বিদ্বেষের পাত্র।
- English Word antipodes Bengali definition [অ্যানটিপাডীজ্] (noun), (plural) (সাধারণত the antipodes) ভূপৃষ্ঠের (পরস্পর) বিপরীত দিকে অবস্থিত (দুটি) স্থান, বিশেষত আমাদের বিপরীত বিন্দুস্থ অঞ্চল; উলটা পিঠ।
- English Word antiquarian Bengali definition [অ্যান্টিকোএআরিআন্] (adjective) প্রাচীন নিদর্শনের পাঠ, সংগ্রহ বা বিক্রির সঙ্গে সম্পর্কযুক্ত: an antiquarian shop. antiquarian (noun) antiquary.
- English Word antiquary Bengali definition [অ্যান্টিকোআরি America(n) অ্যান্টিকোএরি] (noun) প্রাচীন নিদর্শনের পাঠক, সংগ্রাহক বা বিক্রেতা।
- English Word antiquated Bengali definition [অ্যান্টিকোএইটিড্] (adjective) অপ্রচলিত; সেকেলে; (ব্যক্তি) পুরনো ধ্যানধারণা ও চালচলনবিশিষ্ট।
- English Word antique Bengali definition [অ্যান্টীক্] (adjective) প্রাচীন; প্রাচীনকাল থেকে বিদ্যমান বা বর্তমান; প্রাচীন রীতিবিশিষ্ট। antique (noun) (আসবাব, শিল্পকর্ম ইত্যাকার) অতীতের নিদর্শন (যুক্তরাজ্যে কমপক্ষে ৫০ বছরের পুরনো, যুক্তরাষ্ট্রে ১০০ বছরের)। the antique শিল্পকলায় প্রাচীন রীতি। তুলনীয় second–hand, অপেক্ষাকৃত সাম্প্রতিক বস্তু সম্পর্কে।
- English Word antiquity Bengali definition [অ্যান্টিকোআটি] (noun) (১) [Uncountable noun] প্রাচীনকাল, বিশেষত মধ্যযুগের পূর্বে; মহৎ যুগ: The heroes of antiquity. (২) প্রাচীনকালের নিদর্শন: Greek antiquities.
- English Word antirrhinum Bengali definition [অ্যান্টিরাইনাম্] (noun) (উদ্ভিদবিদ্যা) উদ্ভিদের শ্রেণীবিশেষ; ড্রাগনের মুখের মতো ফুলবিশিষ্ট উদ্ভিদ।
- English Word antiseptic Bengali definition [অ্যান্টিসেপ্টিক্] (noun), (adjective) বিশেষত জীবাণু নাশ করে ক্ষত ইত্যাদির পচন রোধ করতে পারে এমন (রাসায়নিক পদার্থ)।
- English Word antisocial Bengali definition [অ্যান্টিসোউশ্ল্] (adjective) (১) সমাজবিরোধী। (২) জনস্বার্থের পরিপন্থী। (৩) অসামাজিক; অমিশুক।
- English Word antitank Bengali definition [অ্যান্টিট্যাঙ্ক্] (adjective) ট্যাঙ্কবিধ্বংসী: antitank guns.