• Bengali Word ফেরেব, ফরেব English definition [ফোরেব্‌, ফরেব] (বিশেষ্য) প্রবঞ্চনা; জুয়াচুরি; জাল; শঠতা। ফেরেবফন্দি (বিশেষ্য) ধূর্তামি; কারসাজি (কোনো ফেরেবফনিদ নেই-এতে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ফেরেববাজ (বিশেষণ) প্রবঞ্চক; জালিয়াতি; দাগাবাজ; ঠগ (তাই হলি সব সেরেফ আজ কাপুরুষ আর ফেরববাজ-কাজী নজরুল ইসলাম)। ফেরেববাজি (বিশেষ্য) জালিয়াতি; ফেরেববাজের কর্ম বা বৃত্তি। {(ফারসি) ফেরেব}