A পৃষ্ঠা ৩৫
- English Word angina pectoris Bengali definition [অ্যান্জাইনা পেক্টরিস্] (noun) (লাতিন) (প্যাথলজি) হৃদরোগবিশেষ, এতে বুকে তীব্র ব্যথা অনুভূত হয়।
- English Word angle 1 Bengali definition [অ্যাঙ্গ্ল্] (noun) (১) পরস্পর মিলিত হয় এমন দুটি রেখার মধ্যবর্তী স্থান; কোণ: an acute angle. angle-iron (noun) L আকার লোহার বাতা। angle-park (verb transitive), (verb intransitive) রাস্তার ধারে আড়াআড়িভাবে মোটরগাড়ি দাঁড় করানো। (২) (লাক্ষণিক) দৃষ্টিকোণ; দৃষ্টিভঙ্গি: He viewed the matter from a different angle. angle (verb transitive) বিশেষ দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা: angle the news, (সংবাদদাতা বা তার মালিকপক্ষের মতাদর্শের উপযোগী করে) সংবাদ পরিবেশন করা।
- English Word angle 2 Bengali definition [অ্যাঙ্গ্ল্] (verb intransitive) (১) ছিপ দিয়ে মাছ ধরা। (২) angle for (লাক্ষণিক) কলাকৌশল প্রয়োগে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা: angle for compliments. angler [অ্যাঙ্গ্লা(র্)] (noun) যে ব্যক্তি ছিপ দিয়ে মাছ ধরে; যিনি কলাকৌশলে কোনো কিছু পেতে চান। angling [Uncountable noun] ছিপ দিয়ে মাছ ধরা।
- English Word Anglican Bengali definition [অ্যাঙ্গ্লিকান্] (noun), (adjective) ইংল্যান্ডের সরকারি প্রটেস্টান্ট চার্চসংক্রান্ত (Church of England); এই চার্চের অনুগামী ব্যক্তি।
- English Word anglicize Bengali definition [অ্যাঙ্গ্লিসাইজ্] (verb transitive) ইংরেজিকরণ করা: a Bengali name. anglicism [অ্যাঙ্গ্লিসিজাম্] (noun) ইংরেজি বাচনরীতি।
- English Word Anglo- Bengali definition [অ্যাঙ্গ্লোউ] (prefix) ইংরেজ: Anglo-American relations, ইঙ্গ–মার্কিন সম্পর্ক। Anglo–Catholic (noun) Church of England–এর অনুসারীদের যে অংশ আদি খ্রিষ্টান চার্চের সঙ্গে নিরবচ্ছিন্ন সম্পর্কের উপর জোর দেয় এবং প্রটেস্টান্ট নামে চিহ্নিত হতে চায় না; এই অংশের যেকোনো অনুসারী; এই অংশসম্পর্কিত। Anglo-Indian (ক) ভারতে বসবাসকারী ব্রিটিশ বংশোদ্ভূত (ব্যক্তি)। (খ) মিশ্র ব্রিটিশ ও ভারতীয় বংশোদ্ভূত (ব্যক্তি); ফিরিঙ্গি; ইউরেশীয়। Anglo–Saxon (noun), (adjective) ইংরেজ বংশোদ্ভূত (ব্যক্তি); নরমান বিজয়ের (Norman Conquest) পূর্বে উত্তর-পশ্চিম ইউরোপ থেকে আগত যেসব নৃগোষ্ঠী ইংল্যান্ডে বসতি স্থাপন করে তাদের যেকোনোটি; এদের ভাষা (বিকল্প নাম Old English).
