A পৃষ্ঠা ৩৯
- English Word anteroom Bengali definition [অ্যান্টিরূম্ America(n) অ্যান্টিরুম্] (noun) পার্শ্বকক্ষ; উপকক্ষ; অতিথি বা দর্শনার্থীদের অপেক্ষা করার ঘর।
- English Word anthem Bengali definition [অ্যান্থাম্] (noun) চার্চে সমবেত কণ্ঠে গাওয়ার জন্য রচিত স্তবগান। national anthem জাতীয় সঙ্গীত, যেমন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’।
- English Word anther Bengali definition [অ্যান্থা(র্)] (noun) (উদ্ভিদবিদ্যা) পরাগধানী।
- English Word anthology Bengali definition [অ্যান্থলাজি] (noun) বিভিন্ন লেখক কিংবা একই লেখকের নির্বাচিত কবিতা বা গদ্য বা উভয়বিধ রচনাসমূহের সংকলন; কাব্যসংকলন; সাহিত্যসংকলন।
- English Word anthracite Bengali definition [অ্যান্থ্রাসাইট্] [Uncountable noun] অত্যন্ত কঠিন কয়লাবিশেষ, যে কয়লা পোড়ালে ধোঁয়া বা শিখা বের হয় না বললেই চলে।
- English Word anthrax Bengali definition [অ্যান্থ্র্যাক্স্] [Uncountable noun] গবাদিপশুর মারাত্মক সংক্রামক রোগ, যা মানবদেহেও সংক্রমিত হতে পারে।
- English Word anthropoid Bengali definition [অ্যান্থ্রাপয়ড্] (adjective) মানুষের মতো; নরসদৃশ; নরাকার। anthropoid (noun) বিশেষত গরিলা, বনমানুষ প্রভৃতি নরাকার প্রাণী।
- English Word anthropology Bengali definition [অ্যান্থ্রাপলাজি] [Uncountable noun] নরবিজ্ঞান; নরবিদ্যা; নৃতত্ত্ব। anthropologist [অ্যান্থ্রাপলাজিস্ট্] (noun) নৃতত্ত্ববিদ; নৃতাত্ত্বিক; নৃবিজ্ঞানী। anthropological [অ্যান্থ্রাপালজিক্ল্] (adjective)
- English Word anthropomorphic Bengali definition [অ্যান্থ্রাপামোফিক্] (adjective) প্রাণী বা বস্তুতে নরত্ব আরোপ সম্পর্কিত।
- English Word anti- Bengali definition [অ্যান্টি America(n) অ্যান্টাই] (prefix) বিরুদ্ধ-; বিপরীত-; অপ-; প্রতি-: anti-communist, কমিউনিস্টবিরোধী।
- English Word anti-aircraft Bengali definition [অ্যান্টি এআক্রা:ফ্ট্ America(n) অ্যান্টিএআক্র্যাফ্ট্] (adjective) শত্রুবিমানবিধ্বংসী: antiaircraft guns.
- English Word anti-clockwise Bengali definition [অ্যান্টিক্লক্ওয়াইজ্] (adverb) ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীতমুখী; বামাবর্তী।
- English Word anti-personnel Bengali definition [অ্যান্টিপাসনেল্] (adjective) (সাধারণত মাইন–অস্ত্র সম্বন্ধে) মানুষকে হতাহত করার উদ্দেশ্যে উদ্ভাবিত (কিন্তু যানবাহন ধ্বংসের জন্য নয়)।
- English Word anti-Semite Bengali definition [অ্যান্টিসীমাইট্ America(n) অ্যান্টিসেম্ইট] (noun), (adjective) ইহুদিবিরোধী; ইহুদিবিদ্বেষী (ব্যক্তি)। anti-Semitic [অ্যান্টিসিমিটিক্] (adjective) anti-Semitism [অ্যান্টিসেমিটিজা্ম্] (noun)
- English Word antibiotic Bengali definition [অ্যান্টিবাইঅটিক্] (noun), (adjective) (চিকিৎসাশাস্ত্র) জীবাণুনাশক বা জীবাণুপ্রতিরোধী (পদার্থবিদ্যা), যথা পেনিসিলিন।
- English Word antibody Bengali definition [অ্যান্টিবডি] [Countable noun] (শারীরবিদ্যা) রক্তে উৎপন্ন পদার্থ যা ক্ষতিকর জীবাণু প্রতিরোধ বা ধ্বংস করে।
- English Word antic Bengali definition [অ্যান্টিক্] (noun) (plural) ভাঁড়ামি; সঙ; উদ্ভট আচরণ।
- English Word anticipate Bengali definition [অ্যান্টিসিপেইট্] (verb transitive) (১) সময় হওয়ার আগেই (কিছু) করা বা ব্যবহার করা: Don’t anticipate your salary, মাইনে পাওয়ার আগেই খরচপত্তর করো না। (২) অন্যের আগে করা। (৩) যা করা উচিত, যা ঘটতে পারে ইত্যাদি বুঝে সেভাবে কাজ করা: She anticipates all my needs, বলার আগেই বুঝে নিয়ে সব প্রয়োজন মেটায়। (৪) প্রত্যাশা করা (এ অর্থে expect অধিক প্রযোজ্য শব্দ): I don’t anticipate much opposition from that quarter. anticipatory [অ্যান্টিসিপেইটারি] (adjective)
- English Word anticipation Bengali definition [অ্যান্টিসিপেইশ্ন্] [Countable noun, Uncountable noun] (in) anticipation (of) anticipate–এর সব অর্থে এবং পূর্বজ্ঞান; পূর্বাভাস: I bought an extra bag of rice in anticipation of a further rise in the prices of essentials.
- English Word anticlimax Bengali definition [অ্যান্টিক্লাইম্যাক্স্] [Countable noun] মহৎ, গুরুত্বপূর্ণ, গুরুতর, অর্থবহ ইত্যাদি কোনো কিছু থেকে আকস্মিক পতন; পূর্ববর্তী উত্থানের সঙ্গে বৈপরীত্যসূচক পতন।