A পৃষ্ঠা ৩৭
- English Word annuity Bengali definition [আনিঊআটি America(n) আনূঊআটি] [Countable noun] (আয় হিসেবে) কাউকে বার্ষিক ভিত্তিতে যাবজ্জীবন প্রদত্ত নির্দিষ্ট অঙ্কের অর্থ; এ রকম নিয়মিত বার্ষিক আয় নিশ্চিতকারী বিমাপদ্ধতি। annuitant [আনিঊইটান্ট্ America(n) আনূঊইটান্ট্] (noun) যে ব্যক্তি এ রকম বার্ষিক আয় বা বৃত্তি ভোগ করে।
- English Word annul Bengali definition [আনাল্] (verb transitive) আইন, চুক্তি প্রভৃতি রদ করা বা বাতিল করা; (কোনো সামাজিক বিয়ে বা অনুরূপ কিছুকে) অসিদ্ধ বা অকার্যকর ঘোষণা করা। annulment
- English Word annular Bengali definition [আনিউলা(র্)] (adjective) (বিরল) আংটির মতো; বলয়াকার।
- English Word annunciate Bengali definition [আনান্সিএইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) ঘোষণা করা; প্রকাশ করা; ব্যক্ত করা; জ্ঞাপন করা।
- English Word annunciation Bengali definition [আনান্সিএইশ্ন্] (noun) the Annunciation (গির্জা সম্বন্ধীয়) দেবদূত গ্যাব্রিয়েল কুমারী মেরিকে তাঁর গর্ভে যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করবেন বলে যে বার্তাটি জ্ঞাপন করেছিলেন, এ উপলক্ষে ২৫ মার্চ পালিত উৎসব।
- English Word anode Bengali definition [অ্যানোউড্] (noun) (বিদ্যুৎ) (America(n) বিকল্প নাম 'plate') (১) ধনাত্মক বা পজিটিভ চার্জবিশিষ্ট বিদ্যুদ্বাহী তারের প্রান্ত বা ইলেকট্রোড। (২) ব্যাটারির ধনাত্মক বা পজিটিভ প্রান্ত।
- English Word anodyne Bengali definition [অ্যানাডাইন্] (noun), (adjective) বেদনা উপশমকারী (ওষুধ); সান্ত্বনাদায়ক (বস্তু)।
- English Word anoint Bengali definition [আনয়ন্ট্] (verb transitive) (বিশেষত ধর্মীয় অনুষ্ঠান) দেহে তেল বা তৈলাক্ত বস্তু লেপন করা: anoint somebody with oil. anointment (noun)
- English Word anomalous Bengali definition [আনমালাস্] (adjective) নিয়মবহির্ভূত; কোনো-না-কোনোভাবে স্বাভাবিক থেকে ভিন্ন; ব্যতিক্রমী। anomalous verb ‘do’ ক্রিয়ার সাহায্য ছাড়াই যে ক্রিয়া প্রশ্নবোধক ও নেতিবাচক রূপ পরিগ্রহ করতে পারে, যথা, must, ought. anomalously (adverb)
- English Word anomaly Bengali definition [আনমালি] (noun) অস্বাভাবিক বা ব্যতিক্রমী বস্তু: A bird that cannot fly is an anomaly.