- English Word Anglomania Bengali definition [অ্যাঙ্গ্লোউমেইনিআ] (noun) অত্যধিক ইংরেজপ্রীতি; ইংরেজবাতিক; ইংরেজিপনা।
- English Word Anglophile Bengali definition [অ্যাঙ্গ্লোউফাইল্] (অপিচ Anglophil [অ্যাঙ্গ্লোউফিল্]) (noun) ইংরেজপ্রেমী।
- English Word Anglophobe Bengali definition [অ্যাঙ্গ্লোউফোউব্] (noun) ইংরেজবিদ্বেষী।
- English Word Anglophobia Bengali definition [অ্যাঙ্গ্লোউফোউবিআ] (noun) ইংরেজবিদ্বেষ বা ইংরেজভীতি।
- English Word angora Bengali definition [অ্যাঙ্গোরা] (noun) (১) [Countable noun] দীর্ঘ লোমের বিড়াল, ছাগল বা খরগোশ। (২) [Uncountable noun] এ জাতীয় ছাগলোমের বস্ত্র।
- English Word angostura Bengali definition [অ্যাঙ্গাস্টিউআরা] [Uncountable noun] দক্ষিণ আমেরিকার বৃক্ষবিশেষের ছাল থেকে তৈরি এবং বলবর্ধক ওষুধ বা টনিক হিসেবে ব্যবহৃত তিক্ত তরল পদার্থ।
- English Word Angrez Bengali definition [অ্যাঙ্গ্রেজ্] (noun) (plural Angrezlog) (অনানুষ্ঠানিক) ইংল্যান্ডের অধিবাসী; ইংরেজ।
- English Word Angrezi Bengali definition [অ্যাঙ্গ্রেজি] (অপিচ Ingrezi [ইঙ্গ্রেজি] (noun) (অনানুষ্ঠানিক) ইংরেজি ভাষা। Angrezi (adjective) (অপিচ Ingrezi [ইঙ্গ্রেজি] (অনানুষ্ঠানিক) ইংল্যান্ড বা ইংরেজবিষয়ক।
- English Word angry Bengali definition [অ্যাঙ্গ্রি] (adjective) (১) (কারো সঙ্গে কোনো ব্যাপারে) ক্রুদ্ধ; রুষ্ট। (২) (ক্ষত, ঘা, আঘাত) লাল; লাল হয়ে ফুলে ওঠা; দগদগে। (৩) (সমুদ্র, আকাশ, মেঘ) ঝঞ্ঝাবিক্ষুব্ধ; ঝড়ো; ভয়ংকর। angrily [অ্যাঙ্গ্রিআলি] (adverb)
- English Word angst Bengali definition [অ্যাঙ্স্ট্] [Uncountable noun] (জার্মান) উৎকণ্ঠাবোধ; উদ্বেগ (পৃথিবীর হালচাল দেখে যেমন হতে পারে)।
- English Word anguish Bengali definition [অ্যাঙ্গুইশ্] [Uncountable noun] নিদারুণ (বিশেষত মানসিক) যন্ত্রণা; তীব্র মনঃকষ্ট। anguished (adjective) নিদারুণ মানসিক যন্ত্রণাক্লিষ্ট: anguished looks.
- English Word angular Bengali definition [অ্যাঙ্গিউআলা(র্)] (adjective) (১) কোণযুক্ত। (২) (ব্যক্তি সম্বন্ধে) চামড়ার নিচে হাড়ের গড়ন বোঝা যায় এমন; (ব্যক্তির স্বভাব, প্রকৃতি ইত্যাদি সম্বন্ধে) নমনীয়তাহীন; আড়ষ্ট; সমালোচনাপ্রবণ; খুঁতখুঁতে স্বভাবের।
- English Word aniline Bengali definition [অ্যানিলীন্ America(n) অ্যানালিন্] [Uncountable noun] আলকাতরা থেকে রাসায়নিক পদ্ধতিতে প্রাপ্ত এবং রঞ্জক, ওষুধ ইত্যাদি প্রস্তুতে ব্যবহৃত পদার্থবিশেষ।
- English Word animadvert Bengali definition [অ্যানিম্যাড্ভাট্] (verb intransitive) animadvert (on) (আনুষ্ঠানিক) (কারো আচরণের) সমালোচনা করা। animadversion [অ্যানিম্যাড্ভাশ্ন্ America(n) অ্যানিম্যাড্ভাজ্ন্] (noun) সমালোচনা।