A পৃষ্ঠা ৩৮
- English Word ant Bengali definition [অ্যান্ট্] (noun) পিপীলিকা; পিঁপড়া। anteater (noun) পিপীলিকাভোজী প্রাণী। ant–hill (noun) পিঁপড়ার বাসা; উইঢিবি। white ant (noun) উইপোকা।
- English Word antacid Bengali definition [অ্যান্ট্অ্যাসিড্] (noun), (adjective) [Countable noun, Uncountable noun], পাকস্থলীর অম্লতা উপশমকারী (পদার্থ)।
- English Word antagonism Bengali definition [অ্যান্ট্যাগানিজম্] [Countable noun, Uncountable noun] সক্রিয় বিরোধিতা; এরকম বিরোধিতার দৃষ্টান্ত: antagonism between capitalism and communism.
- English Word antagonist Bengali definition [অ্যান্ট্যাগানিস্ট্] (noun) প্রতিদ্বন্দ্বী; বিরোধী ব্যক্তি; প্রতিপক্ষ।
- English Word antagonistic Bengali definition [অ্যান্ট্যাগানিস্টিক্] (adjective) antagonistic (to) (১) শত্রুভাবাপন্ন; বিরোধী; বিপরীত। (২) (শক্তি) পরস্পরের বিরুদ্ধে ক্রিয়াশীল। antagonistically [অ্যান্ট্যাগানিস্টিক্লি] (adverb)
- English Word antagonize Bengali definition [অ্যানট্যাগানাইজ্] (verb transitive) (কাউকে) শত্রুভাবাপন্ন করা; দ্বন্দ্বে বা সংঘাতে ঠেলে দেওয়া: I didn’t want to antagonize him.
- English Word antarctic Bengali definition [অ্যানটা:ক্টিক্] (adjective) দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চলীয়। the Antarctic Circle কুমেরুবৃত্ত।
- English Word ante 1 Bengali definition [অ্যান্টি] (noun) পোকার নামে এক ধরনের তাস খেলার বাজিবিশেষ। raise the ante নিজের বাজি বাড়ানো।
- English Word ante 2 Bengali definition [অ্যান্টি] (prefix) পূর্ব; অগ্র: ante natal, জন্মপূর্ব (অবস্থা)।
- English Word ante meridiem Bengali definition [অ্যান্টি মারিডিআম্] (লাতিন) (সংক্ষেপ am) মধ্যরাত্রি ও মধ্যাহ্নের মধ্যবর্তী সময়: 8:30 am. দ্রষ্টব্য post meridiem.
- English Word antecedent Bengali definition [অ্যান্টিসীড্ন্ট্] (adjective) antecedent (to) (আনুষ্ঠানিক) পূর্ববর্তী; পূর্বগামী। antecedent (noun) (১) পূর্ববর্তী ঘটনা বা অবস্থা। (২) (plural) পূর্বপুরুষগণ; কোনো ব্যক্তি বা ব্যক্তিদের অতীত ইতিহাস। (৩) (ব্যাকরণ) অনুগামী pronoun বা adverb যে noun, clause বা sentence–কে নির্দেশ করে। antecedence [অ্যান্টিসীড্ন্স্] (noun) পূর্ববর্তিতা; পূর্বগামিতা।
- English Word antechamber Bengali definition [অ্যান্টিচেইম্বা(র্)] (noun) বৃহৎ কক্ষসংলগ্ন ক্ষুদ্র কক্ষ; পার্শ্বকক্ষ; উপকক্ষ।
- English Word antedate Bengali definition [অ্যান্টিডেইট্] (verb transitive) (১) চিঠিপত্র, দলিল ইত্যাদিতে প্রকৃত তারিখের পূর্ববর্তী তারিখ প্রদান করা; ঘটনা সংঘটনের সঠিক তারিখের পূর্ববর্তী কোনো তারিখ প্রদান করা। (২) পূর্ববর্তী হওয়া; আগে হওয়া বা আগে ঘটা: This event antedates the partition of Bengal by several years.
- English Word antediluvian Bengali definition [অ্যান্টিডিলূভিআন্] (adjective) (বাইবেলের Genesis পর্বে বর্ণিত) মহাপ্লাবনপূর্ব কালের উপযোগী বা মহাপ্লাবনপূর্ব-কাল সম্পর্কিত; সেকেলে; অপ্রচলিত। antediluvian (noun) সেকেলে লোক।
- English Word antelope Bengali definition [অ্যান্টিলোউপ্] (noun) হরিণজাতীয় প্রাণীবিশেষ; কৃষ্ণসার মৃগ।
- English Word antenatal Bengali definition [অ্যান্টিনেইট্ল্] (adjective) জন্মের পূর্বকালীন: antenatal clinics, গর্ভবতী মহিলাদের জন্য ক্লিনিক।
- English Word antenna Bengali definition [অ্যান্টেনা] (noun) (১) কীটপতঙ্গ ও চিংড়িজাতীয় কিছু প্রাণীর মাথায় যুক্ত স্পর্শসন্ধানী শুঙ্গ। (২) (বিশেষত America(n)) রেডিও বা টিভির এরিয়েল; আকাশ–তার; অ্যানটেনা।
- English Word antenuptial Bengali definition [অ্যান্টিনাপ্শ্ল্] (adjective) বিবাহের পূর্বকালীন; বিবাহপূর্ব: an antenuptial contract.
- English Word antepenultimate Bengali definition [অ্যান্টিপিনাল্টিমাট্] (adjective) শেষ দুইটির পূর্ববর্তী: the antepenultimate syllable.
- English Word anterior Bengali definition [অ্যান্টিআরিআ(র্)] (adjective) (আনুষ্ঠানিক) পূর্বকালীন; পূর্ববর্তী।