- English Word anon 1 Bengali definition [আনন্] (adverb) (প্রাচীন প্রয়োগ) অবিলম্বে; শীঘ্র। ever and anon প্রায়ই; মাঝে মাঝে।
- English Word anon 2 Bengali definition [আনন্] (noun) (পাদটীকা) নামহীন লেখকের দ্বারা রচিত, by an anonymous author- এই কথার সংক্ষিপ্ত রূপ।
- English Word anonymity Bengali definition [অ্যানানিমাটি] [Uncountable noun] রচয়িতার নাম নেই এমন অবস্থা; ছদ্মনাম যুক্ত বা অপ্রকাশিত নাম বা অবস্থা।
- English Word anonymous Bengali definition [আননিমাস্] (adjective) নামহীন বা অপ্রকাশিত নাম: an anonymous letter, যে পত্রে লেখকের নাম নেই; an anonymous gift, উপহারদাতার নাম জানা নেই এমন উপহার। anonymously (adverb)
- English Word anopheles Bengali definition [আন্ফিলীজ্] (noun) (প্রাণীবিদ্যা) ম্যালেরিয়ার জীবাণুবাহী মশা; এনোফিলিস মশা।
- English Word anorak Bengali definition [অ্যানার্যাক্] [Countable noun] বৃষ্টি, হিমেল বাতাস ও শৈত্য থেকে দেহরক্ষায় পরিহিত মস্তকাবরণযুক্ত জ্যাকেট বা কোট।
- English Word anorexia Bengali definition [অ্যানারেক্সিআ] [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) অগ্নিমান্দ্য; ক্ষুধাহীনতা। anorexia nervosa এক ধরনের মানসিক অসুস্থতা– খাদ্যভীতি এর অন্যতম লক্ষণ, এতে বিপজ্জনকভাবে দেহের ওজন কমে যায়। anorexic (noun), (adjective) খাদ্যভীতিতে আক্রান্ত (ব্যক্তি); (লাক্ষণিক) অত্যন্ত কৃশকায় (ব্যক্তি)।
- English Word another Bengali definition [আনাদ্(র্)] (pronoun), (adjective) দ্রষ্টব্য other. (১) অতিরিক্ত (এক), অপর (এক), আর (এক): May I have another cup of tea? The population of this country is going to be doubled in another ten years. আর দশ বছরে দ্বিগুণ হবে। (২) অনুরূপ (এক): May be one day he will become another Nazrul. (৩) ভিন্ন (এক): That is quite another matter. one another, দ্রষ্টব্যone 3 (৩).
- English Word answer 1 Bengali definition [আ:নসা(র্) America(n) অ্যান্সার] (noun) answer (to) (১) প্রত্যুত্তর; জবাব; উত্তর: I’m waiting for an answer to my letter. He gave no answer, জবাবে কিছুই বলল না। in answer (to) প্রত্যুত্তরে: I am writing this in answer to your letter. He sent me a cheque for Tk 5,000/- in answer to my request for a loan. (২) সমাধান; অঙ্কের ফল: The answer to 4 × 18 is 72. Have/know all the answers কোনো বিষয়ে অনেক কিছু জানা কিংবা অনেক কিছু জানা আছে এমন বিশ্বাস করা।
- English Word answer 2 Bengali definition [আ:ন্সা(র্) America(n) অ্যান্সা(র্)] (verb transitive), (verb intransitive) (১) উত্তর বা প্রত্যুত্তর দেওয়া; জবাব দেওয়া: answer a letter; answer a question. What shall I answer him? আমি তাকে কী জবাব দেব? answer the door/the bell কেউ দরজার কড়া নাড়লে বা বেল টিপলে দরজা খুলে দেওয়া। answer the telephone টেলিফোন ধরা। answer (somebody) back (কারো) মুখে মুখে জবাব দেওয়া। (২) পূর্ণ করা; উপযোগী বা সন্তোষজনক হওয়া: Will this answer your purpose? (৩) সফল বা কার্যকর হওয়া; সন্তোষজনক হওয়া: This method has not answered, we must try a different one. (৪) answer to the name of (পোষা প্রাণী) নাম থাকা; কোনো নাম ধরে ডাকলে সাড়া দেওয়া: The dog answers to the name of Lalu. answer to a description বর্ণনার সঙ্গে মিলে যাওয়া: She doesn’t answer to the description of the missing girl that appeared in the newspaper. (৫) answer (to) the helm (জাহাজ) হাল ঘুরানোর ফলে দিকপরিবর্তন করা: The Ship failed to answer the helm, জাহাজটির গতিপথ নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না/ জাহাজটি আর চালানো যাচ্ছিল না। (৬) answer for দায়ী হওয়া: I can’t answer for someone else’s mistakes. He has a lot to answer for, সে অনেক কিছুর জন্য দায়ী। answerable [আ:ন্সা(র্)আব্ল্] (adjective) (১) যার উত্তর দেওয়া যায়; জবাবযোগ্য। (২) (কেবল predicative(ly)) (কারো কাছে কোনো কিছুর জন্য) দায়ী।