• Bengali Word ফলাশ, ফরাস English definition [ফরাশ্‌](বিশেষ্য) ১ মেঝে বা তক্তাপোষে পাতবার জন্য কার্পেট বা বিছানা (সরাইখানার ভিতরে সারা মেঝে জুড়িয়া ফরাস পাতা-আকবরউদ্দীন; ফরাশ বিছিয়ে বসি না কেন-প্রথম চৌধুরী)। ২ ঘরের আসবাবপত্র ঝাড়ামোছা; আলো জ্বালা, শয্যা বিছানো ইত্যাদি কাজে নিয়োজিত চাকর বা ভৃত্য (যম বাতি নিবিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাশ পাঠায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) ফরাশ}
    • Bengali Word ফল English definition [ফল্‌](বিশেষ্য) ১ গাছ প্রভৃতিতে জাত শষ্য বা বীজাধার (আম, জাম ইত্যাদি)। ২ লাভ; কোনো কাজের পরিণাম (কি ফল লভিনু হায়-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ নির্ধারণ; সিদ্ধান্ত; সমাধান (অঙ্কের ফল)। ৪ নিষ্পত্তি। ৫ শাস্তি; দণ্ড (পাপের ফল)। ৬ রায়; মীমাংসা (মোকদ্দমার ফল)। ৭ সন্তান। ৮ ফলা। ৯ উপকার (ঔষধের ফল)। ফলকথা (বিশেষ্য) মোট কথা; শেষ কথা; সারবস্তু বা সার কথা; কোনো বিষয়ে নিষ্পত্তিকর বাক্য। ফলকর (বিশেষ্য) ১ বৃক্ষলতাদিতে উৎপন্ন ফল উপভোগের জন্য প্রদত্ত করা। ২ ফলের বাগান। □ (বিশেষণ) ১ ফলবান (ফলকর বৃক্ষ)। ২ উপকার হয় এমন; উপকারী; উপকারক; ফলপ্রদ; ফলস্বরূপ; আসলে; প্রকৃতপক্ষে; বস্তুত। ২ পরিণামে। ফলত্রয় (বিশেষ্য) ১ ত্রিফলা। ২ মরিচ, শুঁঠ ও পিপুল – এই তিন রকম ফল। ফলদ, ফলদায়ক, ফলপ্রদ (বিশেষণ) ফল দান করে এমন; ফলদাতা (হোক পুষ্পহীন, কিন্তু ফলদ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ সিদ্ধিদায়ক। ফলদর্শী (বিশেষণ) দূরদর্শী; পরিণামদর্শী; ভবিষ্যৎদর্শী। ফলদর্শিতা বি। ফল দেওয়া (ক্রিয়া) ১ উপকার পাওয়া। ২ ফল ধরা। ফল দেখা (ক্রিয়া) প্রথম ঋতুমতী হওয়া। ফলন (বিশেষ্য) ১ বৃক্ষাদিতে ফল জন্মানো; উৎপাদন। ২ ফলা; সংঘটন; সত্যে পরিণত হওয়া। ফলন্ত (বিশেষণ) ফল ধরেছে এমন (গাছ); ফলবান; ফলবন্ত; ফলশালী (মালী না থাকলেও ফলন্ত বীজ গাছ হ’য়ে বাড়তে থাকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ফলপ্রসূ (বিশেষণ) ফল প্রদান করে এমন; ফলদায়ক; হিতকারী; উপকারক। ফলপ্রাপ্তি (বিশেষ্য) ফললাভ; কার্যে সিদ্ধিলাভ। ফলবান, ফলশালী (-লিন্‌) (বিশেষণ) ১ কৃতকার্য; সফল; চরিতার্থ। ২ ফলপূর্ণ; ফলন্ত; ফলযুক্ত। ফলবতী, ফলশালিনী;( স্ত্রীলিঙ্গ) । ফলভাগী (বিশেষণ) কোনো কাজের পরিণামভাগী; ফলের অংশীদার। ফলভাগিনী( স্ত্রীলিঙ্গ) । ফলভোগ (বিশেষ্য) কৃতকর্মজনিত সুখ-দুঃখের উপলব্ধি। ফলভোগী (-গিন্‌) (বিশেষণ) কৃতকর্মের ফলভোগকারী। ফলশ্রুতি (বিশেষ্য) ১ শ্রুতিফল (পুণ্যকাহিনী শ্রবণে যে ফল পাওয়া যায়, তা-ই ফলশ্রুতি (মহাভারত কিংবা গীতা শ্রবণের শ্রুতিফল হচ্ছে পূণ্যলাভ; অতএব ফলশ্রুতি হচ্ছে পূণ্যার্জন কিংবা ধর্মাভাবের উন্মেষ)। ২ (আলঙ্কারিক) ফলাফল; পরিণাম; তাৎপর্য। ৩ প্রভাব। ফলশ্রেষ্ঠ (বিশেষ্য) আম; আমগাছ। {(তৎসম বা সংস্কৃত) √ফল্‌+অ(অচ্‌)}
    • Bengali Word ফলই, ফলুই, ফলি English definition [ফোলোই,ফোলুই,ফোলি](বিশেষ্য) চিতলজাতীয় ছোট মৎস্যবিশেষ; ফলিমাছ। {(তৎসম বা সংস্কৃত) ফলকী>}