A পৃষ্ঠা ৩৬
- English Word animal Bengali definition [অ্যানিম্ল্] (noun) (১) প্রাণী: Men, dogs, birds, flies, fish are all animals. the animal kingdom প্রাণীজগৎ। (২) চতুষ্পদ জন্তু: animal husbandry, পশুপালন। (৩) মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী। (৪) (attributive(ly) ব্যবহার) আত্মিক নয়; মানুষের জৈবিক দিক: animal needs, যেমন খাদ্য; animal desires, যেমন কাম। animal spirits স্বাভাবিক প্রফুল্লতা। animalcule [অ্যানিম্যাল্কিউল্] (noun) অণুবীক্ষণের সাহায্য ছাড়া দেখা যায় না এমন ক্ষুদ্র প্রাণী।
- English Word animate Bengali definition [অ্যানিমাট্] (adjective) জীবন্ত; সজীব; প্রাণবন্ত; প্রাণচঞ্চল। animate (verb transitive) (অ্যানিমেইট্) প্রাণসঞ্চার করা; উদ্দীপিত বা প্রাণবন্ত করা; অনুপ্রাণিত করা: A smile animated his face; We had an animated discussion; The success animated him to greater efforts. animated cartoon (noun) অঙ্কিত চিত্রমালার ফটোগ্রাফ তুলে নির্মিত সিনেমা ফিল্ম। animation [অ্যানিমেইশ্ন্] [Uncountable noun] (১) (বিশেষত) সজীবতা; প্রাণচঞ্চলতা; উষ্ণ আবেগ; উদ্দীপনা। (২) যে প্রক্রিয়ার সাহায্যে পুতুল বা মডেলকে ব্যবহার করে চলচ্চিত্র তৈরি করা হয়।
- English Word animism Bengali definition [অ্যানিমিজাম্] [Uncountable noun] সকল বস্তুর (বৃক্ষ, পাথর, বাতাস ইত্যাদি) প্রাণ আছে- এই বিশ্বাস; সর্বপ্রাণবাদ।
- English Word animosity Bengali definition [অ্যানিমসাটি] [Uncountable noun] animosity (against/towards/between) বিদ্বেষ; সক্রিয় শত্রুতা; [Countable noun] এ রকম বিদ্বেষ বা শত্রুতার দৃষ্টান্ত।
- English Word animus Bengali definition [অ্যানিমাস্] [Uncountable noun] বিদ্বেষ; শত্রুতা; (indefinite article সহযোগে) বিদ্বেষ বা শত্রুতার দৃষ্টান্ত: animus against me.
- English Word anise Bengali definition [অ্যানিস্] (noun) মৌরিগাছ। aniseed [অ্যানিসীড্] [Uncountable noun] মৌরি।
- English Word anjuman Bengali definition [আন্জূমান্] (অপিচ anjaman [আন্জমান্]) (noun) মুসলমান সমাজের সমিতি বা সংঘ; আঞ্জুমান।
- English Word ankle Bengali definition [অ্যাঙ্ক্ল্] (noun) গোড়ালির গাঁট; গুল্ফ ও পায়ের মাংসপেশির মধ্যবর্তী সরু অংশ। ankle socks গুল্ফ পর্যন্ত ঢাকে এমন খাটো মোজা। anklet [অ্যাঙক্লাট্] (noun) নূপুর, মল ইত্যাকার পায়ের অলংকার।
- English Word anna Bengali definition [অ্যানা] (noun) (১) (পুরাতনী) উপমহাদেশীয় মুদ্রা টাকা বা রুপির ১৬ ভাগের এক ভাগ; আনা। (২) (আধুনিক প্রয়োগ) টাকার ভগ্নাংশ বোঝাতে: eight annas, আট আনা বা পঞ্চাশ পয়সা।
- English Word annals Bengali definition [অ্যানালজ্] (noun) (plural) বর্ষভিত্তিক ঘটনাবলীর বিবরণী; বর্ষপঞ্জি; বর্ষলিপি; বছরে বছরে রচিত নতুন জ্ঞান বা আবিষ্কারের বিবরণী; জ্ঞানপঞ্জিকা; কোনো বিদ্বৎসমাজের বার্ষিক কার্যবিবরণী। annalist [অ্যানালিস্ট্] (noun) বর্ষপঞ্জি বা জ্ঞানপঞ্জিকার রচয়িতা।
- English Word anneal Bengali definition [আনীল্] (verb transitive) (ধাতু, কাচ প্রভৃতি পান দেওয়ার জন্য) উত্তপ্ত করার পর খুব ধীরে ধীরে শীতল করা।
- English Word annex 1 Bengali definition [আনেক্স্] (verb transitive) (১) (রাজ্য, ভূখণ্ড) অধিকার করা। (২) annex (to) (বাড়তি অংশ হিসেবে কোনো কিছু) যুক্ত বা সংযোজন করা। annexation [আনেক্সেইশ্ন্] [Uncountable noun] সংযোজন; সংযুক্তি; [Countable noun] সংযুক্তির দৃষ্টান্ত; সংযুক্ত বস্তু বা বিষয়।
