• Bengali Word ফলাহার, ফলার English definition [ফলাহার্‌,ফলার্‌](বিশেষ্য) ১ ভাত ছাড়া অন্যান্য নিরামিষ দ্রব্য-দই, চিড়া, দুধ, মিষ্টান্ন, বিভিন্ন প্রকার ফল ইত্যাদি ভোজ্যবস্তু। ২ উক্তরূপ ভোজ্য দ্রব্যাদি আহার (ঠাকুরদাসকে পেট ভরিয়া ফলার করাইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ফলাহারী, ফলারে ভিণ ফলারপ্রিয়; ফলার করতে অভ্যস্ত এমন; ফল ভোজনকারী (ফলারে বামুন)। {(তৎসম বা সংস্কৃত) ফল+আহার}