ক পৃষ্ঠা ৭৩
- Bengali Word কুচকাওয়াজ English definition [কুচ্কাওয়াজ] (বিশেষ্য) সৈনিকদের রণশিক্ষা; লড়াইয়ের প্রস্তুতিমূলক ব্যায়াম ও কৌশলাদি শিক্ষা; military parade । {( ফারসি) কোচ+(আরবি) কবাইদ}
- Bengali Word কুচকি English definition ⇒ কুঁচকি
- Bengali Word কুচকুচ English definition [কুচ্কুচ্] (অব্যয়) উজ্জ্বল ও গাঢ় কৃষ্ণ বর্ণের আভা। কুচকুচে (বিশেষণ) গাঢ় ও চকচকে; তৈলচিক্কণ (কুচকুচে কালো)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুচ্ (চিক্কণতার ভাব)>}
- Bengali Word কুচক্র English definition [কুচক্ক্রো] (বিশেষ্য) ষড়যন্ত্র; চক্রান্ত; কুমন্ত্রণা। কুচক্রী (-ক্রিন্) (বিশেষণ) ১ চক্রান্তকারী; ষড়যন্ত্রকারী। ২ কুমন্ত্রণা দেয় এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+চক্র; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুচন , কচন English definition ⇒ কুচানো
- Bengali Word কুচনি , কোচনি English definition [কুচ্নি, কোচ্নি] (বিশেষ্য) ১ বেশ্যা (কুচনীর বাড়ী তবে কেমনে যাইবে-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ কোচ নারী; কোচ বিহার রাজ্যের রমণী। {কোচ+নী}
- Bengali Word কুচফল English definition [কুচ্ফল] (বিশেষ্য) দাড়িম্ব ফল; ডালিম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুচ+ফল}
- Bengali Word কুচরিত্র English definition [কুচোরিত্ত্রো] (বিশেষ্য) খারাপ স্বভাব; অসদাচরণ; মন্দ প্রকৃতি। □ (বিশেষণ) দুশ্চরিত্র; অসচ্চরিত্র; মন্দ স্বভাব। কুচরিত্রা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+চরিত্র; (কর্মধারয় সমাস) , (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কুচর্যা English definition [কুচর্জা] (বিশেষ্য) ১ গর্হিত আচরণ; অন্যায় ব্যবহার। ২ কুপ্রথা; কদাচার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+চর্যা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুচা , কুচি , কুচো , কুঁচি English definition [কুচা, কুচি, কুচো, কুঁচি] (বিশেষ্য) ১ ছোট টুকরা (প্রাণের থলে পুরলি পাথর কুচি দিয়ে-রজনীকান্ত সেন; তার ডানার কুচিগুলো এখানে-ওখানে সমুদ্রের মাঝে টাপুর মত ভাসতে লাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ গলি; সংকীর্ণ পথ বা রাস্তা। □ (বিশেষণ) সংকীর্ণ। কুচাকরা (ক্রিয়া) টুকরা টুকরা করিয়া কাটা। কুচি কুচি করা (ক্রিয়া) ক্রমাগত কেটে খণ্ড খণ্ড করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুচ্>} কুচাগ্র [কুচাগ্গ্রো] (বিশেষ্য) স্তনের অগ্রভাগ বা বোঁটা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুচ+অগ্র; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কুচানো , কুচনো English definition [কুচানো, কুচনো] (ক্রিয়া) ছোট ছোট করে কাটা; কুচি কুচি করা। □ (বিশেষ্য) ছেদন; ছোট ছোট রূপে কর্তন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুচ্> বা কুচা+আনো}
- Bengali Word কুচি ৩ , কুচি করা English definition ⇒ কুচা
- Bengali Word কুচিকিৎসক English definition [কুচিকিত্শক] (বিশেষ্য) আনাড়ি চিকিৎিসক; হাতুড়ে ডাক্তার; অদক্ষ বা অনভিজ্ঞ বৈদ্য। কুচিকিৎসা (বিশেষ্য) ফলহীন বা মন্দ ফলদায়ক চিকিৎিসা; হাতুড়ে চিকিৎসা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+চিকিৎিসক; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুচিন্তা English definition [কুচিন্তা] (বিশেষ্য) ১ দুর্ভাবনা। ২ অসৎ বিষয়ের চিন্তা; কুৎসিত বিষয়ের কল্পনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+চিন্তা; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুচিলা , কুচলে , কুঁচিলা English definition [কুচিলা, কুচ্লে, কুঁচিলা] (বিশেষ্য) বিষময় ফল বা বীজ অথবা এর বৃক্ষবিশেষ; যা ঔষধে ব্যবহৃত হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুচেলক, কুচিল>}
- Bengali Word কুচুটে , কুচুটিয়া , কুচুণ্ডে English definition [কুচুটে, কুচুটিয়া, কুচুন্ডে] (বিশেষণ) কুচিন্তাকারী; কুটিল প্রকৃতি; হিংসুক কুচক্রী (আমিও মধুগঞ্জের বক্সওয়ালাদের মতো কুচুটে-সৈয়দ মুজতবা আলী; ত্রেতাযুগের লোকগুলো ছিল কুচুণ্ডে রাসকেল-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুৎসা> পা., (প্রাকৃত) কুচ্ছা> (বাংলা) কুচা+উটিয়া>কুচুটে; চণ্ডিয়া>চণ্ডে}
- Bengali Word কুচেল English definition [কুচেল্] (বিশেষ্য) জীর্ণবস্ত্র পরিহিত ব্যক্তি; মলিন বা নোংরা কাপড়। {কু(কুৎসিত)+চেল(বস্ত্র) যার = (তৎসম বা সংস্কৃত শব্দ) কুচেল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কুচেষ্টা English definition [কুচেশ্টা] (বিশেষ্য) অপচেষ্টা; মন্দ অভিসন্ধি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+চেষ্টা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুচ্ছা English definition ⇒ কুৎসা
- Bengali Word কুচ্ছিত , কুচ্ ছিত English definition ⇒ কুৎসিত