- English Word annex 2 Bengali definition [অ্যানেক্স্] (অপিচ annexe) (noun) (১) [Countable noun] বৃহত্তর অট্টালিকার সঙ্গে সংযোজিত বা তার নিকটবর্তী ক্ষুদ্রতর অট্টালিকা; উপগৃহ: an annex to a museum. (২) (কোনো দলিল বা প্রামাণ্য গ্রন্থের) পরিশিষ্ট।
- English Word annihilate Bengali definition [আনাইআলেইট্] (verb transitive) সম্পূর্ণরূপে ধ্বংস করা; নিশ্চিহ্ন করা: annihilate the enemy; (লাক্ষণিক) অবলুপ্ত করা: Air-travel has annihilated distance. annihilation [আনাইআলেইশ্ন্] [Uncountable noun] (স্থল বা নৌবাহিনী ইত্যাদির) পূর্ণবিলয়; পূর্ণধ্বংস।
- English Word anniversary Bengali definition [আনিভাসারি] [Countable noun] কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তারিখের বার্ষিক আবর্তন; এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান; বার্ষিকী: We have been invited to her wedding anniversary; the anniversary of Rabindranath’s birth.
- English Word Anno Domini Bengali definition [অ্যানোউ ডমিনাই] (লাতিন) (সংক্ষেপ AD [এইডী]) in the year of our Lord, যে বছর যিশু জন্মগ্রহণ করেন; যে বছর থেকে খ্রিষ্টাব্দ গণনা করা হয়।
- English Word annotate Bengali definition [অ্যানাটেইট্] (verb transitive) টীকা যোগ করা; টীকা রচনা করা: an annotated text. annotation [অ্যানাটেইশ্ন্] [Uncountable noun] টীকা রচনা; [Countable noun] টীকা।
- English Word announce Bengali definition [আনাউন্স্] (verb transitive) (১) ঘোষণা করা; জ্ঞাপন করা। (২) আগমনবার্তা ঘোষণা করা: The footman announced Mr and Mrs Hussain. (৩) (বেতার, টিভি ইত্যাকার অনুষ্ঠানে) বক্তা, শিল্পী প্রমুখের পরিবেশনার ঘোষণা দেওয়া। announcement [Countable noun] ঘোষণা: a broadcast announcement. announcer (noun) (বিশেষত) বেতার টিভির ঘোষক বা ঘোষিকা।
- English Word annoy Bengali definition [আনয়] (verb transitive) (বিশেষত passive বা কর্মবাচ্যে) be annoyed with somebody/at something/about something বিরক্ত বা জ্বালাতন করা; অসন্তুষ্ট করা: She was annoyed with her husband for not telling her about his plans earlier. He felt annoyed because he was not asked to sit down. I was annoyed at his stupidity. annoying (participial adjective) বিরক্তিকর: it’s annoying to miss an appointment. annoyance [আনয়আন্স্] (noun) (১) [Uncountable noun] বিরক্তি; অসন্তোষ: He turned away with a look of annoyance. (২) [Countable noun] বিরক্তিকর বস্তু বা বিষয়: These little annoyances were enough to spoil the day for me.
- English Word annual Bengali definition [অ্যানিউআল্] (adjective) (১) প্রতিবছর আসে বা ঘটে এমন: annual migration of birds. (২) শুধু এক বছর বা এক মৌসুম টিকে থাকে বা স্থায়ী হয় এমন। (৩) বার্ষিক: my annual income; the annual production of jute. annual (noun) (১) এক বছর বা এক মৌসুম বেঁচে থাকে এমন উদ্ভিদ। hardy annual (কৌতুক) প্রায়ই ঘটে (বিরক্তিকর বা একঘেয়ে মনে হয়) এমন ঘটনা। (২) প্রতিবছর একই শিরোনামে কিন্তু নতুন নতুন বিষয়বস্তু নিয়ে প্রকাশিত বই, পত্রিকা ইত্যাদি। annually (adverb)