A পৃষ্ঠা ৪২
- English Word apace Bengali definition [আপেইস্] (adverb) (প্রাচীন প্রয়োগ বা সাহিত্যিক) দ্রুত; তাড়াতাড়ি: rumours spread apace.
- English Word apanage Bengali definition (also appanage) [অ্যাপানিজ্] [Uncountable noun] (১) স্বাভাবিক অনুষঙ্গ; যে বস্তু আবশ্যিকভাবে অন্য বস্তুর অনুসরণ করে। (২) জন্ম বা কর্মসূত্রে প্রাপ্ত সম্পত্তি, বৃত্তি ইত্যাদি।
- English Word apart Bengali definition [আপা:ট্] (adverb) (১) দূর: The two towns are no less than 50 miles apart. (২) একান্তে; একদিকে: I took him apart to speak to him alone. All his life he stood apart, (অন্যদের থেকে) দূরে থাকতেন; একান্তে (নিজেকে নিয়ে) থাকতেন। joking/jesting apart রসিকতা বাদ দিয়ে, কাজের কথা বলতে গেলে। set/put (something/somebody) apart (from) (কাউকে/কোনো কিছু) একদিকে সরিয়ে রাখা, (বিশেষ উদ্দেশ্যে) তুলে রাখা; (কাউকে) বিশিষ্ট করে তোলা: His fearlessness set him apart from his colleagues. (৩) আলাদা (ভাবে): I have never been able to get these two things apart, কোনোদিন আলাদা করতে পারিনি। apart from বাদে; ছাড়া; ব্যতিরেকে: apart from these reasons. tell/know two things or persons apart আলাদা করে চেনা বা বোঝা। দ্রষ্টব্যcome (১৫), দ্রষ্টব্যpull 1 (৭), দ্রষ্টব্যtake 1 (১৬).
- English Word apartheid Bengali definition [আপা:ট্হেইট্] (noun) (দক্ষিণ আফ্রিকা) বর্ণবৈষম্য (নীতি); বর্ণবাদ (নীতি); ইউরোপীয় এবং অ–ইউরোপীয়দের পৃথকীকরণ।
- English Word apartment Bengali definition [আপা:ট্মান্ট্] (noun) (১) কোনো বাড়ির অভ্যন্তরে স্বয়ংসম্পূর্ণ কক্ষ। (২) (plural) সপ্তাহ বা মাসের ভিত্তিতে ভাড়া করা বা ভাড়া দেওয়া এই ধরণের কক্ষের সমষ্টি। (৩) (America(n)) (an apartment house বলে কথিত) বড় ভবনের একই তলায় অবস্থিত একই ধরনের কক্ষসমূহ। (America(n) apartment = British/Britain flat; America(n) apartment house = British/Britain block of flats; America(n) apartment hotel = British/Britain service flats) দ্রষ্টব্যtenement.
- English Word apathy Bengali definition [অ্যাপাথি] [Uncountable noun] সমবেদনা বা আগ্রহের অভাব; (কারো/কোনো কিছুর প্রতি) উদাসীনতা বা অনীহা। apathetic [অ্যাপাথেটিক্] (adjective) সমবেদনা বা আগ্রহহীন; উদাসীন। apathetically [অ্যাপাথেটিক্লি] (adverb)
- English Word ape Bengali definition [এইপ্] (noun) (১) (গরিলা, শিম্পাঞ্জি প্রভৃতি) লেজবিহীন বানর; উল্লুক। (২) যে ব্যক্তি অন্যের নকল করে। (৩) (কথ্য) অপরিপাটি; অমার্জিত ব্যক্তি। ape (verb transitive) অন্যের নকল করা।
- English Word aperient Bengali definition [আপিআরিআন্ট্] (noun), (adjective) বিরেচক (পদার্থ)।
- English Word aperitif Bengali definition [আপেরাটিফ্ America(n) আপেরটীফ্] (noun) খাবার আগে পান করার মদ্যবিশেষ।
- English Word aperture Bengali definition [অ্যাপাচা(র্)] (noun) (বিশেষত আলো প্রবেশ করতে পারে এমন) রন্ধ্র; ফাঁক; ফাটল; ছিদ্র।
- English Word apex Bengali definition [এইপেক্স্] (noun) (plural 'apexes' বা 'apices' [এইপিসীজ্]) উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু: the apex of a triangle; the apex of one’s career/fortunes.
- English Word aphasia Bengali definition [আফেইজিআ America(n) আফেইজা] (noun) (প্যাথলজি) (মস্তিষ্কে আঘাতের ফলে) কথা বলা বা বোঝার ক্ষমতার লোপ; বাকশক্তি লোপ।
- English Word aphid Bengali definition [এইফিড্] (noun) =aphis.
- English Word aphis Bengali definition [এইফিস্] (noun) (plural aphides [এইফিডীজ্]) গাছপালার রস শুষে বেঁচে থাকা অতি ক্ষুদ্র কীট; ছিট-পোকা।
- English Word aphorism Bengali definition [অ্যাফারিজাম্] [Countable noun] সংক্ষিপ্ত জ্ঞানগর্ভ বাণী; প্রবচন।
- English Word aphrodisiac Bengali definition [আফ্রাডিজিঅ্যাক্] (noun), (adjective) [Countable noun, Uncountable noun] কামোদ্দীপক (বস্তু)।
- English Word apiary Bengali definition [এইপিআরি America(n) এইপিইএরি] (noun) মৌমাছি লালনের স্থান; মধুমক্ষিকাশালা। apiarist [এইপিআরিস্ট্] (noun) মৌমাছিপালক। apiculture [এইপিকালচা(র্)] (noun) মৌমাছির চাষ।
- English Word apiece Bengali definition [আপীস্] (adverb) (কোনো ব্যক্তি বা বস্তুসমষ্টির) প্রতিটিতে বা প্রতিটির জন্য; প্রতিজনে বা প্রতিজনের জন্য; জনপ্রতি; খানাপ্রতি: These cost a taka apiece.
- English Word apish Bengali definition [এইপিশ্] (adjective) বানরের মতো; বানরতুল্য; নির্বোধভাবে অনুকরণসর্বস্ব।
- English Word aplomb Bengali definition [আপ্লম্] [Uncountable noun] আত্মবিশ্বাস; (কথায় বা ব্যবহারে) দৃঢ়তা বা ঋজুতা: He spoke with great aplomb.