• Bengali Word রসা ১ English definition [রশা] (বিশেষ্য) পৃথিবী; ধরা; ধরণী (রসাতল)। {(তৎসম বা সংস্কৃত) √রস্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
    • Bengali Word রসা ২ English definition [রশা] (বিশেষণ) ১ রসযুক্ত; যাতে যথেষ্ট রস আছে (রসা আম)। ২ সামান্য পচা (রসা মাছ)। □ (বিশেষ্য) ১ অল্প ঝোলযুক্ত মাছ বা মাংসের ব্যঞ্জন। ২ সুরুয়া; ঝোল। {(তৎসম বা সংস্কৃত) রস+ (বাংলা) আ}
    • Bengali Word রসা ৩ English definition [রশা] (ক্রিয়া) ১ রসযুক্ত বা ভিজে হওয়া; স্যাঁতসেতে (মাটি রসেছে)। ২ অল্প পচা (আমটা রয়েছে)। ৩ শ্লেষ্মাযুক্ত হওয়া (শরীরটা রসেছে)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। রসানো (ক্রিয়া) ১ রসযুক্ত করা। ২ আর্দ্র বা রসযুক্ত হওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। রসিয়ে, রসাইয়া (ক্রিয়াবিশেষণ) রসযুক্ত করে (গল্পটা রসিয়ে বলবা-আবু রুশ্‌দ্‌)। {(তৎসম বা সংস্কৃত) রস+ (বাংলা) আ}